ক্রীড়া ডেস্ক
মিরপুরের ‘বাঘ’ মোস্তাফিজুর রহমান বাইরের কোনো ভেন্যুতে খেললে তাঁকে খুঁজেই পাওয়া যায় না—এমন একটা কথা শোনা যায় প্রায়ই। কারণ, শেরে বাংলার ‘ধানখেতে’র উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ব্যাটারদের বেশ চাপে রাখেন তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসার এবারের এশিয়া কাপে দেখিয়ে দিচ্ছেন, মিরপুরসহ সব ভেন্যুতেই তিনি সমান কার্যকরী।
দলের যখনই প্রয়োজন, তখনই মোস্তাফিজ আবির্ভূত হন স্বমহিমায়। দুবাইয়ে গতকাল সুপার ফোরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিকেই তাকানো যাক। টস হেরে আগে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কার স্কোর ১৮ ওভার শেষে ছিল ৪ উইকেটে ১৫৩ রান। দাসুন শানাকার তাণ্ডবে তখন দিশেহারা বাংলাদেশ। ১৯তম ওভারে এসে মোস্তাফিজ দেখালেন তাঁর জাদু। মোস্তাফিজের সেই ওভার থেকে এসেছে কেবল ৫ রান। চারিত আসালাঙ্কার রানআউটসহ পড়েছে ৩ উইকেট। কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
চার ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সতীর্থদের খরুচে বোলিংয়ের দিনই গতকাল ‘ব্যাকআপ’ হিসেবে কাজ করেছেন তিনি। যেখানে আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ৪ ওভারে ৪৯ রান দিয়েও পাননি কোনো উইকেট। শ্রীলঙ্কার স্কোর ১৮০ ছাড়ানো যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, তখন ১৯তম ওভারে মোস্তাফিজের বোলিং প্রতিপক্ষের জন্য ‘স্পিডব্রেকার’ হিসেবে কাজ করেছে। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশের ৪ উইকেটে জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন সাইফ হাসান। মোস্তাফিজের প্রসঙ্গ এলে সাইফ বলেন, ‘ফিজ ভাই বোলিং সব সময় ভালো করছেন। গত কয়েক মাস ধরেই তিনি দারুণ ছন্দে আছেন। আজকে যত রান হয়েছে, তাদের মধ্যে তিনি কম রান দিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন। তিনি তো বিশ্বমানের বোলার। এমন পরিস্থিতি তার জন্য সহজ।’
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল দুই বাঁহাতি পেসার শরীফুল-মোস্তাফিজের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ ছিলেন একাদশে। যেখানে নাসুমের দিনটা বাজে গেলেও আরেক স্পিনার শেখ মেহেদী হাসান নিয়ন্ত্রিত বোলিং করেছেন। ২ উইকেটও নিয়েছেন মেহেদী। এদিকে দুষ্মন্ত চামিরা, তুষারা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা—স্বীকৃত এই চার বোলার লঙ্কানরা খেলিয়েছে সুপার ফোরের ম্যাচে। দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস খন্ডকালীন বোলার হিসেবে বোলিং করলেও সুবিধা করতে পারেননি। ধারাভাষ্যকাররাও বারবার মাহিশ তিকশানার কথা উল্লেখ করছিলেন।
মাশরাফি বিন মর্তুজার মতে পাঁচ বোলার না থাকায় শ্রীলঙ্কা ভুগলেও বাংলাদেশ এই সুবিধাটা ঠিকই কাজে লাগিয়েছে। মাশরাফির দেওয়া ফেসবুক পোস্টের সঙ্গে একমত সাইফ। লঙ্কাজয়ের পর গত রাতে সাইফ বলেছেন, ‘আমি মনে করি পাঁচ ফ্রন্ট লাইন বোলার খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আমাদের দলের ব্যাটিংয়ের গভীরতা বাড়ানো দরকার। উভয় কম্বিনেশনই খুব গুরুত্বপূর্ণ। আমরা খোঁজার চেষ্টা করছি এই কম্বিনেশন। আশা করি দ্রুতই পেয়ে যাব সেটা।’
দুবাইয়ে গত রাতে সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২৪ ও ২৫ সেপ্টেম্বর সুপার ফোরের অপর দুই ম্যাচে বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। লিটন দাস-সাইফরা সুপার ফোরের সব ম্যাচ খেলবেন দুবাইয়ে। এই পর্ব থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনাল।
মিরপুরের ‘বাঘ’ মোস্তাফিজুর রহমান বাইরের কোনো ভেন্যুতে খেললে তাঁকে খুঁজেই পাওয়া যায় না—এমন একটা কথা শোনা যায় প্রায়ই। কারণ, শেরে বাংলার ‘ধানখেতে’র উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ব্যাটারদের বেশ চাপে রাখেন তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসার এবারের এশিয়া কাপে দেখিয়ে দিচ্ছেন, মিরপুরসহ সব ভেন্যুতেই তিনি সমান কার্যকরী।
দলের যখনই প্রয়োজন, তখনই মোস্তাফিজ আবির্ভূত হন স্বমহিমায়। দুবাইয়ে গতকাল সুপার ফোরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিকেই তাকানো যাক। টস হেরে আগে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কার স্কোর ১৮ ওভার শেষে ছিল ৪ উইকেটে ১৫৩ রান। দাসুন শানাকার তাণ্ডবে তখন দিশেহারা বাংলাদেশ। ১৯তম ওভারে এসে মোস্তাফিজ দেখালেন তাঁর জাদু। মোস্তাফিজের সেই ওভার থেকে এসেছে কেবল ৫ রান। চারিত আসালাঙ্কার রানআউটসহ পড়েছে ৩ উইকেট। কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
চার ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সতীর্থদের খরুচে বোলিংয়ের দিনই গতকাল ‘ব্যাকআপ’ হিসেবে কাজ করেছেন তিনি। যেখানে আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ৪ ওভারে ৪৯ রান দিয়েও পাননি কোনো উইকেট। শ্রীলঙ্কার স্কোর ১৮০ ছাড়ানো যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, তখন ১৯তম ওভারে মোস্তাফিজের বোলিং প্রতিপক্ষের জন্য ‘স্পিডব্রেকার’ হিসেবে কাজ করেছে। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশের ৪ উইকেটে জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন সাইফ হাসান। মোস্তাফিজের প্রসঙ্গ এলে সাইফ বলেন, ‘ফিজ ভাই বোলিং সব সময় ভালো করছেন। গত কয়েক মাস ধরেই তিনি দারুণ ছন্দে আছেন। আজকে যত রান হয়েছে, তাদের মধ্যে তিনি কম রান দিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন। তিনি তো বিশ্বমানের বোলার। এমন পরিস্থিতি তার জন্য সহজ।’
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল দুই বাঁহাতি পেসার শরীফুল-মোস্তাফিজের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ ছিলেন একাদশে। যেখানে নাসুমের দিনটা বাজে গেলেও আরেক স্পিনার শেখ মেহেদী হাসান নিয়ন্ত্রিত বোলিং করেছেন। ২ উইকেটও নিয়েছেন মেহেদী। এদিকে দুষ্মন্ত চামিরা, তুষারা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা—স্বীকৃত এই চার বোলার লঙ্কানরা খেলিয়েছে সুপার ফোরের ম্যাচে। দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস খন্ডকালীন বোলার হিসেবে বোলিং করলেও সুবিধা করতে পারেননি। ধারাভাষ্যকাররাও বারবার মাহিশ তিকশানার কথা উল্লেখ করছিলেন।
মাশরাফি বিন মর্তুজার মতে পাঁচ বোলার না থাকায় শ্রীলঙ্কা ভুগলেও বাংলাদেশ এই সুবিধাটা ঠিকই কাজে লাগিয়েছে। মাশরাফির দেওয়া ফেসবুক পোস্টের সঙ্গে একমত সাইফ। লঙ্কাজয়ের পর গত রাতে সাইফ বলেছেন, ‘আমি মনে করি পাঁচ ফ্রন্ট লাইন বোলার খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আমাদের দলের ব্যাটিংয়ের গভীরতা বাড়ানো দরকার। উভয় কম্বিনেশনই খুব গুরুত্বপূর্ণ। আমরা খোঁজার চেষ্টা করছি এই কম্বিনেশন। আশা করি দ্রুতই পেয়ে যাব সেটা।’
দুবাইয়ে গত রাতে সুপার ফোরের প্রথম ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২৪ ও ২৫ সেপ্টেম্বর সুপার ফোরের অপর দুই ম্যাচে বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। লিটন দাস-সাইফরা সুপার ফোরের সব ম্যাচ খেলবেন দুবাইয়ে। এই পর্ব থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনাল।
দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। তবে ম্যাচ ছাপিয়ে সূর্যকুমার যাদবের সঙ্গে সালমান আলী আঘার করমর্দন না করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। এক সপ্তাহ পর আজ সুপার ফোরে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।
২ ঘণ্টা আগেবাইরে যতটা বিতর্ক হচ্ছে, এর ছিটেফোঁটাও যদি মাঠের লড়াইয়ে দেখা যেত! ভারত-পাকিস্তান লড়াই মানেই এখনো আগের মতো ‘ক্ল্যাসিক’ এক ম্যাচ দেখার অপেক্ষায় বসে থাকেন সমর্থকেরা। এশিয়া কাপে গ্রুপ পর্বের লড়াইয়ে যা হলো, তা অবশ্য ক্ল্যাসিক বলা চলে না। বরং ভুলে যাওয়াই ভালো। কিন্তু বিতর্ক আর ভুলতে দিল কই।
৩ ঘণ্টা আগেঅনুজ সতীর্থদের সঙ্গে নুরুল হাসান সোহানকে দেখলে মনে হয়, বিদেশের শহরে তাঁর ভূমিকা দায়িত্বশীল ‘বড় ভাইয়ে’র মতো। এটাই হয়। অনুজেরা দলের অভিজ্ঞ সতীর্থের শরণ নেবেন, নতুন কী! শুধু দলের সতীর্থরা কেন, প্রতিপক্ষের খেলোয়াড়েরাও সোহানকে দেখলেই এগিয়ে আসেন, হাসিমুখে কুশলাদি জানতে চান।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপের গ্রুপ পর্বেই পথচলা থেমে গেছে আফগানিস্তানের। আবুধাবিতে ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আফগানদের। বিদায় ঘণ্টা বাজার দুই দিনের মধ্যেই আফগান ক্রিকেটারদের শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৪ ঘণ্টা আগে