‘অল ব্ল্যাক’রা জিতলে আলাদা কথা ছিল, গত শনিবার রাগবি বিশ্বকাপের ফাইনালে তারা হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। কিন্তু আজ ক্রিকেট বিশ্বকাপে সেই প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার আগে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলছেন, রাগবির অল ব্ল্যাকরাই তাঁদের প্রেরণা।
উল্টো রাগবির বিশ্বকাপ জয় তো আজ প্রেরণা হওয়ার কথা টেম্বা বাভুমা-কুইন্টন ডি ককদের। ব্যাক টু ব্যাক রাগবি বিশ্বকাপ জয়ের পর আনন্দে ভাসছে দক্ষিণ আফ্রিকার মানুষ। সোমবার দেশটির সরকার উদ্যাপনের সুযোগ দিতে জাতীয় ছুটিও ঘোষণা করে। কিন্তু ফাইনালে হেরে যাওয়া একটা দল ল্যাথামদের প্রেরণা হয় কী করে! রাগবি বিশ্বকাপে ফাইনালে একজন কম নিয়েই খেলে নিউজিল্যান্ড। শুরুর দিকে অধিনায়ক স্যাম কেন বহিষ্কৃত হওয়ার পর একজন কম নিয়েই খেলেছে নিউজিল্যান্ড। কিন্তু হারের আগেই হাল ছেড়ে দেয়নি তারা। হাড্ডাহাড্ডি লড়াই করেই হেরেছে ১২-১১ স্কোরে। এই যে একজনকে কম নিয়ে খেলেও স্বদেশিদের দুর্দান্ত পারফরম্যান্সই প্রেরণা ল্যাথামদের। ‘অবশ্যই সেটা ছিল রাগবির দুর্দান্ত এক ম্যাচ’—আগের দিন সংবাদ সম্মেলনে বলে গেলেন, ‘কী দুর্দান্তই না একটা রাগবি বিশ্বকাপ খেলেছে অল ব্ল্যাকরা!’
রাগবি দলের মতো হাড্ডাহাড্ডি লড়াই করেও ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারেনি নিউজিল্যান্ড। তবে হাল ছেড়ে না দিয়ে আজ পুনেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। ল্যাথাম বললেন, ‘শক্তিশালী তাদের ব্যাটিং লাইনআপ। তবে আমাদের বিশ্বমানের বোলিং আক্রমণ...কাজেই দারুণ একটা লড়াই হবে।’
‘অল ব্ল্যাক’রা জিতলে আলাদা কথা ছিল, গত শনিবার রাগবি বিশ্বকাপের ফাইনালে তারা হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। কিন্তু আজ ক্রিকেট বিশ্বকাপে সেই প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার আগে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলছেন, রাগবির অল ব্ল্যাকরাই তাঁদের প্রেরণা।
উল্টো রাগবির বিশ্বকাপ জয় তো আজ প্রেরণা হওয়ার কথা টেম্বা বাভুমা-কুইন্টন ডি ককদের। ব্যাক টু ব্যাক রাগবি বিশ্বকাপ জয়ের পর আনন্দে ভাসছে দক্ষিণ আফ্রিকার মানুষ। সোমবার দেশটির সরকার উদ্যাপনের সুযোগ দিতে জাতীয় ছুটিও ঘোষণা করে। কিন্তু ফাইনালে হেরে যাওয়া একটা দল ল্যাথামদের প্রেরণা হয় কী করে! রাগবি বিশ্বকাপে ফাইনালে একজন কম নিয়েই খেলে নিউজিল্যান্ড। শুরুর দিকে অধিনায়ক স্যাম কেন বহিষ্কৃত হওয়ার পর একজন কম নিয়েই খেলেছে নিউজিল্যান্ড। কিন্তু হারের আগেই হাল ছেড়ে দেয়নি তারা। হাড্ডাহাড্ডি লড়াই করেই হেরেছে ১২-১১ স্কোরে। এই যে একজনকে কম নিয়ে খেলেও স্বদেশিদের দুর্দান্ত পারফরম্যান্সই প্রেরণা ল্যাথামদের। ‘অবশ্যই সেটা ছিল রাগবির দুর্দান্ত এক ম্যাচ’—আগের দিন সংবাদ সম্মেলনে বলে গেলেন, ‘কী দুর্দান্তই না একটা রাগবি বিশ্বকাপ খেলেছে অল ব্ল্যাকরা!’
রাগবি দলের মতো হাড্ডাহাড্ডি লড়াই করেও ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারেনি নিউজিল্যান্ড। তবে হাল ছেড়ে না দিয়ে আজ পুনেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। ল্যাথাম বললেন, ‘শক্তিশালী তাদের ব্যাটিং লাইনআপ। তবে আমাদের বিশ্বমানের বোলিং আক্রমণ...কাজেই দারুণ একটা লড়াই হবে।’
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শুরুর আগে নুরুল হাসান সোহান জানিয়েছেন, এই সিরিজে তাঁর দল শিখতে আসেনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে সোহানের কথারই প্রতিফলন ঘটল। ৭ উইকেটের সহজ জয় পেল সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।
৮ মিনিট আগেপাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে নাহিদ রানা চলে গেছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর। পিএসএলে তাঁকে নিয়েছে পেশোয়ার জালমি। তবে এখনো তাঁর পিএসএলে খেলার সুযোগ মেলেনি।
১ ঘণ্টা আগেসময়টা ভালোই যাচ্ছে না ঋষভ পন্তের। নিজের পারফরম্যান্স তো তথৈবচ। দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও খেই হারিয়েছে। ধর্মশালায় গত রাতে তাঁর নেতৃত্বাধীন লক্ষ্ণৌ ৩৭ রানে হেরেছে পাঞ্জাব কিংসের কাছে। বড় ব্যবধানে হারের পর সতীর্থদের দুষলেন পন্ত।
১ ঘণ্টা আগেবাংলাদেশের লাল সবুজ জার্সি পরতে সমিত সোম কেবল এক ধাপ দূরে। ফিফার প্লেয়ার্স কমিটির অনুমোদন পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কানাডাপ্রবাসী এই ফুটবলার।
২ ঘণ্টা আগে