ক্রীড়া ডেস্ক
২০২৫ আইপিএলের প্রথম বল মাঠে গড়াতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ৮টায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ১৮তম আইপিএল শুরুর আগেই দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া।
টুর্নামেন্ট শুরুর আগে আইপিএলের দলগুলো প্রস্তুতি চালাচ্ছে পুরোদমে। তবে বৃষ্টির কারণে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা, বেঙ্গালুরু দুই দলের অনুশীলন পর্ব আগেভাগে শেষ করতে হয়েছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ইডেন গার্ডেন্স কাভারে ঢাকা। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য ‘অরেঞ্জ এলার্ট’ জারি করা হয়েছে। এতে করে আগামীকাল রাজ্যের বিভিন্ন অংশে বজ্রপাত ও বৃষ্টির অনেক সম্ভাবনা রয়েছে। কারণ, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং বাতাস হচ্ছে খুব।
বুধবার, বৃহস্পতিবার টানা দুই দিন কলকাতায় হালকা বৃষ্টিপাত হয়েছে। যদিও কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই দলই তাদের অনুশীলন ঠিকমতো সারতে পেরেছে। তবে কলকাতার আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ এক ইনিংস পর বাতিল করতে হচ্ছে। বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যা ৭টায় কলকাতা-বেঙ্গালুরু ম্যাচের টস হবে। টসের আগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
আইপিএলের লিগ পর্বে অতিরিক্ত এক ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। যদি আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আগামীকাল কলকাতা-বেঙ্গালুরু ম্যাচে বৃষ্টি বাগড়া দেয়, তাহলে ন্যুনতম পাঁচ ওভারের ম্যাচ শেষ করতে হবে মধ্যরাতের আগে। আর ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই পাবে এক পয়েন্ট করে।
বেঙ্গালুরু ম্যাচের পর আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স চলে যাবে আসামের গুয়াহাটিতে। ২৬ মার্চ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা-রাজস্থান। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উড়াল দেবে চেন্নাইয়ের উদ্দেশ্যে। ২৮ মার্চ চিপকে বেঙ্গালুরু খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার।
২০০৮ সালের ১৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে আইপিএল শুরু হয়েছিল। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ৭৩ বলে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন কলকাতার জার্সিতে খেলা ব্রেন্ডন ম্যাককালাম। ১৭ বছর পর ফের আইপিএলের শুরুর ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা-বেঙ্গালুরু।
২০২৫ আইপিএলের প্রথম বল মাঠে গড়াতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ৮টায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ১৮তম আইপিএল শুরুর আগেই দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া।
টুর্নামেন্ট শুরুর আগে আইপিএলের দলগুলো প্রস্তুতি চালাচ্ছে পুরোদমে। তবে বৃষ্টির কারণে আজ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা, বেঙ্গালুরু দুই দলের অনুশীলন পর্ব আগেভাগে শেষ করতে হয়েছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ইডেন গার্ডেন্স কাভারে ঢাকা। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য ‘অরেঞ্জ এলার্ট’ জারি করা হয়েছে। এতে করে আগামীকাল রাজ্যের বিভিন্ন অংশে বজ্রপাত ও বৃষ্টির অনেক সম্ভাবনা রয়েছে। কারণ, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং বাতাস হচ্ছে খুব।
বুধবার, বৃহস্পতিবার টানা দুই দিন কলকাতায় হালকা বৃষ্টিপাত হয়েছে। যদিও কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই দলই তাদের অনুশীলন ঠিকমতো সারতে পেরেছে। তবে কলকাতার আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ এক ইনিংস পর বাতিল করতে হচ্ছে। বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যা ৭টায় কলকাতা-বেঙ্গালুরু ম্যাচের টস হবে। টসের আগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
আইপিএলের লিগ পর্বে অতিরিক্ত এক ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। যদি আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আগামীকাল কলকাতা-বেঙ্গালুরু ম্যাচে বৃষ্টি বাগড়া দেয়, তাহলে ন্যুনতম পাঁচ ওভারের ম্যাচ শেষ করতে হবে মধ্যরাতের আগে। আর ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই পাবে এক পয়েন্ট করে।
বেঙ্গালুরু ম্যাচের পর আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স চলে যাবে আসামের গুয়াহাটিতে। ২৬ মার্চ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা-রাজস্থান। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উড়াল দেবে চেন্নাইয়ের উদ্দেশ্যে। ২৮ মার্চ চিপকে বেঙ্গালুরু খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার।
২০০৮ সালের ১৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে আইপিএল শুরু হয়েছিল। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ৭৩ বলে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন কলকাতার জার্সিতে খেলা ব্রেন্ডন ম্যাককালাম। ১৭ বছর পর ফের আইপিএলের শুরুর ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা-বেঙ্গালুরু।
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৯ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে