‘শেষ ভালো যার, সব ভালো তার’—বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাপারটা যেন এখন এমনই। ভারতকে ৬ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে পেরেছে বাংলাদেশ। তাতে বিশ্বকাপের আগে বাংলাদেশের আত্মবিশ্বাস যে অনেক বেড়ে যাবে, তা গতকাল সাকিব আল হাসানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কথাতেই বোঝা গেছে।
কলম্বোর প্রেমাদাসায় আগামীকাল যে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল হবে তা নিশ্চিত হওয়া গিয়েছিল গত পরশু। গতকাল বাংলাদেশ-ভারত ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। আনুষ্ঠানিকতার ম্যাচ হেরে ভারত র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার এক সুবর্ণ সুযোগ হারাল। ভারতকে ওয়ানডেতে শীর্ষে উঠতে হলে বাংলাদেশ, শ্রীলঙ্কা দুটো দলকে হারালেই হয়ে যেত।
এদিকে বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে হবে ১১টা ওয়ানডে। যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের পঞ্চম ওয়ানডে, এশিয়া কাপ ভারত-শ্রীলঙ্কা ফাইনাল। আর বাংলাদেশ-নিউজিল্যান্ড, ভারত-অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড-আয়ারল্যান্ড—এই তিনটা দ্বিপক্ষীয় সিরিজ হবে তিন ম্যাচের।
বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। এই মুহূর্তে ১১৫ রেটিং নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের রেটিংও ১১৫, শুধু ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে আছে বাবর আজমের দল। ১১৪ রেটিং নিয়ে ৩ নম্বরে ভারত। আর ৯৪ রেটিং নিয়ে ৭ নম্বরে আছে বাংলাদেশ। ১০৫,১০৪ ও ১০০ রেটিং নিয়ে ৪, ৫ ও ৬ নম্বরে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ৮, ৯ ও ১০ নম্বরে থাকা শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৯৩, ৮০ ও ৬৮। যদি নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করতে পারে সাকিবের দল, তাহলে বাংলাদেশের রেটিং হবে ৯৯। কিউইদের রেটিং তখন ১০০ থেকে কমে হবে ৯৬। তাতে সাত থেকে ছয়ে উঠবে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে ওঠার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের। সে ক্ষেত্রে আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের ধবলধোলাই হতে হবে। তাতে ইংল্যান্ডের ১০৫ রেটিং থেকে কমে তা ৯৬ হয়ে যাবে। ৪ থেকে ৬ নম্বরে নেমে যাবে ইংলিশরা। যদি আইরিশরা ২-১ ব্যবধানে জেতে, তাহলে ৯৯ রেটিং নিয়ে ৫ নম্বরে থাকবে ইংল্যান্ড। বাংলাদেশ, ইংল্যান্ড রেটিং সমান হওয়ায় ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে ৬ নম্বরে চলে যাবে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার কাছে হারলেও র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুযোগ থাকছে ভারতের। তাতে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করতে হবে ভারতকে। ভারতের রেটিং হবে তখন ১১৬। আর যদি এশিয়া কাপ চ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়াকে হলে রোহিত শর্মার দলের রেটিং হবে ১১৮। অন্যদিকে বিশ্বকাপের আগে যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই শুধু অস্ট্রেলিয়া জয় পায়, তাহলে অজিদের রেটিং হবে ১১২। তাহলে শীর্ষস্থান থেকে তিনে নেমে যাবে অস্ট্রেলিয়া। যদি প্রোটিয়ারা জিতে যায়, তাহলে তাদের রেটিং হবে ১০৬। র্যাঙ্কিংয়ে পাঁচ থেকে চারে উঠবে দক্ষিণ আফ্রিকা।
যদি বাংলাদেশ ২-১ ব্যবধানে জেতে, তাহলে বাংলাদেশের রেটিং হবে ৯৬। তখন কিউইদের রেটিং হবে ৯৮। বাংলাদেশ, নিউজিল্যান্ড বর্তমান অবস্থানের মতো ৭ ও ৬ নম্বরেই থাকবে। আর যদি ইংল্যান্ড ২-১ ব্যবধানে আয়ারল্যান্ডকে হারায়, তাহলে ইংলিশদের রেটিং হবে ১০৩। চার থেকে পাঁচে নেমে যাবে ইংল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড যদি ৩-০ ব্যবধানে সিরিজ জেতে আইরিশদের বিপক্ষে, তখন ইংলিশদের রেটিং ১০৫ থেকে বেড়ে হবে ১০৬। সে ক্ষেত্রেও পাঁচে থাকবে ইংলিশরা, যদি দক্ষিণ আফ্রিকা হারাতে পারে অস্ট্রেলিয়াকে।
‘শেষ ভালো যার, সব ভালো তার’—বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাপারটা যেন এখন এমনই। ভারতকে ৬ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে পেরেছে বাংলাদেশ। তাতে বিশ্বকাপের আগে বাংলাদেশের আত্মবিশ্বাস যে অনেক বেড়ে যাবে, তা গতকাল সাকিব আল হাসানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কথাতেই বোঝা গেছে।
কলম্বোর প্রেমাদাসায় আগামীকাল যে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল হবে তা নিশ্চিত হওয়া গিয়েছিল গত পরশু। গতকাল বাংলাদেশ-ভারত ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। আনুষ্ঠানিকতার ম্যাচ হেরে ভারত র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার এক সুবর্ণ সুযোগ হারাল। ভারতকে ওয়ানডেতে শীর্ষে উঠতে হলে বাংলাদেশ, শ্রীলঙ্কা দুটো দলকে হারালেই হয়ে যেত।
এদিকে বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে হবে ১১টা ওয়ানডে। যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের পঞ্চম ওয়ানডে, এশিয়া কাপ ভারত-শ্রীলঙ্কা ফাইনাল। আর বাংলাদেশ-নিউজিল্যান্ড, ভারত-অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড-আয়ারল্যান্ড—এই তিনটা দ্বিপক্ষীয় সিরিজ হবে তিন ম্যাচের।
বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। এই মুহূর্তে ১১৫ রেটিং নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের রেটিংও ১১৫, শুধু ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে আছে বাবর আজমের দল। ১১৪ রেটিং নিয়ে ৩ নম্বরে ভারত। আর ৯৪ রেটিং নিয়ে ৭ নম্বরে আছে বাংলাদেশ। ১০৫,১০৪ ও ১০০ রেটিং নিয়ে ৪, ৫ ও ৬ নম্বরে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ৮, ৯ ও ১০ নম্বরে থাকা শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৯৩, ৮০ ও ৬৮। যদি নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করতে পারে সাকিবের দল, তাহলে বাংলাদেশের রেটিং হবে ৯৯। কিউইদের রেটিং তখন ১০০ থেকে কমে হবে ৯৬। তাতে সাত থেকে ছয়ে উঠবে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে ওঠার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের। সে ক্ষেত্রে আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের ধবলধোলাই হতে হবে। তাতে ইংল্যান্ডের ১০৫ রেটিং থেকে কমে তা ৯৬ হয়ে যাবে। ৪ থেকে ৬ নম্বরে নেমে যাবে ইংলিশরা। যদি আইরিশরা ২-১ ব্যবধানে জেতে, তাহলে ৯৯ রেটিং নিয়ে ৫ নম্বরে থাকবে ইংল্যান্ড। বাংলাদেশ, ইংল্যান্ড রেটিং সমান হওয়ায় ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে ৬ নম্বরে চলে যাবে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার কাছে হারলেও র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুযোগ থাকছে ভারতের। তাতে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করতে হবে ভারতকে। ভারতের রেটিং হবে তখন ১১৬। আর যদি এশিয়া কাপ চ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়াকে হলে রোহিত শর্মার দলের রেটিং হবে ১১৮। অন্যদিকে বিশ্বকাপের আগে যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই শুধু অস্ট্রেলিয়া জয় পায়, তাহলে অজিদের রেটিং হবে ১১২। তাহলে শীর্ষস্থান থেকে তিনে নেমে যাবে অস্ট্রেলিয়া। যদি প্রোটিয়ারা জিতে যায়, তাহলে তাদের রেটিং হবে ১০৬। র্যাঙ্কিংয়ে পাঁচ থেকে চারে উঠবে দক্ষিণ আফ্রিকা।
যদি বাংলাদেশ ২-১ ব্যবধানে জেতে, তাহলে বাংলাদেশের রেটিং হবে ৯৬। তখন কিউইদের রেটিং হবে ৯৮। বাংলাদেশ, নিউজিল্যান্ড বর্তমান অবস্থানের মতো ৭ ও ৬ নম্বরেই থাকবে। আর যদি ইংল্যান্ড ২-১ ব্যবধানে আয়ারল্যান্ডকে হারায়, তাহলে ইংলিশদের রেটিং হবে ১০৩। চার থেকে পাঁচে নেমে যাবে ইংল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড যদি ৩-০ ব্যবধানে সিরিজ জেতে আইরিশদের বিপক্ষে, তখন ইংলিশদের রেটিং ১০৫ থেকে বেড়ে হবে ১০৬। সে ক্ষেত্রেও পাঁচে থাকবে ইংলিশরা, যদি দক্ষিণ আফ্রিকা হারাতে পারে অস্ট্রেলিয়াকে।
অন্তর্বর্তী সরকারের গত এক বছরে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময়ে বোর্ডের সভাপতির তালিকায় নাম দেখা যাবে তিনজনকে! সভাপতি পরিবর্তন, গঠনতন্ত্র সংশোধনের ব্যর্থ উদ্যোগ, আর্থিক বিষয়ে সিদ্ধান্ত, ক্রিকেট প্রশাসনে তামিম ইকবালের আসা নিয়ে নানা জল্পনা-কল্পনা...
৮ মিনিট আগে৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
১২ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
১২ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
১৩ ঘণ্টা আগে