Ajker Patrika

সোহান-মিরাজের ব্যাটে লড়াইয়ের পুঁজি শেখ জামালের

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৪: ২০
সোহান-মিরাজের ব্যাটে লড়াইয়ের পুঁজি শেখ জামালের

শিরোপা জিততে ম্যাচটি গুরুত্বপূর্ণ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ৩০ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। অধিনায়ক ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের আরও একটি ব্যর্থ দিনে দলের হাল ধরেন নুরুল হাসান সোহান। শেষের দিকে প্রাইম ব্যাংকের বোলারদের ওপর ছোট্ট এক ঝড় বইয়ে দেন মেহেদী হাসান মিরাজ। তাতেই লড়াইয়ের পুঁজি পেয়েছে শেখ জামাল।

আজ সাভার বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৩২ রান করে শেখ জামাল। দলটির হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন সোহান। ৩২ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন মিরাজ। প্রাইম ব্যাংকের হয়ে তিনটি উইকেট নেন তাইজুল ইসলাম।

গুরুত্বপূর্ণ ম্যাচে প্রাইম ব্যাংক মাঠে নামায় তাদের পেসার শরীফুল ইসলামকে। শারীরিক জটিলতায় কদিন পরই সিঙ্গাপুরে যাবেন তিনি। তার আগে এই পেসারকে একাদশে রাখে প্রাইম ব্যাংক। ইনিংসের শুরুর ওভারটা তাঁকেই দিয়েই হয়। দ্বিতীয় ওভারে বল করতে এসেই শেখ জামালের ওপেনার রবিউল ইসলাম রবিকে শূন্য রানে ফেরান রাকিবুল হাসান।

আরেক ওপেনার সাইফ হাসানকে ব্যক্তিগত ১৩ রানে ফেরান এই স্পিনার। খানিক পরই ফেরেন অধিনায়ক ইমরুল কায়েস। চতুর্থ উইকেটে সোহানের সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন মুশফিক (২৯ বলে ১৪)।  আরেক ব্যাটার তাইবুর রহমানকে ৩ রানে ফেরান তাইজুল ইসলাম। 

ষষ্ঠ উইকেট জুটিতে সোহানকে দারুণ সঙ্গ দেন ভারতীয় ব্যাটার পারভেজ রসুল। তাঁদের ৬০ রানের জুটিতে দিক ফিরে পায় শেখ জামাল। ৩৭ রানে ফেরেন রসুল। সোহান দারুণ ব্যাটিং করেও থামেন ৭১ রানে। আর শেষ দিকে মিরাজের ৪৭ রানের ঝোড়ো ইনিংসে ২৩২ রানের পুঁজি পায় শেখ জামাল।

 পাশের মাঠেই টস হেরে ব্যাটিং করতে নেমে গাজী গ্রুপকে ৩১৫ রানের লক্ষ্য দিয়েছে রূপগঞ্জ টাইগার্স। দলটির হয়ে সর্বোচ্চ ১০৪ রান করেন ফজলে মাহমুদ। ৫টি চার ও ৪টি ছয়ে ১০৭ বলে সেঞ্চুরির দেখা পান তিনি। শতকের পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ফজলে । 

এ ছাড়া ইমরানুজ্জামান ৭৩, মার্শাল আয়ুব ৫৩ ও আরিফুল হক ৪১ রান করেন। সাদ নাঈম ১৫ রানে অপরাজিত ছিলেন। গাজীর হয়ে ২টি করে উইকেট নিয়েছেন জয়নুল ইসলাম ও মাহমুদুল হাসান।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...