ক্রীড়া ডেস্ক
৩ ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে আগামীকাল রাত ৯টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে নিজেদের লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ওপেনার সাইফ হাসান। তার মতে, প্রথম ম্যাচে আফগানদের হারাতে পারলে সিরিজটা নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ।
সাইফ বলেন, ‘প্রথম ম্যাচে যদি আমরা ভালো করতে পারি তাহলে ইনশাআল্লাহ সিরিজটাও জিততে পারব। তাই আমাদের সব মনোযোগ এখন প্রথম ম্যাচকে কেন্দ্র করে। নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে নির্দিষ্ট দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি। আমরা যদি আমাদের শক্তি নিয়ে কাজ করি, দুর্বলতা নিয়ে কাজ করি সেটা আমাদের জন্য কার্যকর ভূমিকা রাখবে।’
সুযোগ থাকার পরও এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে সুপার ফোরেই থেমেছে লিটন দাসদের এশিয়া কাপ যাত্রা। সে হতাশা কাটিয়ে উঠতে ক্রিকেটাররা কোন কোন বিষয় নিয়ে কাজ করছেন, এমন প্রশ্নের জবাবে সাইফ বলেন, ‘কাজ তো অবশ্যই করা হচ্ছে। আমরা সবাই মিলে কাজ করছি। আফগানিস্তান সিরিজে আমরা শতভাগ দিতে প্রস্তুত। আমরা রেঞ্জ হিটিং, স্ট্রাইক রোটেশন, নতুন কিংবা পুরাতন বল মোকাবেলা করা–এসব নিয়ে নিয়ে কাজ করেছি।’
আফগানিস্তান দলে আছে রশিদ খান, নুর আহমদ, গজনফার, মোহাম্মদ নবিদের মতো বেশ কয়েকজন বিশ্বমানের স্পিনার। তারা নিজেদের দিনে যেকোনো দলের ব্যাটিং লাইনে ধস নামানোর যোগ্যতা রাখেন। তবে প্রতিপক্ষ দলের স্পিনারদের নিয়ে বাড়তি চিন্তা করছেন না সাইফ, ‘আফগানিস্তান দলে বেশ কয়েকজন মিস্ট্রি স্পিনার আছে। এজন্য আমরা অনুশীলন নিজেদের প্রস্তুত করেছি। আমরা এই সিরিজে ভালো করতে আশাবাদী।’
৩ অক্টোবর দ্বিতীয় টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ৫ অক্টোবর কুড়ি ওভারের শেষ ম্যাচে মাঠে নামবে তারা। এরপর ৮,১১ ও ১৪ অক্টোবর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।
৩ ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে আগামীকাল রাত ৯টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে নিজেদের লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ওপেনার সাইফ হাসান। তার মতে, প্রথম ম্যাচে আফগানদের হারাতে পারলে সিরিজটা নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ।
সাইফ বলেন, ‘প্রথম ম্যাচে যদি আমরা ভালো করতে পারি তাহলে ইনশাআল্লাহ সিরিজটাও জিততে পারব। তাই আমাদের সব মনোযোগ এখন প্রথম ম্যাচকে কেন্দ্র করে। নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে নির্দিষ্ট দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি। আমরা যদি আমাদের শক্তি নিয়ে কাজ করি, দুর্বলতা নিয়ে কাজ করি সেটা আমাদের জন্য কার্যকর ভূমিকা রাখবে।’
সুযোগ থাকার পরও এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে সুপার ফোরেই থেমেছে লিটন দাসদের এশিয়া কাপ যাত্রা। সে হতাশা কাটিয়ে উঠতে ক্রিকেটাররা কোন কোন বিষয় নিয়ে কাজ করছেন, এমন প্রশ্নের জবাবে সাইফ বলেন, ‘কাজ তো অবশ্যই করা হচ্ছে। আমরা সবাই মিলে কাজ করছি। আফগানিস্তান সিরিজে আমরা শতভাগ দিতে প্রস্তুত। আমরা রেঞ্জ হিটিং, স্ট্রাইক রোটেশন, নতুন কিংবা পুরাতন বল মোকাবেলা করা–এসব নিয়ে নিয়ে কাজ করেছি।’
আফগানিস্তান দলে আছে রশিদ খান, নুর আহমদ, গজনফার, মোহাম্মদ নবিদের মতো বেশ কয়েকজন বিশ্বমানের স্পিনার। তারা নিজেদের দিনে যেকোনো দলের ব্যাটিং লাইনে ধস নামানোর যোগ্যতা রাখেন। তবে প্রতিপক্ষ দলের স্পিনারদের নিয়ে বাড়তি চিন্তা করছেন না সাইফ, ‘আফগানিস্তান দলে বেশ কয়েকজন মিস্ট্রি স্পিনার আছে। এজন্য আমরা অনুশীলন নিজেদের প্রস্তুত করেছি। আমরা এই সিরিজে ভালো করতে আশাবাদী।’
৩ অক্টোবর দ্বিতীয় টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ৫ অক্টোবর কুড়ি ওভারের শেষ ম্যাচে মাঠে নামবে তারা। এরপর ৮,১১ ও ১৪ অক্টোবর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের জন্য ছিল অনেক কিছু প্রমাণের মঞ্চ। র্যাঙ্কিংয়ে উন্নতি, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাওয়া—সব মিলিয়ে তিন ওয়ানডের সিরিজ থেকে পাঁচটি রেটিং পয়েন্ট তুলে নেওয়াই ছিল মূল লক্ষ্য। কিন্তু প্রথম ওয়ানডে হেরে সেই লক্ষ্য থেকে ছিটকে পড়েছে....
১১ মিনিট আগেসবকিছু ঠিকঠাক থাকলে লিওনেল মেসি আজ সতীর্থদের সঙ্গে আর্জেন্টিনার আরও একটি জয় উপভোগ করতে পারতেন। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি ছিলেনও। তবে আর্জেন্টিনার জার্সিতে নয়। গ্যালারিতে বসে তিনি খেলা দেখেছেন সপরিবারে।
৩০ মিনিট আগেশেষ মুহূর্তে স্বপ্নভঙ্গের হতাশা বাংলাদেশের ফুটবলের সঙ্গে বেশ পরিচিত। হংকংয়ের বিপক্ষে পরশু ৪-৩ গোলের হার সেই চেনা বেদনারই পুনরাবৃত্তি।
১ ঘণ্টা আগেআবুধাবিতে কাল দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে দুটি চ্যালেঞ্জ নিয়ে নামবে। প্রথমটি হলো সিরিজে সমতা আনা, দ্বিতীয়টি বিশ্বকাপের সরাসরি খেলার দৌড়ে টিকে থাকা। সিরিজে আফগানিস্তানকে ধবলধোলাই করতে পারলে ৫ রেটিং পয়েন্ট বাড়ত বাংলাদেশের।
১২ ঘণ্টা আগে