নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের জন্য ছিল অনেক কিছু প্রমাণের মঞ্চ। র্যাঙ্কিংয়ে উন্নতি, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাওয়া—সব মিলিয়ে তিন ওয়ানডের সিরিজ থেকে পাঁচটি রেটিং পয়েন্ট তুলে নেওয়াই ছিল মূল লক্ষ্য। কিন্তু প্রথম ওয়ানডে হেরে সেই লক্ষ্য থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ।
পাঁচ রেটিং পয়েন্ট নয়, এখন বাংলাদেশের লক্ষ্য সিরিজ বাঁচানো। আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। সিরিজে টিকে থাকতে হলে আজ আফগানদের বিপক্ষে জিততেই হবে দলকে।
আজ ও সিরিজের শেষ ম্যাচ জিতে যদি বাংলাদেশ সিরিজ জয় করে এবং পরের সিরিজে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডের তিনটিতেই জেতে, তাহলেই সরাসরি বিশ্বকাপ খেলার পথে একটা ‘লাইফ লাইন’ পাবে বাংলাদেশ। তখন র্যাঙ্কিংয়ের ৯-এ উঠে আসবে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপে খেলার জন্য যদিও ২০২৭ সালের ৩১ মার্চ দলগত র্যাঙ্কিং বিবেচিত হবে, সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে। তবে র্যাঙ্কিংয়ের সেরা ৯-এর মধ্যে থাকলেও সুযোগ আসবে। কারণ, ২০২৭ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। দক্ষিণ আফ্রিকা স্বাগতিকের কোটায় বিশ্বকাপ খেললে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দলের জন্যও কপাল খুলবে।
সে সময় আসতে এখনো অনেক বাকি। কিন্তু সমস্যা হলো আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বাংলাদেশ যাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে, তারা এই সংস্করণে বাংলাদেশের চেয়ে অনেক ভালো দল। তাই চলতি ওয়ানডে সিরিজে শেষ দুটি ম্যাচ শুধু সিরিজের জন্যই নয়, বিশ্বকাপে সরাসরি খেলার জায়গা করে নেওয়ার জন্যও গুরুত্বপূর্ণ।
তাই সিরিজ জিতে ‘লাইফ লাইন’ কাজে লাগানোর একটা চাপ মেহেদী হাসান মিরাজদের মাথার ওপর। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে বাংলাদেশ। এক ধাপ ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৮০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে। তাই র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে ওঠার জন্য আফগান সিরিজের পরের ম্যাচ দুটি জিততেই হবে বাংলাদেশকে। এর ব্যতিক্রম হলে সরাসরি বিশ্বকাপে খেলার আরও জটিল সমীকরণে পড়বে বাংলাদেশ। কাল সংবাদমাধ্যমকে তানজিম হাসান সাকিব বললেন, ‘কোয়ালিফাই খেলাটা বাংলাদেশের মানায় না।’
আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ডট বল খেলেছে ১৬৯টি, যা মোট বলের ৫৬ শতাংশ! এই জায়গায় উন্নতি আনতে না পারলে সিরিজ বাঁচানো কঠিন হবে। কাল উন্নতির কথাই বলছিলেন তানজিমও, ‘আমাদের এখন মূল লক্ষ্য স্ট্রাইক রোটেশনে মনোযোগ দেওয়া। অনেক বেশি ডট বল হয়ে যাচ্ছে। ৫০ ওভারের ম্যাচে যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর না দেওয়া যায়, তাহলে জয়ের আশা করাটা কঠিন।’
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের জন্য ছিল অনেক কিছু প্রমাণের মঞ্চ। র্যাঙ্কিংয়ে উন্নতি, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাওয়া—সব মিলিয়ে তিন ওয়ানডের সিরিজ থেকে পাঁচটি রেটিং পয়েন্ট তুলে নেওয়াই ছিল মূল লক্ষ্য। কিন্তু প্রথম ওয়ানডে হেরে সেই লক্ষ্য থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ।
পাঁচ রেটিং পয়েন্ট নয়, এখন বাংলাদেশের লক্ষ্য সিরিজ বাঁচানো। আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। সিরিজে টিকে থাকতে হলে আজ আফগানদের বিপক্ষে জিততেই হবে দলকে।
আজ ও সিরিজের শেষ ম্যাচ জিতে যদি বাংলাদেশ সিরিজ জয় করে এবং পরের সিরিজে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডের তিনটিতেই জেতে, তাহলেই সরাসরি বিশ্বকাপ খেলার পথে একটা ‘লাইফ লাইন’ পাবে বাংলাদেশ। তখন র্যাঙ্কিংয়ের ৯-এ উঠে আসবে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপে খেলার জন্য যদিও ২০২৭ সালের ৩১ মার্চ দলগত র্যাঙ্কিং বিবেচিত হবে, সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে। তবে র্যাঙ্কিংয়ের সেরা ৯-এর মধ্যে থাকলেও সুযোগ আসবে। কারণ, ২০২৭ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। দক্ষিণ আফ্রিকা স্বাগতিকের কোটায় বিশ্বকাপ খেললে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দলের জন্যও কপাল খুলবে।
সে সময় আসতে এখনো অনেক বাকি। কিন্তু সমস্যা হলো আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বাংলাদেশ যাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে, তারা এই সংস্করণে বাংলাদেশের চেয়ে অনেক ভালো দল। তাই চলতি ওয়ানডে সিরিজে শেষ দুটি ম্যাচ শুধু সিরিজের জন্যই নয়, বিশ্বকাপে সরাসরি খেলার জায়গা করে নেওয়ার জন্যও গুরুত্বপূর্ণ।
তাই সিরিজ জিতে ‘লাইফ লাইন’ কাজে লাগানোর একটা চাপ মেহেদী হাসান মিরাজদের মাথার ওপর। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে বাংলাদেশ। এক ধাপ ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৮০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে। তাই র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে ওঠার জন্য আফগান সিরিজের পরের ম্যাচ দুটি জিততেই হবে বাংলাদেশকে। এর ব্যতিক্রম হলে সরাসরি বিশ্বকাপে খেলার আরও জটিল সমীকরণে পড়বে বাংলাদেশ। কাল সংবাদমাধ্যমকে তানজিম হাসান সাকিব বললেন, ‘কোয়ালিফাই খেলাটা বাংলাদেশের মানায় না।’
আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ডট বল খেলেছে ১৬৯টি, যা মোট বলের ৫৬ শতাংশ! এই জায়গায় উন্নতি আনতে না পারলে সিরিজ বাঁচানো কঠিন হবে। কাল উন্নতির কথাই বলছিলেন তানজিমও, ‘আমাদের এখন মূল লক্ষ্য স্ট্রাইক রোটেশনে মনোযোগ দেওয়া। অনেক বেশি ডট বল হয়ে যাচ্ছে। ৫০ ওভারের ম্যাচে যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর না দেওয়া যায়, তাহলে জয়ের আশা করাটা কঠিন।’
গতির সঙ্গে নিয়ন্ত্রিত লাইন-লেংথে ব্যাটারদের ভড়কে দিচ্ছেন মারুফা আক্তার। ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসেই কাঁপিয়ে দিচ্ছেন মারুফা। লাসিথ মালিঙ্গা, নাসের হুসেন, মিতালি রাজ—সবার মুখেই এখন মারুফার প্রশংসা। বাংলাদেশের তারকা পেসার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এক ভিডিও বার্তায়...
১ ঘণ্টা আগেআবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল আফগানিস্তান। সিরিজ জিততে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে জিততেই হবে বাংলাদেশকে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে। দিল্লিতে চলছে ভারত-ওয়েস্ট...
২ ঘণ্টা আগেলিওনেল মেসি আছেন, আবার নেই। প্রশ্ন হতেই পারে, হঠাৎ তাঁকে নিয়ে এমন কথা বলার কারণ কী? কারণ হচ্ছে গ্যালারিতে বসে আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজের দলের ম্যাচ দেখেন। কিন্তু মাঠে তাঁকে খেলতে দেখা যাচ্ছে না।
২ ঘণ্টা আগেঅভিষেক ম্যাচ, আলোও ছড়িয়েছেন। ম্যাচ শেষে হতাশায় ভেঙে পড়তে হলো তাঁকে। মাকে জড়িয়ে ধরে কাঁদলেন অঝোরে। শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে হেরে গিয়ে যে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। দারুণ খেলেও জায়ানের মনে তাই ঠাঁই পায়নি আত্মতৃপ্তি।
৩ ঘণ্টা আগে