Ajker Patrika

‘জানতাম না রিয়াদ ভাই এমন কিছু বলবেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘জানতাম না রিয়াদ ভাই এমন কিছু বলবেন’

হারারে টেস্টে দারুণ খেলেছেন বাংলাদেশ দলের ওপেনার সাদমান ইসলাম। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। সাদমানের এই সেঞ্চুরি দলের জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। সফরের একমাত্র টেস্ট শেষে আজ সকালে টেস্ট দলের অন্য সতীর্থদের সঙ্গে দেশে ফিরেছেন সাদমানও। বিমানবন্দরে সাদমান জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের জন্যই তাঁরা টেস্টটা জিততে চেয়েছিলেন। 

হারারে টেস্টের তৃতীয় দিনে আকস্মিক টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত সতীর্থদের জানিয়ে দেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ক্রিকেটারের বিদায়ী টেস্টটা তাই জয় দিয়ে রাঙাতে চেয়েছিলেন সতীর্থরা। আজ দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সেই কথাটিই বলেছেন সাদমান, ‘আমরা জানতাম না যে রিয়াদ ভাই এমন কিছু বলবেন। তিনি বলার পর আমাদের ভালো করার ইচ্ছাটা আরও বেড়ে গিয়েছিল। মনে হয়েছিল যে তাঁর জন্য হলেও ম্যাচটা জিততে হবে।’ 

সাদমান কথা বলেছেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি নিয়েও, ‘সব ব্যাটসম্যানেরই স্বপ্ন থাকে প্রথম ১০০ নিয়ে। আশায় ছিলাম যে ইনশা আল্লাহ একদিন হবে। জিম্বাবুয়েতে সেরাটা দিতে পেরেছি বলে ভালো ফলও এসেছে। এটা দলের জন্যও ভালো হয়েছে। দিন শেষে দল জিতেছে। আর আমরাও জয় নিয়েই দেশে ফিরতে পেরেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত