নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হারারে টেস্টে দারুণ খেলেছেন বাংলাদেশ দলের ওপেনার সাদমান ইসলাম। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। সাদমানের এই সেঞ্চুরি দলের জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। সফরের একমাত্র টেস্ট শেষে আজ সকালে টেস্ট দলের অন্য সতীর্থদের সঙ্গে দেশে ফিরেছেন সাদমানও। বিমানবন্দরে সাদমান জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের জন্যই তাঁরা টেস্টটা জিততে চেয়েছিলেন।
হারারে টেস্টের তৃতীয় দিনে আকস্মিক টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত সতীর্থদের জানিয়ে দেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ক্রিকেটারের বিদায়ী টেস্টটা তাই জয় দিয়ে রাঙাতে চেয়েছিলেন সতীর্থরা। আজ দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সেই কথাটিই বলেছেন সাদমান, ‘আমরা জানতাম না যে রিয়াদ ভাই এমন কিছু বলবেন। তিনি বলার পর আমাদের ভালো করার ইচ্ছাটা আরও বেড়ে গিয়েছিল। মনে হয়েছিল যে তাঁর জন্য হলেও ম্যাচটা জিততে হবে।’
সাদমান কথা বলেছেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি নিয়েও, ‘সব ব্যাটসম্যানেরই স্বপ্ন থাকে প্রথম ১০০ নিয়ে। আশায় ছিলাম যে ইনশা আল্লাহ একদিন হবে। জিম্বাবুয়েতে সেরাটা দিতে পেরেছি বলে ভালো ফলও এসেছে। এটা দলের জন্যও ভালো হয়েছে। দিন শেষে দল জিতেছে। আর আমরাও জয় নিয়েই দেশে ফিরতে পেরেছি।’
হারারে টেস্টে দারুণ খেলেছেন বাংলাদেশ দলের ওপেনার সাদমান ইসলাম। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। সাদমানের এই সেঞ্চুরি দলের জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। সফরের একমাত্র টেস্ট শেষে আজ সকালে টেস্ট দলের অন্য সতীর্থদের সঙ্গে দেশে ফিরেছেন সাদমানও। বিমানবন্দরে সাদমান জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের জন্যই তাঁরা টেস্টটা জিততে চেয়েছিলেন।
হারারে টেস্টের তৃতীয় দিনে আকস্মিক টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত সতীর্থদের জানিয়ে দেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ক্রিকেটারের বিদায়ী টেস্টটা তাই জয় দিয়ে রাঙাতে চেয়েছিলেন সতীর্থরা। আজ দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সেই কথাটিই বলেছেন সাদমান, ‘আমরা জানতাম না যে রিয়াদ ভাই এমন কিছু বলবেন। তিনি বলার পর আমাদের ভালো করার ইচ্ছাটা আরও বেড়ে গিয়েছিল। মনে হয়েছিল যে তাঁর জন্য হলেও ম্যাচটা জিততে হবে।’
সাদমান কথা বলেছেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি নিয়েও, ‘সব ব্যাটসম্যানেরই স্বপ্ন থাকে প্রথম ১০০ নিয়ে। আশায় ছিলাম যে ইনশা আল্লাহ একদিন হবে। জিম্বাবুয়েতে সেরাটা দিতে পেরেছি বলে ভালো ফলও এসেছে। এটা দলের জন্যও ভালো হয়েছে। দিন শেষে দল জিতেছে। আর আমরাও জয় নিয়েই দেশে ফিরতে পেরেছি।’
বদলি হয়ে মাঠ থেকে উঠে যাওয়ার সময় বোতল ছুড়ে সজোরে ঘুষি মারলেন ডাগআউটে। কোচের সিদ্ধান্তে নাখোশ ছিলেন বলেই হয়তো। তিনি না থাকায় বাংলাদেশের খেলায় প্রভাবও পড়ে কিছুটা। কিন্তু এভাবে ম্যাচে মেজাজ হারিয়ে কি নিজের ওপরই অযাচিত চাপ বয়ে আনছেন ফাহামিদুল ইসলাম।
৮ ঘণ্টা আগেহামজা চৌধুরী-শমিত শোম নেই। দলের শক্তির ভারও নেমে পড়ে খানিকটা। তবু নেপালের বিপক্ষে জয়ই ছিল প্রত্যাশা। কিন্তু প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের কাবরেরার দল।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের জন্য লড়াইটা ছিল প্রতিশোধের। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সবশেষ ম্যাচে নেপালের কাছে হারতে হয়েছিল ৩-১ ব্যবধানে। তিন বছর পর বুকে প্রতিশোধের আগুন নিয়ে নামলেও মাঠে সেই ছাপ মেলেনি হাভিয়ের কাবরেরার দলের। প্রথম প্রীতি ম্যাচে আজ মাঠ ছাড়তে হলো গোলশূন্য ড্র নিয়ে।
১০ ঘণ্টা আগেইয়েমেনের গোলের পথে বড় বাধা হয়ে ছিলেন মেহেদী হাসান শ্রাবণ। তাঁর বেশ কয়েকটি সেভে ১০ জন নিয়েও ১ পয়েন্ট প্রায় পেয়েই যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের শেষ মিনিটে সেই শ্রাবণই বোকা বনে গেলেন। ইসাম আল আওয়ামির গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়েমেন। টানা দুই হারে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূলপর্
১২ ঘণ্টা আগে