Ajker Patrika

চেন্নাইয়ে ৮২ রান করেই শান্ত এগোলেন ১৪ ধাপ

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৫: ৫৮
চেন্নাইয়ে ৮২ রান করেই শান্ত এগোলেন ১৪ ধাপ

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে ৮২ রান করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ে এমন ইনিংসের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি।  

কানপুরে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের আগে আজ সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন শান্ত। চেন্নাইয়ে বাংলাদেশ প্রথম টেস্টে ৫১৫ রান তাড়া করতে নেমে যখন ২৩৪ রানে অলআউট হয়ে যায়, সেখানে এই বাঁহাতি ব্যাটার খেলেন সাবলীলভাবে। রান খড়ায় ভুগতে থাকা শান্তর (১২৭ বলে ৮২ রান) ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। ইনিংসে তিনি ৮ চার ও ৩ ছক্কা মেরেছেন। 

বড় ব্যবধানে হারার ম্যাচে শান্তর সতীর্থদেরও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন হাসান মাহমুদ। চেন্নাইয়ে প্রথম ইনিংসে ৮৩ রানে নেন ৫ উইকেট। এটা তাঁর টেস্টে এক ইনিংসে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট। ভারতের মাঠে বাংলাদেশি কোনো বোলারের প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা এটি। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ব্যাটারদের উইকেট তুলে নিয়েছেন হাসান।তাসকিন আহমেদ ক্রিকেটের রাজকীয় সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন। ভারতের বিপক্ষে দুই ইনিংস মিলে নেন ৪ উইকেট। 

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব আল হাসান। বোলিংয়ে ২১ ওভার বোলিংয়ে খরচ করেন ১২৯ রান (৬.১৪ ইকোনমি)। পাননি কোনো উইকেট। ব্যাটিংয়ে করেছেন ৫৭ রান। যেখানে দ্বিতীয় ইনিংসে ১৭ রানে জীবন পেলেও ২৫ রানে থেমে যায় তাঁর ইনিংস। ফিল্ডিংয়েও সাকিবকে ক্যাচ মিস করতে দেখা গেছে। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন সাকিব। কানপুর টেস্টের আগে র‍্যাঙ্কিংয়ে উন্নতি নিশ্চয়ই শান্ত-হাসানদের দারুণ কিছু করতে অনুপ্রাণিত করবে। 

চেন্নাইয়ে প্রথম টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ১১৩ রান ও ৬ উইকেট নিয়েছেন ‘ঘরের ছেলে’ অশ্বিন। তাতে টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে জায়গাটা ধরে রেখেছেন তিনি। ৪৮ পয়েন্ট বেড়ে অশ্বিনের রেটিং পয়েন্ট এখন ৩৭০। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪৭৫। ৮৬ রান ও ৫ উইকেট নিয়েছেন। যেখানে প্রথম ইনিংসে সপ্তম উইকেটে জাদেজা-অশ্বিন গড়েছেন ১৯৯ রানের জুটি। 

বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরিয়ান শুবমান গিল, ঋষভ পন্ত দুজনেরই উন্নতি হয়েছে আজ হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ের পর। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পন্ত আছেন ছয় নম্বরে। পাঁচ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন গিল। ভারতীয় এই ব্যাটারের এটা টেস্টে ক্যারিয়ার সেরা অবস্থান। চেন্নাইয়ে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে গিল ও পন্ত করেছেন ১১৯ ও ১০৯ রান। গিল অপরাজিত থাকলেও পন্তকে কট এন্ড বোল্ডে পরিণত করেছেন মেহেদী হাসান মিরাজ। পন্ত তাঁর ১২৮ বলের ইনিংসে ১৩ চার ও ৪ ছক্কা মেরেছেন। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর উন্নতি হয়েছে আফগানিস্তানের ক্রিকেটারদেরও। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন রহমানউল্লাহ গুরবাজ। এতে করে প্রথম আফগান ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেরা দশে উঠে এলেন তিনি। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৬৯২। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৬৪.৬৬ গড়ে ১৯৪ রান করে হয়েছেন সিরিজসেরা। যেখানে শারজায় ২০ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডেতে ১১০ বলে ১০৫ রানের ইনিংস খেলেছেন। এটা তাঁর সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। 

ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন রশিদ খান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৯ রানে ৫ উইকেট নিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। দিনটা ছিল তাঁর ২৬তম জন্মদিন।  দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান যে ৪ উইকেটে ৩১১ রান করেছে, সেখানে আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝোড়ো ব্যাটিংয়েরও অবদান রয়েছে। চারে নেমে ৫০ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৮৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন ওমরজাই। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত