Ajker Patrika

অস্ট্রেলিয়ায় ইনিংস পরাজয়ের লজ্জার সামনে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৭: ৪৭
ডারউইনে প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার মোহাম্মদ এনামুল হক। বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। ছবি: ফাইল ছবি
ডারউইনে প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার মোহাম্মদ এনামুল হক। বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। ছবি: ফাইল ছবি

ডারউইনে অস্ট্রেলিয়ার রাজ্য দল দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ধুঁকছে বাংলাদেশ ‘এ’। বাংলাদেশের ব্যাটাররা যেখানে রান করতে সংগ্রাম করছেন, দক্ষিণ অস্ট্রেলিয়া সেখানে রানের পাহাড় গড়েছে। ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন ইনিংস পরাজয়ের লজ্জার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।

বাংলাদেশ ‘এ’-দক্ষিণ অস্ট্রেলিয়ার চার দিনের ম্যাচ গতকাল শুরু হয়েছে ডারউইনে। দুই দিন শেষে ম্যাচে চালকের আসনে দক্ষিণ অস্ট্রেলিয়া। ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশ ‘এ’ দলকে এখনো করতে হবে ১৬০ রান। হাতে রয়েছে ৭ উইকেট।

ডারউইনে আজ প্রথম ইনিংসে ৫ উইকেটে ২০৪ রান থেকে খেলা শুরু করে দক্ষিণ অস্ট্রেলিয়া। তাদের নামের পাশে তখন ৪৮ ওভার। দ্বিতীয় দিনে অজিদের প্রথম ধাক্কা দিতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ১৭০ বল। ৭৭তম ওভারের দ্বিতীয় বলে হ্যারি নিয়েলসেনকে ফেরান হাসান মুরাদ। নিয়েলসেন ১৪৬ বলে ৮ চারে করেন ৮৬ রান।

ষষ্ঠ উইকেটে জেসন সাঙঘা ও নিয়েলসেনের জুটি ছিল ১৫৮ রানের। এরপর আট নম্বরে নামা হ্যান্নো জ্যাকবসের (৬) উইকেটও নেন হাসান মুরাদ। ১০ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে দক্ষিণ অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৮২.৪ ওভারে ৭ উইকেটে ৩১১ রান। অষ্টম উইকেটে টেলএন্ডার ব্যাটার হেনরি থর্নটনের সঙ্গে ৫০ রানের জুটি গড়তে অবদান রাখেন জেসন সাঙঘা। ২৩৫ বলে ১০ চার ও ১ ছক্কায় ১৪৩ রান করে সাঙঘা দলের অষ্টম ব্যাটার হিসেবে আউট হয়েছেন। তিনি দক্ষিণ অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ স্কোরার।

জেসন সাঙঘার বিদায়ের পর ১৯ রান যোগ করতে পেরেছে দক্ষিণ অস্ট্রেলিয়া। ১০০.৪ ওভারে ৩৮০ রানে গুটিয়ে যায় দলটি। থর্নটনকে ফিরিয়ে দক্ষিণ অস্ট্রেলিয়ার ইনিংসের ইতি টেনেছেন হাসান মাহমুদ। বাংলাদেশ ‘এ’ দলের মোহাম্মদ এনামুল হক, হাসান মুরাদ নিয়েছেন তিনটি করে উইকেট।

২৬৬ রানে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল শুরু করে দ্বিতীয় ইনিংস। টপ অর্ডারের দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও অমিত হাসানকে হারিয়ে ২ ওভারে ২ উইকেটে ৬ রানে পরিণত হয় বাংলাদেশ। ওপেনার জয় ৪ রান করলেও তিন নম্বরে নামা অমিত আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। আরও এক ওপেনার ইফতিখার হোসেন ইফতি এরপর তৃতীয় উইকেটে শাহাদাত হোসেন দীপুর সঙ্গে গড়েছেন ৬৯ রানের জুটি। ২৩তম ওভারের শেষ বলে ইফতিকে (৩৫) ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েস অ্যাগার।

ইফতির বিদায়ের পর আর কোনো বিপদ হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। ৩৩ ওভারে ৩ উইকেটে ১০৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা। ৮৭ বলে ৪২ রানে অপরাজিত দীপু। ইয়াসির আলী চৌধুরী রাব্বি ব্যাটিং করছেন ১৮ রানে। দক্ষিণ অস্ট্রেলিয়ার জর্ডান বাকিংহাম নিয়েছেন ২ উইকেট। অপর উইকেট নিয়েছেন ওয়েস অ্যাগার। এর আগে প্রথম ইনিংসে ১১৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত