নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সমুদ্র ঘেঁষা গলের উইকেটের সঙ্গে স্পিনের বন্ধুত্বটা অনেকদিনের। এমনকি প্রথম দিন থেকেই উইকেটে ধরতে থাকে স্পিন। পিচ ভেঙে ফাটলও তৈরি হয়। তাই কাল থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ গলের উইকেটকে কেন্দ্র করে।
শেষ পাঁচ বছরে গলে ৩৭৩ উইকেট নিয়েছেন স্পিনাররা। এমন সুবিধা আর কোনো মাঠেই পায়নি। তাই ব্যাটারদের জন্য টিকে থাকা যে অনেকটা দুঃসাধ্যের ব্যাপার তা মানছেন নাজমুল হোসেন শান্ত।
সংবাদ সম্মেলনে গলের উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের জন্য চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করতে চাই। গলে ব্যাটিং করা কঠিন, বিশেষ করে প্রথম ইনিংসে ভালো শুরুটা খুব জরুরি। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’
শ্রীলঙ্কা এবার দলে রেখেছে ছয় নতুন মুখ। ফেরানো হয়েছে রহস্য স্পিনার আকিলা ধনঞ্জয়াকে। ঘরোয়া ক্রিকেটে তাঁর ফর্মও দুর্দান্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ম্যাচে তাঁর শিকার ৩৭ উইকেট। চমক হিসেবে রয়েছেন থারিন্দু রত্নায়েকে। যাঁর সক্ষমতা আছে দুহাতে বল করার। এছাড়া প্রভাথ জয়াসুরিয়া তো আছেনই। ১১৬ উইকেটের মধ্যে গলেই তাঁর শিকার ৮০ টি।
শ্রীলঙ্কার এই স্পিন-আক্রমণকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়নি বাংলাদেশের। শান্ত নিজেই বলেছিলেন সফরের আগে, ‘আমাদের ওদের বোলারদের বিপক্ষে খেলার খুব বেশি ডাটা বা অভিজ্ঞতা নেই। ভিডিও দেখে যতটুকু সম্ভব বুঝে খেলতে হবে।’
তবুও আশার জায়গা একটাই এই দলটা নতুন করে যাত্রা শুরু করছে। ম্যাচের বাইরের জটিলতার দিকে তাই সেভাবে নজর দিচ্ছেন না শান্ত। তিনি বলেন, ‘এই দল দিয়ে একটা নতুন চক্র শুরু হচ্ছে। যদি আমরা ভালো শুরু করতে পারি, তাহলে প্রতিদিন আমরা বুঝতে পারব কী দরকার। এই দুটি টেস্টে আমরা কতটা ভালো খেলতে পারি, সেটাই আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সমুদ্র ঘেঁষা গলের উইকেটের সঙ্গে স্পিনের বন্ধুত্বটা অনেকদিনের। এমনকি প্রথম দিন থেকেই উইকেটে ধরতে থাকে স্পিন। পিচ ভেঙে ফাটলও তৈরি হয়। তাই কাল থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ গলের উইকেটকে কেন্দ্র করে।
শেষ পাঁচ বছরে গলে ৩৭৩ উইকেট নিয়েছেন স্পিনাররা। এমন সুবিধা আর কোনো মাঠেই পায়নি। তাই ব্যাটারদের জন্য টিকে থাকা যে অনেকটা দুঃসাধ্যের ব্যাপার তা মানছেন নাজমুল হোসেন শান্ত।
সংবাদ সম্মেলনে গলের উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের জন্য চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করতে চাই। গলে ব্যাটিং করা কঠিন, বিশেষ করে প্রথম ইনিংসে ভালো শুরুটা খুব জরুরি। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’
শ্রীলঙ্কা এবার দলে রেখেছে ছয় নতুন মুখ। ফেরানো হয়েছে রহস্য স্পিনার আকিলা ধনঞ্জয়াকে। ঘরোয়া ক্রিকেটে তাঁর ফর্মও দুর্দান্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ম্যাচে তাঁর শিকার ৩৭ উইকেট। চমক হিসেবে রয়েছেন থারিন্দু রত্নায়েকে। যাঁর সক্ষমতা আছে দুহাতে বল করার। এছাড়া প্রভাথ জয়াসুরিয়া তো আছেনই। ১১৬ উইকেটের মধ্যে গলেই তাঁর শিকার ৮০ টি।
শ্রীলঙ্কার এই স্পিন-আক্রমণকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়নি বাংলাদেশের। শান্ত নিজেই বলেছিলেন সফরের আগে, ‘আমাদের ওদের বোলারদের বিপক্ষে খেলার খুব বেশি ডাটা বা অভিজ্ঞতা নেই। ভিডিও দেখে যতটুকু সম্ভব বুঝে খেলতে হবে।’
তবুও আশার জায়গা একটাই এই দলটা নতুন করে যাত্রা শুরু করছে। ম্যাচের বাইরের জটিলতার দিকে তাই সেভাবে নজর দিচ্ছেন না শান্ত। তিনি বলেন, ‘এই দল দিয়ে একটা নতুন চক্র শুরু হচ্ছে। যদি আমরা ভালো শুরু করতে পারি, তাহলে প্রতিদিন আমরা বুঝতে পারব কী দরকার। এই দুটি টেস্টে আমরা কতটা ভালো খেলতে পারি, সেটাই আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৭ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে