Ajker Patrika

জুয়া খেলেছিলাম সেটা কাজে লেগেছে, বললেন জ্যোতি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২০: ৪৩
জুয়া খেলেছিলাম সেটা কাজে লেগেছে, বললেন জ্যোতি

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়। এমন ঐতিহাসিক জয়ের পরও ঘাটতিগুলো মিটিয়ে পরের ম্যাচে নিজেদের মেলে ধরতে চান বাংলাদেশের মেয়েরা। গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে  এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক ও উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি। প্রায় সাড়ে ৫ মিনিটের তাঁর সেই সংবাদ সম্মলনের ভিডিও আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) 

গতকাল বেনোনিতে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানের জয় পেয়েছে বাংলাদেশে নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টিতে শক্তিশালী প্রোটিয়া মেয়েদের বিপক্ষে এ জয় ১১ বছর পর। ৬ ডিসেম্বর কিম্বারলিতে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই সিরিজ নিশ্চিত হবে জ্যোতিদের। তবে এখনই সিরিজ জয় নিয়ে ভাবছে না বাংলাদেশ। জ্যোতি বলেছেন, ‘সিরিজ নিয়ে চিন্তা করতে চাই না। নির্দিষ্ট দিনে ভালো করাটাই গুরুত্বপূর্ণ। আমাদের যে ঘাটতিগুলো ছিল...সেসব আরেকটু কমিয়ে আনতে হবে, বোলাররা আরেকটু কম ভুল করে নিজেদের আরেকটু ভালোভাবে মেলে ধরতে হবে।’ 

জিতলেও অবশ্য পা মাটিতেই রাখছেন জ্যোতি। প্রথম ম্যাচ জিতলেও ভালো খেলেছেন মনে করেন না তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘পরের ম্যাচে যাতে আরও ভালো খেলতে পারি। এ ম্যাচে যে অনেক ভালো খেলেছি, তা কিন্তু নয়। অনেক ভুল ছিল। সেসব শোধরাতে হবে। তাহলে আরও ভালো খেলতে পারব।’ 

শেষ মুহূর্তে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে জয় এনে দেন স্বর্ণা আক্তার। দলের প্রয়োজনের সময় ব্রেকথ্রু তো এনেই দিয়েছেন। ইনিংসের ১৮ ও শেষ ওভারের প্রতিটিতে জোড়া শিকার করেছেন। ৫ উইকেট নিয়ে এই লেগিই ম্যাচসেরা। ইনিংসের ১৭তম ওভার শেষে জয়ের কাছাকাছি ছিল প্রোটিয়ারাও। তবে স্বর্ণার ঘূর্ণিতে কুপোকাত হয় স্বাগতিক ব্যাটাররা। এমন দুর্দান্ত বল করা স্বর্ণা অবশ্য জ্যোতির মূল বলার নয়। আজ সেই কথায় বললেন এই উইকেটরক্ষক, ‘স্বর্ণা আমার অপশন (বিকল্প বোলার) হিসেবে থাকে, কিন্তু মূল বোলার নয়। সে অসাধারণ বোলিং করেছে। সে একটু জোর দিয়ে বল করে, একটা জায়গায় বল করে যাওয়ার সামর্থ্য আছে। দক্ষিণ আফ্রিকানদের সেখানে ফাঁদে ফেলার চেষ্টা করেছি আমরা। যে জুয়া খেলেছিলাম, সেটা কাজে লেগেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত