Ajker Patrika

টেস্ট হারের ‘ডাবল সেঞ্চুরি’ ছুঁয়েছে ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট হারের ‘ডাবল সেঞ্চুরি’ ছুঁয়েছে ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা: একটা সময় প্রতিপক্ষের পরীক্ষা নিতেন মাইকেল হোল্ডিং-ভিভিয়ান রিচার্ডসরা। সেই সোনালি সময় অনেক আগেই পেছনে ফেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন উল্টো প্রতিপক্ষের কাছেই তারা নিয়মিত ধরাশায়ী হচ্ছে। ঘরের বাইরে তো বটেই, ঘরের মাঠেও জিততে হাঁসফাঁস করতে হচ্ছে জেসন হোল্ডারদের।

পরশু সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে ২০০ হারের কোটা পূর্ণ করেছে ক্যারিবিয়ানরা। দক্ষিণ আফ্রিকাও যে খুব ভালো অবস্থানে আছে, তা নয়। এই টেস্ট জয়ের আগে ঘরের বাইরে টানা ৯ টেস্টে জয়হীন ছিল প্রোটিয়ারা। সবশেষ ২০১৭ সালে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

প্রথম টেস্টে ইনিংস ও ৬৩ রানে হারে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৩-১৯৮৪ মৌসুমে টানা ১১ টেস্ট জেতা দলটির এটি ২০০তম টেস্ট হার। ক্যারিবিয়ানদের চেয়ে বেশি টেস্ট হেরেছে কেবল ইংল্যান্ড (৩০৯) আর অস্ট্রেলিয়া (২২৬)। তবে দল দুটির হারের তুলনায় জয়ের সংখ্যা বেশি। ইংল্যান্ড ৩০৯ হারের বিপরীতে জিতেছে ৩৭৭ টেস্ট। জয়-পরাজয়ের হার—১.২২০। অন্যদিকে অস্ট্রেলিয়া ২২৬ টেস্ট হারের বিপরীতে জিতেছে ৩৯৪টি। জয়-পরাজয়ের হার—১.৭৪৩। একমাত্র ক্যারিবিয়ানদেরই হারের তুলনায় জয় কম। ২০০ হারের বিপরীতে তারা জিতেছে ১৭৭ টেস্ট। জয়ের হারও বাকি দুই দলের তুলনায় কম, ০. ৮৮৫।

প্রথম টেস্ট হেরে আরেকটি লজ্জার রেকর্ড করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় দুই ইনিংস মিলিয়ে উইন্ডিজ করতে পেরেছিল ২৫৯ রান। দুই ইনিংস মিলিয়ে এটি ঘরের মাঠে উইন্ডিজের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৯৯ সালে পোর্ট অব স্পেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে ২১৮ করতে পেরেছিল উইন্ডিজ।

ঘরের মাঠে ২৫৩ টেস্টে ক্যারিবিয়ানদের এটি ষষ্ঠ ইনিংস হার। ঘরের মাঠে তারা সবশেষ ইনিংস ব্যবধানে টেস্ট হেরেছিল ২০১৬ সালে, ভারতের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত