Ajker Patrika

‘শুধু শুধু আটকে রেখে লাভ কী’—সাকিবদের আইপিএলে না ছাড়া নিয়ে মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘শুধু শুধু আটকে রেখে লাভ কী’—সাকিবদের আইপিএলে না ছাড়া নিয়ে মাশরাফি

সাকিব আল হাসান-লিটন দাসদের আইপিএলে ছাড়া না ছাড়া নিয়ে কম জল ঘোলা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবদের না ছাড়ার সিদ্ধান্তে এখনো অনড়। তবে সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন, সাকিব আইপিএলের জন্য ছেড়ে দেওয়া উচিত।

আজ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে দুর্দান্ত বোলিং করেন মাশরাফি। তাঁর দলও পায় ১০ উইকেটের বড় জয়। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফি বলেছেন, ‘যে তিনজন (সাকিব-লিটন-মোস্তাফিজ) ক্রিকেটারকে নিয়ে কথা হচ্ছে, তারা যদি যেতে চায় অবশ্যই যেতে দেওয়া উচিত। সারা বিশ্বের ক্রিকেটাররাই তো যাচ্ছে। শুধু শুধু আমাদের ক্রিকেটারদের আটকে রেখে লাভ কী?’

আইপিএল শুরু হচ্ছে মার্চের ৩১ তারিখ থেকে। ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরপর আগামী মেতে বাংলাদেশ যাবে আয়ারল্যান্ড সফরে। এ নিয়ে মাশরাফি বলেছেন, ‘ইংল্যান্ডের সঙ্গে ১-২ জনকে সরিয়ে খেলেছে বাংলাদেশ। এদিক-ওদিক করেছে। একই খেলা আয়ারল্যান্ডের সঙ্গেও খেলেছে। এভাবে শিফট করে তো করা যায়। ইংল্যান্ডে কেন নিতে পারবে না? সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ, সেটাও বুঝতে হবে। যে ক্রিকেটার আইপিএলে সুযোগ পেয়েছে, তার সঙ্গে কথা বলে এটার সমাধানে আসা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত