নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফটে মোহাম্মদ সাইফউদ্দিনের নাম নেই বলেই জানা গেছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পিঠের চোটে মাঝপথে ছিটকে যাওয়া এই অলরাউন্ডার যেকোনো একটা দলের সঙ্গে থাকতে চেয়েছিলেন এবার। কিন্তু ড্রাফটে নাম না থাকায় সেটিও আর হচ্ছে না।
বিপিএলে শুধু ব্যাটার হিসেবে খেলতে চেয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু এবারের বিপিএলে ‘দর্শক’ হয়েই থাকতে হবে তাঁকে। ফোনে কিছুটা আক্ষেপ নিয়ে সাইফউদ্দিন বললেন, ‘আমি শুধু ব্যাটার হিসেবে খেলতে চেয়েছিলাম। ব্যাটার হিসেবে সুযোগ পেয়ে খেলতে পারলে ভালো লাগত।’
লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকার কারণে মানসিকভাবেও কিছুটা ভেঙে পড়েছেন সাইফিউদ্দিন। বিপিএলে যেকোনো ক্যাটাগরিতে তাই একটা দলের সঙ্গে থাকার ইচ্ছা ছিল তাঁর। আজকের পত্রিকাকে বললেন, ‘একটা দলের সঙ্গে থাকলে মানসিকভাবে চাঙা থাকতাম। অনেকে হয়তো বলবে এটা টাকার জন্য। কিন্তু আমাকে ৫ লাখের ক্যাটাগরিতে রাখলেও সমস্যা ছিল না। কোনো দলের সঙ্গে থাকলে, অনুশীলন করলে পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে কাজটা সহজ হতো।’
চোট কাটিয়ে সরাসরি জাতীয় দলের হয়ে পারফর্ম করা কঠিন, সাইফউদ্দিন সেটি ভালোই জানেন। খেলার মধ্যে থাকলে দলে ফিরলে তাঁর কাজটা সহজ হতো। তরুণ অলরাউন্ডার বললেন, ‘এখন সবকিছুর বাইরে থেকে হুট করে জাতীয় দলে খেলা কিংবা ভালো করা আমার জন্য কঠিন। এসব বিবেচনায় নিয়েই চিন্তা করেছিলাম অন্তত একটা দলের সঙ্গে যদি থাকা যেত। দলে একজন ট্রেনার থাকে, ফিজিও থাকে তাদের সঙ্গে কাজ করতে পারতাম। অনেক সময় সবকিছু মন মতো হয় না।’
ড্রাফটে নাম না দেখে হতাশ সাইফউদ্দিন আবেগ ধরে রাখতে পারেননি। বুকে চাপা কষ্ট নিয়েই আজ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাদের মতো সাধারণ জুনিয়ার খেলোয়াড়দের মনের কথা শোনার বা বোঝার কারও কোনো সময় নেই। কারও প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু অভিমান আছে অনেক।’
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফটে মোহাম্মদ সাইফউদ্দিনের নাম নেই বলেই জানা গেছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পিঠের চোটে মাঝপথে ছিটকে যাওয়া এই অলরাউন্ডার যেকোনো একটা দলের সঙ্গে থাকতে চেয়েছিলেন এবার। কিন্তু ড্রাফটে নাম না থাকায় সেটিও আর হচ্ছে না।
বিপিএলে শুধু ব্যাটার হিসেবে খেলতে চেয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু এবারের বিপিএলে ‘দর্শক’ হয়েই থাকতে হবে তাঁকে। ফোনে কিছুটা আক্ষেপ নিয়ে সাইফউদ্দিন বললেন, ‘আমি শুধু ব্যাটার হিসেবে খেলতে চেয়েছিলাম। ব্যাটার হিসেবে সুযোগ পেয়ে খেলতে পারলে ভালো লাগত।’
লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকার কারণে মানসিকভাবেও কিছুটা ভেঙে পড়েছেন সাইফিউদ্দিন। বিপিএলে যেকোনো ক্যাটাগরিতে তাই একটা দলের সঙ্গে থাকার ইচ্ছা ছিল তাঁর। আজকের পত্রিকাকে বললেন, ‘একটা দলের সঙ্গে থাকলে মানসিকভাবে চাঙা থাকতাম। অনেকে হয়তো বলবে এটা টাকার জন্য। কিন্তু আমাকে ৫ লাখের ক্যাটাগরিতে রাখলেও সমস্যা ছিল না। কোনো দলের সঙ্গে থাকলে, অনুশীলন করলে পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে কাজটা সহজ হতো।’
চোট কাটিয়ে সরাসরি জাতীয় দলের হয়ে পারফর্ম করা কঠিন, সাইফউদ্দিন সেটি ভালোই জানেন। খেলার মধ্যে থাকলে দলে ফিরলে তাঁর কাজটা সহজ হতো। তরুণ অলরাউন্ডার বললেন, ‘এখন সবকিছুর বাইরে থেকে হুট করে জাতীয় দলে খেলা কিংবা ভালো করা আমার জন্য কঠিন। এসব বিবেচনায় নিয়েই চিন্তা করেছিলাম অন্তত একটা দলের সঙ্গে যদি থাকা যেত। দলে একজন ট্রেনার থাকে, ফিজিও থাকে তাদের সঙ্গে কাজ করতে পারতাম। অনেক সময় সবকিছু মন মতো হয় না।’
ড্রাফটে নাম না দেখে হতাশ সাইফউদ্দিন আবেগ ধরে রাখতে পারেননি। বুকে চাপা কষ্ট নিয়েই আজ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাদের মতো সাধারণ জুনিয়ার খেলোয়াড়দের মনের কথা শোনার বা বোঝার কারও কোনো সময় নেই। কারও প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু অভিমান আছে অনেক।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৯ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১০ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১১ ঘণ্টা আগে