বিপিএলের শেষ চারে উঠতে একটু কষ্টই হয়েছে ফরচুন বরিশালের। তবে বরিশাল-সমর্থকদের কিছুটা স্বস্তি, গতকাল তাদের প্লে-অফ নিশ্চিত হয়েছে। প্লে-অফ নিশ্চিত হলেও খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগও নেই আসলে। এখন যে ম্যাচই খেলবেন তামিমরা, সেটি তাদের নক-আউট। হারলেই বিদায়! বিপিএলের শেষ পর্যায়ে বরিশাল তাই আরেকটি চমক দিচ্ছে—কাল এসে পড়ছেন ডেভিড মিলার।
পরশু মিরপুরে প্রথম এলিমিনেটরের বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচের আগে বরিশাল তাদের অস্ত্রের ভান্ডার আরও শক্তিশালী করতে চাইছে। সে কারণেই হাজির হচ্ছেন ‘কিলার মিলার’! আজ ফেসবুকে বরিশাল পোস্ট করেছে, ‘আতশবাজি তৈরি রাখুন। কিলার মিলার এখন পথে। নিখাদ দাপট দেখতে তৈরি হন।’ এই স্ট্যাটাসে দলের অলরাউন্ডার সাইফউদ্দিন দিয়েছেন মজার এক ইমোজি।
মাঝে বরিশালে খেলে গেছেন আরেক প্রোটিয়া তারকা কেশব মহারাজ। খেলেছেন পাকিস্তানের শোয়েব মালিক। এই মুহূর্তে বরিশালে বিদেশি তারকাদের মধ্যে আছেন আহমেদ শেহজাদ, আকিব জাবেদ, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, জেমস ফুলারের মতো ক্রিকেটাররা।
স্থানীয় তারকাদের মধ্যে তামিম তো আছেনই, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিনের মতো খেলোয়াড়েরা খেলছেন বরিশালে। তবু দলটির শেষ চার নিশ্চিত করতে ঘাম ছুটে গেছে। তামিম অবশ্য দলকে সামনে থেকে নেতৃত্বই দিচ্ছেন। এই মুহূর্তে ১২ ইনিংসে ৩৯২ রান করে শীর্ষ রানসংগ্রাহক তিনি। বরিশাল শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটিই দেখার।
বিপিএলের শেষ চারে উঠতে একটু কষ্টই হয়েছে ফরচুন বরিশালের। তবে বরিশাল-সমর্থকদের কিছুটা স্বস্তি, গতকাল তাদের প্লে-অফ নিশ্চিত হয়েছে। প্লে-অফ নিশ্চিত হলেও খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগও নেই আসলে। এখন যে ম্যাচই খেলবেন তামিমরা, সেটি তাদের নক-আউট। হারলেই বিদায়! বিপিএলের শেষ পর্যায়ে বরিশাল তাই আরেকটি চমক দিচ্ছে—কাল এসে পড়ছেন ডেভিড মিলার।
পরশু মিরপুরে প্রথম এলিমিনেটরের বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচের আগে বরিশাল তাদের অস্ত্রের ভান্ডার আরও শক্তিশালী করতে চাইছে। সে কারণেই হাজির হচ্ছেন ‘কিলার মিলার’! আজ ফেসবুকে বরিশাল পোস্ট করেছে, ‘আতশবাজি তৈরি রাখুন। কিলার মিলার এখন পথে। নিখাদ দাপট দেখতে তৈরি হন।’ এই স্ট্যাটাসে দলের অলরাউন্ডার সাইফউদ্দিন দিয়েছেন মজার এক ইমোজি।
মাঝে বরিশালে খেলে গেছেন আরেক প্রোটিয়া তারকা কেশব মহারাজ। খেলেছেন পাকিস্তানের শোয়েব মালিক। এই মুহূর্তে বরিশালে বিদেশি তারকাদের মধ্যে আছেন আহমেদ শেহজাদ, আকিব জাবেদ, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, জেমস ফুলারের মতো ক্রিকেটাররা।
স্থানীয় তারকাদের মধ্যে তামিম তো আছেনই, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিনের মতো খেলোয়াড়েরা খেলছেন বরিশালে। তবু দলটির শেষ চার নিশ্চিত করতে ঘাম ছুটে গেছে। তামিম অবশ্য দলকে সামনে থেকে নেতৃত্বই দিচ্ছেন। এই মুহূর্তে ১২ ইনিংসে ৩৯২ রান করে শীর্ষ রানসংগ্রাহক তিনি। বরিশাল শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটিই দেখার।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৯ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৯ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
১০ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
১১ ঘণ্টা আগে