Ajker Patrika

অভিনেত্রীর ছবিতে লাইক দিয়ে বিপাকে কোহলি, দিতে হলো ব্যাখ্যা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৩ মে ২০২৫, ১২: ২৪
অভিনেত্রীর ছবিতে লাইক দিয়ে বিপাকে কোহলি। ছবি: সংগৃহীত
অভিনেত্রীর ছবিতে লাইক দিয়ে বিপাকে কোহলি। ছবি: সংগৃহীত

ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। মাঠে নামলেই ছোটাচ্ছেন রানের ফুলঝুরি। আইপিএলে নেতৃত্ব এবং ব্যাট হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দিয়ে যাচ্ছেন দারুণ সমর্থন। এরই মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমের বিব্রতকর এক পরিস্থিতিতে কোহলি। ভারতের এক অভিনেত্রীর ছবিতে লাইক দেওয়া নিয়ে চলছে আলোচনা। ব্যাপারটি ব্যাখ্যা করে পরে ইনস্টাগ্রামে স্টোরিও পোস্ট করেছেন তিনি।

ভারতীয় অভিনেত্রী অভনীত কৌরের ফ্যান পেইজের পোস্টে রি-অ্যাকশন দেন কোহলি। লাইক দেওয়ার একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রামের সেই ছবিতে দেখা যায়, অভনীত কৌরের ভক্তদের পরিচালিত পেজের পোস্টে লাইক দিয়েছেন তিনি। অখ্যাত একজন অভিনেত্রীর ছবিতে কোহলির লাইক মানতে পারছেন না কোহলিভক্তরা। কেউ আবার কোহলির পাশেও দাঁড়িয়েছেন।

সব মিলিয়ে বিতর্কের অবসানে এবার কোহলিকেই দিতে হলো ব্যাখ্যা। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই, আমি ইনস্টাগ্রামে স্ক্রলিংয়ের সময় অ্যালগরিদমের কারণে ভুলবশত কোনো প্রতিক্রিয়া পড়ে গেছে বলে মনে হচ্ছে (সেই ছবিতে)। এমন কাজের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি এ ঘটনায় অহেতুক কোনো অনুমান করতে শুরু করে দেবেন না। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’

১ মে ছি বলিউড অভিনেত্রী ও কোহলির স্ত্রী আনুশকা শর্মার জন্মদিন। এ ‍উপলক্ষে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার স্ত্রীকে ভালোবাসায় ভাসিয়ে একটি পোস্ট করেন। দুজনের ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন সেখানে। আর সেদনিই ঘটল এই অনাকাঙ্ক্ষিত লাইক দেওয়ার ঘটনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত