Ajker Patrika

কোহলির ‘না’ চাওয়া রোহিতকে অধিনায়ক দেখতে চান শাস্ত্রীও

কোহলির ‘না’ চাওয়া রোহিতকে অধিনায়ক দেখতে চান শাস্ত্রীও

বিশ্বকাপের পরই শেষ হয়েছে বিরাট কোহলির টি–টোয়েন্টির অধিনায়কত্বও। এরপর কে হবেন অধিনায়ক—আগেই নির্বাচক কমিটির কাছে সেই প্রস্তাব দিয়ে গিয়েছিলেন কোহলি। কোহলির চাওয়া ছিল টি–টোয়েন্টির অধিনায়ক করা হোক রিশভ পন্থকেই।

কোহলি তাঁর জুতোয় রোহিত পা গলাক সেটি না চাইলেও বিদায়ী কোচ রবি শাস্ত্রী চান সেটিই। কোহলির ‘প্রিয়’ কোচ বিদায় বেলায় বলে গেছেন সে কথা।

গতকাল নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শাস্ত্রীর প্রধান কোচের দায়িত্বও শেষ হয়েছে। ম্যাচ শেষে শাস্ত্রী বলেছেন, ‘আমার মতে রোহিত খুব যোগ্য ছেলে। সে অনেকগুলো আইপিএলের শিরোপা জিতেছে। দলের সহ-অধিনায়ক হিসেবে কাজ করেছে। সে এই দায়িত্ব (অধিনায়কত্ব) নিতে প্রস্তুত আছে।’

এর আগে ভারতের নতুন কোচের দায়িত্ব পাওয়া রাহুল দ্রাবিড়ও রোহিতকে নিয়ে তাঁর উচ্ছ্বাসের কথা বলে গেছেন। বলেছেন কোহলির উত্তরসূরি হিসেবে রোহিতকেই তাঁর পছন্দ।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় জানিয়েছেন অধিনায়ক হিসেবে তাঁর পছন্দের কথা। মূলত অভিজ্ঞতার জন্যই তার রোহিতকে পছন্দ বলে জানান দ্রাবিড়। দ্বিতীয় পছন্দের নামও বলেছেন ভারতীয় কিংবদন্তি। তার দ্বিতীয় পছন্দ লোকেশ রাহুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত