নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই-আগস্টে হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে সাকিব আল হাসান নীরবতা ভেঙেছেন দুই মাসেরও বেশি সময় পর। ৯ অক্টোবর ফেসবুকে দেওয়া বিশাল এক পোস্টে তিনি দুঃখপ্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে সাকিবের সেই ব্যাখ্যা নিয়ে আজ কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ কোথায়, সেটাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ‘হট টপিক’ হয়ে ওঠে গত কদিনে। কারণ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার কথা থাকলেও তাঁর নিরাপত্তার ব্যাপার নিয়ে রয়েছে নানা জটিলতা।বিসিবি সভাপতি ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একেক সময় বলেছেন একেক কথা। মিরপুর শেরেবাংলায় আজ সংবাদ সম্মেলনে আবারও সাকিবের বিদায়ী টেস্ট খেলা নিয়ে প্রশ্ন এসেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি ফারুকও।
সাকিবের দেশে ফেরার প্রশ্ন উঠলে আসিফ মাহমুদ আজ কথা বলেছেন তাঁর (সাকিব) রাজনৈতিক ক্যারিয়ারের কথাও। যুব ও ক্রীড়া উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাকিব আল হাসানের আগের সরকারের (আওয়ামী লীগ) সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর (সাকিব) পোস্টে সেটার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। তারপরও কিছু আবেগ রয়ে গেছে। যৌক্তিক না অযৌক্তিক,সেটায় আমি যাব না। সেটা অন্য বিতর্ক। তবে কোনো আইনি সমস্যা নেই, এমনটা দেখা যাচ্ছে।’
২১ অক্টোবর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সেই সিরিজ সামনে রেখে বাংলাদেশের যে দল ঘোষণারও সময় এসে গেছে, সেটা আজ আসিফ মাহমুদকে মনে করিয়ে দিয়েছেন সাংবাদিকেরা। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সেটা তো বিসিবি দেখবে।’ পাশ থেকে তখন ফারুক বলেছেন,‘বিসিবির নির্বাচকের ব্যাপার।’ ফারুকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও রাষ্ট্রের। সেটা আমরা নিশ্চিত করব। আবেগের জায়গা তো আছেই। একটা বড় আন্দোলন হয়েছে।’
সাকিবের নিরাপত্তার প্রসঙ্গ এলে আসিফ মাহমুদের কণ্ঠে শোনা গেছে সেই পুরোনো কথা। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, আইনের ব্যাপারটা তাঁরা দেখতে পারবেন না। আইন চলবে আইনের গতিতে। এক্ষেত্রে আসিফ মাহমুদ উল্লেখ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথা। যেখানে আইন উপদেষ্টা কদিন আগে আইনি ব্যাপার নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন।
আরও পড়ুন:
জুলাই-আগস্টে হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে সাকিব আল হাসান নীরবতা ভেঙেছেন দুই মাসেরও বেশি সময় পর। ৯ অক্টোবর ফেসবুকে দেওয়া বিশাল এক পোস্টে তিনি দুঃখপ্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে সাকিবের সেই ব্যাখ্যা নিয়ে আজ কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ কোথায়, সেটাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ‘হট টপিক’ হয়ে ওঠে গত কদিনে। কারণ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার কথা থাকলেও তাঁর নিরাপত্তার ব্যাপার নিয়ে রয়েছে নানা জটিলতা।বিসিবি সভাপতি ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একেক সময় বলেছেন একেক কথা। মিরপুর শেরেবাংলায় আজ সংবাদ সম্মেলনে আবারও সাকিবের বিদায়ী টেস্ট খেলা নিয়ে প্রশ্ন এসেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি ফারুকও।
সাকিবের দেশে ফেরার প্রশ্ন উঠলে আসিফ মাহমুদ আজ কথা বলেছেন তাঁর (সাকিব) রাজনৈতিক ক্যারিয়ারের কথাও। যুব ও ক্রীড়া উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাকিব আল হাসানের আগের সরকারের (আওয়ামী লীগ) সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর (সাকিব) পোস্টে সেটার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। তারপরও কিছু আবেগ রয়ে গেছে। যৌক্তিক না অযৌক্তিক,সেটায় আমি যাব না। সেটা অন্য বিতর্ক। তবে কোনো আইনি সমস্যা নেই, এমনটা দেখা যাচ্ছে।’
২১ অক্টোবর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সেই সিরিজ সামনে রেখে বাংলাদেশের যে দল ঘোষণারও সময় এসে গেছে, সেটা আজ আসিফ মাহমুদকে মনে করিয়ে দিয়েছেন সাংবাদিকেরা। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সেটা তো বিসিবি দেখবে।’ পাশ থেকে তখন ফারুক বলেছেন,‘বিসিবির নির্বাচকের ব্যাপার।’ ফারুকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও রাষ্ট্রের। সেটা আমরা নিশ্চিত করব। আবেগের জায়গা তো আছেই। একটা বড় আন্দোলন হয়েছে।’
সাকিবের নিরাপত্তার প্রসঙ্গ এলে আসিফ মাহমুদের কণ্ঠে শোনা গেছে সেই পুরোনো কথা। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, আইনের ব্যাপারটা তাঁরা দেখতে পারবেন না। আইন চলবে আইনের গতিতে। এক্ষেত্রে আসিফ মাহমুদ উল্লেখ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথা। যেখানে আইন উপদেষ্টা কদিন আগে আইনি ব্যাপার নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন।
আরও পড়ুন:
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৪ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৫ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৫ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৫ ঘণ্টা আগে