ইংল্যান্ডে শুরু হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার কথা ছিল উসামা মীরের। মীরের সঙ্গে চুক্তি করেছিল ওরচেস্টারশায়ার র্যাপিডস। তবে শেষ মুহূর্তে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজিটি।
ক্রিকইনফো জানতে পেরেছে যে মীরের অনাপত্তিপত্রের (এনওসি) আবেদন নাকচ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মীর সেসব ক্রিকেটারদের মধ্যে একজন যিনি পিসিবির সঙ্গে তিন বছরের কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেন। ২০২৩ সালে সমঝোতার ভিত্তিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা প্রতি মৌসুমে পাকিস্তান সুপার লিগের পাশাপাশি আরও দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন।
পিসিবি ক্রিকইনফোকে জানিয়েছে যে মীর তাঁর বর্তমান চুক্তি অনুসারে বাড়তি টি-টোয়েন্টি লিগ খেলার যোগ্যতা হারিয়েছেন। বর্তমান চুক্তির চক্রটা ২০২৩ এর ১ জুলাই থেকে এ বছরের ৩০ জুন পর্যন্ত রয়েছে। ২০২৩ সালের আগস্টে ‘দ্য হান্ড্রেড’ খেলেন তিনি এবং ২০২৩-২৪ মৌসুমের বিগ ব্যাশ খেলেছেন। যেহেতু ‘হান্ড্রেড’ খেলার সময় মীর চুক্তি স্বাক্ষর করেননি, তাঁর চুক্তিটা তাই হিসেব করা হচ্ছে গত বছরের জুলাই থেকে।
২০২৩-২৪ বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের হয়ে ৬.৬৪ ইকোনিমতে নেন ৫ উইকেট। তবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন কেবল ৫ ম্যাচ। কারণ এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে যোগ দিতে হয়। পিসিবির মতে, সব অনাপত্তিপত্র দেওয়া হবে জাতীয় দলের ম্যাচের ওপর ভিত্তি করে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০২৩ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মীরের। এখনো পর্যন্ত ১২ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি—পাকিস্তানের জার্সিতে ১৭ ম্যাচে নেন ২০ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮.৭৫ ইকোনমিতে নেন ৫ উইকেট।
ইংল্যান্ডে শুরু হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার কথা ছিল উসামা মীরের। মীরের সঙ্গে চুক্তি করেছিল ওরচেস্টারশায়ার র্যাপিডস। তবে শেষ মুহূর্তে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজিটি।
ক্রিকইনফো জানতে পেরেছে যে মীরের অনাপত্তিপত্রের (এনওসি) আবেদন নাকচ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মীর সেসব ক্রিকেটারদের মধ্যে একজন যিনি পিসিবির সঙ্গে তিন বছরের কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেন। ২০২৩ সালে সমঝোতার ভিত্তিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা প্রতি মৌসুমে পাকিস্তান সুপার লিগের পাশাপাশি আরও দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন।
পিসিবি ক্রিকইনফোকে জানিয়েছে যে মীর তাঁর বর্তমান চুক্তি অনুসারে বাড়তি টি-টোয়েন্টি লিগ খেলার যোগ্যতা হারিয়েছেন। বর্তমান চুক্তির চক্রটা ২০২৩ এর ১ জুলাই থেকে এ বছরের ৩০ জুন পর্যন্ত রয়েছে। ২০২৩ সালের আগস্টে ‘দ্য হান্ড্রেড’ খেলেন তিনি এবং ২০২৩-২৪ মৌসুমের বিগ ব্যাশ খেলেছেন। যেহেতু ‘হান্ড্রেড’ খেলার সময় মীর চুক্তি স্বাক্ষর করেননি, তাঁর চুক্তিটা তাই হিসেব করা হচ্ছে গত বছরের জুলাই থেকে।
২০২৩-২৪ বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের হয়ে ৬.৬৪ ইকোনিমতে নেন ৫ উইকেট। তবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন কেবল ৫ ম্যাচ। কারণ এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে যোগ দিতে হয়। পিসিবির মতে, সব অনাপত্তিপত্র দেওয়া হবে জাতীয় দলের ম্যাচের ওপর ভিত্তি করে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০২৩ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মীরের। এখনো পর্যন্ত ১২ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি—পাকিস্তানের জার্সিতে ১৭ ম্যাচে নেন ২০ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮.৭৫ ইকোনমিতে নেন ৫ উইকেট।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
২ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৬ ঘণ্টা আগে