Ajker Patrika

লিভারপুলকে কাঁদিয়ে শেষ আটে পিএসজি

ক্রীড়া ডেস্ক    
শেষ ষোলো থেকে বিদায় নিল লিভারপুল। ছবি: এএফপি
শেষ ষোলো থেকে বিদায় নিল লিভারপুল। ছবি: এএফপি

কী দারুণ ছন্দেই না ছিল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়নস লিগেও দাপট দেখিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল। পিএসজির মাঠে প্রথম লেগ জিতে কোয়ার্টার ফাইনালের সম্ভাবনাও জাগিয়ে রেখেছিল। কিন্তু ফিরতে লেগে নিজেদের মাঠ অ্যানফিল্ডেই খেই হারালেন মোহাম্মদ সালহরা। প্রথম লেগের শেষদিকে হার্ভি এলিয়টের গোলে জিতেছিল লিভারপুল। ফিরতি লেগের শুরুতে উসমান দেম্বেলের লক্ষ্যভেদে সমতা টানল পিএসজি। তারপর লড়াইয়ের ফয়সালার হলো টাইব্রেকারে।

পেনাল্টি শুট আউটে সেখানে নায়ক বনে গেলেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। অসাধারণ দক্ষতায় তিনি আটকে দিলেন অলরেডদের দুটি শট। এতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিসিয়ানরা। আর শেষ ষোলো থেকে বিদায় নিল লিভারপুল। দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় ছিল। টাইব্রেকারে ৪-১ গোলে জিতেছে লুইস এনরিকের শিষ্যরা।

১২০ মিনিটের ম্যাচে অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহ শুরু থেকেই উজ্জীবিত ছিলেন। প্যারিসে ছিলেন অনেকটা খোলস বন্দী। নিজেদের মাঠে অতিথিদের রক্ষণ দেয়াল ভেঙে ম্যাচের প্রথম ছয় মিনিটেই পরিষ্কার দুটি সুযোগ পেয়ে যান, যদিও একটি শটও লক্ষ্যে রাখতে পারেননি মিশরের এই তারকা ফুটবলার। পরের চার মিনিটে গোলে আরও দুটি শট নেয় লিভারপুল। এরপরই দারুণ এক পাল্টা আক্রমণে, স্বাগতিক রক্ষণের ছোট এক ভুলের অ্যানফিল্ড স্তব্ধ করে দেন দেম্বেলে।

ম্যাচের ১২ মিনিটে মাঝমাঠে বল পেয়ে দেম্বেলে ডান দিকে ব্র্যাডলি বার্কোলাকে বাড়িয়ে দ্রুত এগিয়ে যান ডি-বক্সে, সতীর্থের উদ্দেশ্যে ফিরতি পাস দেন বার্কোলা। স্বাগতিক ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে বলের কাছে আগেভাগে পৌঁছালেও ক্লিয়ার করতে পারেননি। গোলরক্ষক আলিসন বেকারের পাশ দিয়ে বল চলে যায় গোলমুখে, আর সবার বাধা এড়িয়ে ছোট্ট টোকায় কাজ সারেন ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। তারপর আর প্রত্যাবর্তন করতে পারেনি লিভারপুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত