Ajker Patrika

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৩১
দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

শারজাহে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ খেলছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ঐতিহাসিক সিরিজে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ৬ উইকেটে নিয়ে দুর্দান্ত শুরু করে আফগানরা। দাপট ধরে রেখে গতকাল দ্বিতীয় ওয়ানডেও জিতে নিয়েছে তারা। 

দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে সিরিজ জিতল আফগানিস্তান। রহমান গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিং তাণ্ডবে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ৩১১ রান তোলে আফগানরা। 

৩১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে রশিদ খান ও নাঙ্গোলিয়া খারোটের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে ১৩৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৯ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন রশিদ। নিজের ২৬তম জন্মদিনটা হয়তো এর চেয়ে সুন্দর করা যেত আফগান অলরাউন্ডারের। ম্যাচ-সেরার পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়। 

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় আফগানিস্তান। গুরবাজ ও রিয়াজ হাসান যোগ করেন ১৭.৩ ওভারে ৮৮ রান। ২৯ রানে ফেরেন রিয়াজ। ১১০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১০৫ রান করেছেন গুরবাজ। ৪২ ওয়ানডেতে সপ্তম সেঞ্চুরি এটি আফগান ওপেনারের। 

৬৬ বলে ৫০ রান এসেছে রহমাত শাহর ব্যাট থেকে। ৫০ বলে ৬টি ছক্কা ও ৫টি চারে ৮৬ রানে অপরাজিত থাকেন ওমরজাই। ৬ রানে অপরাজিত ছিলেন রশিদ। 

৩১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল আশা জাগানিয়া। ওপেনিং জুটিতে টেম্বা বাভুমা ও টনি ডে জর্জি ১৪ ওভারে তোলেন ৭৩ রান। বাভুমাকে (৩৮) রানে ফিরিয়ে আফগানিস্তানকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন ওমরজাই। 

তারপর খেই হারায় প্রোটিয়া ব্যাটিং। ৬১ রানে বাকি ৯ উইকেট হারায় তারা। শেষ সাত ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। রশিদের ৫ উইকেটের পাশাপাশি আফগান বাঁহাতি স্পিনার খারোট নিয়েছেন ৪টি উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত