এলাম, দেখলাম আর জয় করলাম—জেমস নিশাম চাইলে একথা বলতে পারেন। তবে সেটা ব্যঙ্গাত্মক সুরে। কারণ, তাঁর দল ফরচুন বরিশাল গত রাতে মিরপুরে চ্যাম্পিয়ন হয়েছে। বরিশাল তাঁকে নিয়েছিল ফাইনাল সামনে রেখে। তবে চিটাগং কিংসের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের একাদশে জায়গা হয়নি তাঁর।
রুদ্ধশ্বাস জয়ের পর মাঠেই গতকাল শুরু হয়ে যায় বরিশালের শিরোপা উৎসব। মিরপুর স্টেডিয়াম হয়ে যায় লালে লাল। নিশাম একাদশে না থাকলেও তিনি তো চ্যাম্পিয়ন দলেরই অংশ। ফাইনাল শেষে নিশাম সাক্ষাৎকার নিয়েছেন ফরচুন বরিশালের আরেক বিদেশি ক্রিকেটার ডেভিড মালানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রচারিত এক ভিডিওতে নিশামকে বলতে শোনা গেছে, ‘আমি কথা বলছি ডেভিড মালানের সঙ্গে। যার এবারের বিপিএল ভালো কেটেছে। মালান তোমার কেমন লাগছে?’ উত্তরে মালান বলেন, ‘সত্যিই অসাধারণ। শিরোপা নিয়ে যেতে পেরে আসলেই ভালো লাগছে।’ বিসিবির এই ৩৫ সেকেন্ডের ভিডিওতে অনেকে নানাভাবে রসিকতা করেছেন।
বিপিএল শিরোপা নিয়ে ছবি তুলে সেটা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নিশাম। ক্যাপশন দিয়েছেন, ‘একদিনের কাজ হিসেবে মন্দ না।’ সঙ্গে একটি শিরোপার ইমোজি জুড়ে দিয়েছেন কিউই এই তারকা ক্রিকেটার। নিশাম ছবি তুলেছেন তাঁর জাতীয় দলের সতীর্থ অ্যাডাম মিলনের সঙ্গে। মিলনের সঙ্গে বরিশাল চুক্তি করেছিল গত মাসের শেষের দিকে। নিশাম, মিলনে দুজনেরই এবারের বিপিএল কেটেছে বেঞ্চে বসে।
কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, মোহাম্মদ আলী, মালান—ফাইনালে বরিশালের একাদশে গতকাল ছিলেন এই চার বিদেশি। তাতেই নিশামের ফাইনাল খেলার সৌভাগ্য হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিউই এই ক্রিকেটারকে না খেলানোর ব্যাখ্যায় তামিম বলন, ‘নিশামকে আফ্রিকা থেকে উড়িয়ে এনে পারিশ্রমিক দিয়ে খেলানো যেত শুধু চোট সাপেক্ষে। আমাদের দল যেটা আছে, বিদেশি কেউ চোটে না পড়লে খেলানোর মত সুযোগ ছিল না। বিপিএলের যেকোনো দলেই সে খেলতে পারে।’
এলাম, দেখলাম আর জয় করলাম—জেমস নিশাম চাইলে একথা বলতে পারেন। তবে সেটা ব্যঙ্গাত্মক সুরে। কারণ, তাঁর দল ফরচুন বরিশাল গত রাতে মিরপুরে চ্যাম্পিয়ন হয়েছে। বরিশাল তাঁকে নিয়েছিল ফাইনাল সামনে রেখে। তবে চিটাগং কিংসের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের একাদশে জায়গা হয়নি তাঁর।
রুদ্ধশ্বাস জয়ের পর মাঠেই গতকাল শুরু হয়ে যায় বরিশালের শিরোপা উৎসব। মিরপুর স্টেডিয়াম হয়ে যায় লালে লাল। নিশাম একাদশে না থাকলেও তিনি তো চ্যাম্পিয়ন দলেরই অংশ। ফাইনাল শেষে নিশাম সাক্ষাৎকার নিয়েছেন ফরচুন বরিশালের আরেক বিদেশি ক্রিকেটার ডেভিড মালানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রচারিত এক ভিডিওতে নিশামকে বলতে শোনা গেছে, ‘আমি কথা বলছি ডেভিড মালানের সঙ্গে। যার এবারের বিপিএল ভালো কেটেছে। মালান তোমার কেমন লাগছে?’ উত্তরে মালান বলেন, ‘সত্যিই অসাধারণ। শিরোপা নিয়ে যেতে পেরে আসলেই ভালো লাগছে।’ বিসিবির এই ৩৫ সেকেন্ডের ভিডিওতে অনেকে নানাভাবে রসিকতা করেছেন।
বিপিএল শিরোপা নিয়ে ছবি তুলে সেটা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নিশাম। ক্যাপশন দিয়েছেন, ‘একদিনের কাজ হিসেবে মন্দ না।’ সঙ্গে একটি শিরোপার ইমোজি জুড়ে দিয়েছেন কিউই এই তারকা ক্রিকেটার। নিশাম ছবি তুলেছেন তাঁর জাতীয় দলের সতীর্থ অ্যাডাম মিলনের সঙ্গে। মিলনের সঙ্গে বরিশাল চুক্তি করেছিল গত মাসের শেষের দিকে। নিশাম, মিলনে দুজনেরই এবারের বিপিএল কেটেছে বেঞ্চে বসে।
কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, মোহাম্মদ আলী, মালান—ফাইনালে বরিশালের একাদশে গতকাল ছিলেন এই চার বিদেশি। তাতেই নিশামের ফাইনাল খেলার সৌভাগ্য হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিউই এই ক্রিকেটারকে না খেলানোর ব্যাখ্যায় তামিম বলন, ‘নিশামকে আফ্রিকা থেকে উড়িয়ে এনে পারিশ্রমিক দিয়ে খেলানো যেত শুধু চোট সাপেক্ষে। আমাদের দল যেটা আছে, বিদেশি কেউ চোটে না পড়লে খেলানোর মত সুযোগ ছিল না। বিপিএলের যেকোনো দলেই সে খেলতে পারে।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে