ক্রীড়া ডেস্ক
শারজায় ৭ সেপ্টেম্বর পাকিস্তানের কাছে ৭৫ রানে হেরে রানার্সআপ হয়েছিল আফগানিস্তান। তবে পাকিস্তানের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া আফগানদের ঘুরে দাঁড়াতে লেগেছে ৪৮ ঘণ্টা। সংযুক্ত আরব আমিরাত-পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটা যে আফগানদের জন্য ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার, সেটা গত রাতে প্রমাণ হয়েছে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৫ এশিয়া কাপ। অলআউট না হলেও আফগানিস্তানের স্কোরের কেবল অর্ধেক রান করতে পেরেছে হংকং। ৯৪ রানের জয়ে আফগানরা যেন কঠিন এক বার্তাই দিয়ে রাখল ‘বি’ গ্রুপের অপর দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কীভাবে খেলতে হয়, সেটা গত রাতে করে দেখিয়েছে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান।
১৭তম এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানরা বিশাল ব্যবধানে জয় পেলেও ফিল্ডিংটা আশানুরূপ হয়নি। আফগানিস্তান-হংকং ম্যাচ শেষে ক্রিকবাজ এক ডেটা প্রকাশ করেছে। সেখানে দেখা গেল ২০২০ সালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচে সর্বোচ্চ ক্যাচ মিসের তালিকায় যৌথভাবে সর্বোচ্চ এই ম্যাচ। সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড, এ বছর ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি এবং গত রাতের আফগানিস্তান-হংকং ম্যাচ—তিন ম্যাচেই আটটি করে ক্যাচ মিস হয়েছে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুড়ি-মুড়কির মতো ক্যাচ মিসের মধ্যে এটা প্রমাণ হয়েছে যে গত রাতে সেদিকউল্লাহ আতাল কৈ মাছের প্রাণ নিয়ে খেলতে নেমেছিলেন। ব্যক্তিগত ৪, ৪৫, ৫১—এই তিনবার জীবন পেয়েছেন আফগান এই বাঁহাতি ব্যাটার। যার মধ্যে ফিফটি পেরোনোর পর আতাল যেভাবে বেঁচে ফিরেছেন, সেটা রীতিমতো অবাক করার মতো। ১৬তম ওভারের শেষ বলে হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তজাকে রিভার্স সুইপ করেন আতাল। ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজতম ক্যাচ কয়েকবারের চেষ্টাও তালুবন্দী করতে পারেননি হংকংয়ের এহসান খান। ওপেনিংয়ে নামা আতাল ৫২ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। আফগান এই বাঁহাতি ব্যাটার মেরেছেন ৬ চার ও ৩ ছক্কা।
টস জিতে প্রথমে ব্যাটিং পাওয়া আফগানিস্তানের রানরেট দীর্ঘসময় ছিল ৮-এর নিচে। ১৬ ওভার শেষে তাদের স্কোর ৪ উইকেটে ১১৯ রান। শেষ চার ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান যোগ করে আফগানরা স্কোরটা নিয়ে যায় ৬ উইকেটে ১৮৮ রানে। তাতে দারুণ অবদান রয়েছে আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝোড়ো ফিফটির। ২০ বলে ফিফটি করে আফগান ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ওমরজাই। ২১ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৩ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার।
হংকংকে ৯৪ রানে হারানোর পর বাংলাদেশ-শ্রীলঙ্কাকে একরকম হুংকার দিয়ে রাখলেন রশিদ খান। একই সঙ্গে আফগান অধিনায়ক প্রশংসা করেছেন ওমরজাইয়ের ইনিংসেরও। হংকং ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক বলেন, ‘পরের ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ। এসব ম্যাচে ভালো করতে হবে। সব মিলিয়ে গত রাতে দারুণ পারফরম্যান্স ছিল আমাদের। মিডল অর্ডারে এমন বিস্ফোরক কিছুই দেখতে চেয়েছি। বিশেষ করে আজমতউল্লাহর ইনিংস ছিল অসাধারণ।’ ৫৩ রানের ঝোড়ো ইনিংসের পাশাপাশি বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ওমরজাই। ২ ওভারে খরচ করেন ৪ রান। হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তাজার মতে ওমরজাইয়ের বিধ্বংসী ফিফটিতেই ম্যাচ থেকে ছিটকে গেছে হংকং।
ফিল্ডিংটা আফগানিস্তানের জন্য ছিল অম্লমধুর। হংকংয়ের ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ইবরাহিম জাদরান ও আতালের ভুল বোঝাবুঝিতে সহজ ক্যাচ হাতছাড়া হয়েছে। এদিকে রশিদ খান ডিরেক্ট থ্রোতে রানআউট করেছেন হংকংয়ের নিজাকাত খানকে। হংকং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করেছে ৯৪ রান। দুটি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি ও গুলবাদিন নাইব। ওমরজাই, রশিদ, নুর আহমাদ পেয়েছেন একটি করে উইকেট। করিম জানাতের ১০.৫ ইকোনমিটাই আফগানদের মধ্যে এ ম্যাচে সবচেয়ে খরুচে বোলিং। আফগানিস্তানের অন্য কোনো বোলার ওভারপ্রতি ৭ রানও দেয়নি।
৯৪ রানের জয়ে আফগানিস্তানের নেট রানরেট +৪.৭০। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে ওঠার লড়াইয়ে নেট রানরেট অনেক বড় প্রভাব রাখতে পারে। ধরা যাক হংকং তিন ম্যাচ হারল এবং দুটি করে ম্যাচ জিতল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তখন সমান চার পয়েন্ট হলেও নেট রানরেটের বিচারে নির্ধারিত হবে সুপার ফোরের দুই দল। গ্রুপ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে। আগামীকাল হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন লিটন দাস-তানজিদ হাসান তামিমরা। ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
শারজায় ৭ সেপ্টেম্বর পাকিস্তানের কাছে ৭৫ রানে হেরে রানার্সআপ হয়েছিল আফগানিস্তান। তবে পাকিস্তানের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া আফগানদের ঘুরে দাঁড়াতে লেগেছে ৪৮ ঘণ্টা। সংযুক্ত আরব আমিরাত-পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটা যে আফগানদের জন্য ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার, সেটা গত রাতে প্রমাণ হয়েছে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৫ এশিয়া কাপ। অলআউট না হলেও আফগানিস্তানের স্কোরের কেবল অর্ধেক রান করতে পেরেছে হংকং। ৯৪ রানের জয়ে আফগানরা যেন কঠিন এক বার্তাই দিয়ে রাখল ‘বি’ গ্রুপের অপর দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কীভাবে খেলতে হয়, সেটা গত রাতে করে দেখিয়েছে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান।
১৭তম এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানরা বিশাল ব্যবধানে জয় পেলেও ফিল্ডিংটা আশানুরূপ হয়নি। আফগানিস্তান-হংকং ম্যাচ শেষে ক্রিকবাজ এক ডেটা প্রকাশ করেছে। সেখানে দেখা গেল ২০২০ সালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচে সর্বোচ্চ ক্যাচ মিসের তালিকায় যৌথভাবে সর্বোচ্চ এই ম্যাচ। সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড, এ বছর ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি এবং গত রাতের আফগানিস্তান-হংকং ম্যাচ—তিন ম্যাচেই আটটি করে ক্যাচ মিস হয়েছে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুড়ি-মুড়কির মতো ক্যাচ মিসের মধ্যে এটা প্রমাণ হয়েছে যে গত রাতে সেদিকউল্লাহ আতাল কৈ মাছের প্রাণ নিয়ে খেলতে নেমেছিলেন। ব্যক্তিগত ৪, ৪৫, ৫১—এই তিনবার জীবন পেয়েছেন আফগান এই বাঁহাতি ব্যাটার। যার মধ্যে ফিফটি পেরোনোর পর আতাল যেভাবে বেঁচে ফিরেছেন, সেটা রীতিমতো অবাক করার মতো। ১৬তম ওভারের শেষ বলে হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তজাকে রিভার্স সুইপ করেন আতাল। ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজতম ক্যাচ কয়েকবারের চেষ্টাও তালুবন্দী করতে পারেননি হংকংয়ের এহসান খান। ওপেনিংয়ে নামা আতাল ৫২ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। আফগান এই বাঁহাতি ব্যাটার মেরেছেন ৬ চার ও ৩ ছক্কা।
টস জিতে প্রথমে ব্যাটিং পাওয়া আফগানিস্তানের রানরেট দীর্ঘসময় ছিল ৮-এর নিচে। ১৬ ওভার শেষে তাদের স্কোর ৪ উইকেটে ১১৯ রান। শেষ চার ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান যোগ করে আফগানরা স্কোরটা নিয়ে যায় ৬ উইকেটে ১৮৮ রানে। তাতে দারুণ অবদান রয়েছে আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝোড়ো ফিফটির। ২০ বলে ফিফটি করে আফগান ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ওমরজাই। ২১ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৩ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার।
হংকংকে ৯৪ রানে হারানোর পর বাংলাদেশ-শ্রীলঙ্কাকে একরকম হুংকার দিয়ে রাখলেন রশিদ খান। একই সঙ্গে আফগান অধিনায়ক প্রশংসা করেছেন ওমরজাইয়ের ইনিংসেরও। হংকং ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক বলেন, ‘পরের ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ। এসব ম্যাচে ভালো করতে হবে। সব মিলিয়ে গত রাতে দারুণ পারফরম্যান্স ছিল আমাদের। মিডল অর্ডারে এমন বিস্ফোরক কিছুই দেখতে চেয়েছি। বিশেষ করে আজমতউল্লাহর ইনিংস ছিল অসাধারণ।’ ৫৩ রানের ঝোড়ো ইনিংসের পাশাপাশি বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ওমরজাই। ২ ওভারে খরচ করেন ৪ রান। হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তাজার মতে ওমরজাইয়ের বিধ্বংসী ফিফটিতেই ম্যাচ থেকে ছিটকে গেছে হংকং।
ফিল্ডিংটা আফগানিস্তানের জন্য ছিল অম্লমধুর। হংকংয়ের ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ইবরাহিম জাদরান ও আতালের ভুল বোঝাবুঝিতে সহজ ক্যাচ হাতছাড়া হয়েছে। এদিকে রশিদ খান ডিরেক্ট থ্রোতে রানআউট করেছেন হংকংয়ের নিজাকাত খানকে। হংকং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করেছে ৯৪ রান। দুটি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি ও গুলবাদিন নাইব। ওমরজাই, রশিদ, নুর আহমাদ পেয়েছেন একটি করে উইকেট। করিম জানাতের ১০.৫ ইকোনমিটাই আফগানদের মধ্যে এ ম্যাচে সবচেয়ে খরুচে বোলিং। আফগানিস্তানের অন্য কোনো বোলার ওভারপ্রতি ৭ রানও দেয়নি।
৯৪ রানের জয়ে আফগানিস্তানের নেট রানরেট +৪.৭০। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে ওঠার লড়াইয়ে নেট রানরেট অনেক বড় প্রভাব রাখতে পারে। ধরা যাক হংকং তিন ম্যাচ হারল এবং দুটি করে ম্যাচ জিতল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তখন সমান চার পয়েন্ট হলেও নেট রানরেটের বিচারে নির্ধারিত হবে সুপার ফোরের দুই দল। গ্রুপ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে। আগামীকাল হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন লিটন দাস-তানজিদ হাসান তামিমরা। ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
২৭ মিনিট আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
৩৬ মিনিট আগেলিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। হংকংয়ের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেলেন মোস্তাফিজ।
১ ঘণ্টা আগেআজ কি ঢাকায় ফিরতে পারবে বাংলাদেশ ফুটবল দল? সেই সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। চলমান অস্থিরতার জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে অবশ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে খোলার কথা বলেছিল। এমন অনিশ্চয়তার মধ্যে হোটেলেই সময় কাটছে জামাল
২ ঘণ্টা আগে