ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর এমনিতেই চাপে ভারত। কারণ, আগামীকাল পার্থে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারতের জন্য শেষ সুযোগ। তার ওপর তারকা ক্রিকেটাররা না থাকায় চাপটা বাড়ল ভারতের ওপর।
অস্ট্রেলিয়া সিরিজ শুরুর প্রথম ম্যাচেই ভারত পাচ্ছে না তাদের নিয়মিত টেস্ট অধিনায়ক রোহিত শর্মাকে। সদ্য বাবা হওয়া রোহিতের বদলে তাই পার্থে ভারতকে নেতৃত্ব দিতে হবে জসপ্রীত বুমরাকে। এছাড়া অনুশীলন ম্যাচে শুবমান গিল চোট পাওয়ায় তাঁরও প্রথম টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভারতের একাদশে তাই নিশ্চিত পরিবর্তন আসছে। তবে বর্তমানে বেশির ভাগক্ষেত্রেই টেস্ট শুরুর আগে যেকোনো দল একাদশ ঘোষণা করলেও পার্থ টেস্টের আগে ভারত সেটা করছে না বলে জানিয়েছেন বুমরা। সংবাদ সম্মেলনে ভারতীয় এই পেসার বলেন, ‘আমরা আমাদের একাদশ চূড়ান্ত করে ফেলেছি। ম্যাচ শুরুর আগে আগামীকাল সকালে সেটা জানতে পারবেন।’
বোর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়া সবশেষ সিরিজ জিতেছে ২০১৪ সালে। ভারতকে অজিরা সেবার হারিয়েছিল নিজেদের ডেরায়। পরবর্তীতে টানা চার সিরিজ জিতেছে ভারত। যার মধ্যে দুটি হয়েছে ভারতের মাঠে, দুটি অস্ট্রেলিয়ায়। যেখানে ২০২০-২১ মৌসুমে ভারত তুলনামূলক ভঙ্গুর এক দল নিয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছিল। ব্রিসবেনের গ্যাবায় ২০২১ সালে ঋষভ পন্তের সেই বীরত্বপূর্ণ ইনিংস এখনো অনেকের চোখে ভাসে।
পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের আগে বুমরা উল্লেখ করেছেন নিজেদের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের কথা। ৩০ বছর বয়সী ভারতীয় এই পেসার বলেন,‘যখন জিতবেন, তখন শূন্য থেকেই শুরু করবেন। তবে যখন হারবেন, তখন শূন্য থেকেই শুরু করতে হবে। ভারত থেকে আমরা কোনো বোঝা নিয়ে আসছি না। হ্যাঁ নিউজিল্যান্ড সিরিজ থেকে শিখেছি আমরা। তবে সেই ম্যাচগুলো ছিল ভিন্ন কন্ডিশনে। এখানে (অস্ট্রেলিয়া) আমাদের ফল ভিন্ন।’
রোহিত না থাকায় ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে দেখা যেতে পারে লোকেশ রাহুল বা অভিমন্যু ইশ্বরণকে। কারণ ওপেনিং, মিডল অর্ডার দুই জায়গাতেই ব্যাটিং করার অভিজ্ঞতা আছে রাহুলের। এমনকি পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডিরও আগামীকাল টেস্টে অভিষেক হয়ে যেতে পারে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর এমনিতেই চাপে ভারত। কারণ, আগামীকাল পার্থে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারতের জন্য শেষ সুযোগ। তার ওপর তারকা ক্রিকেটাররা না থাকায় চাপটা বাড়ল ভারতের ওপর।
অস্ট্রেলিয়া সিরিজ শুরুর প্রথম ম্যাচেই ভারত পাচ্ছে না তাদের নিয়মিত টেস্ট অধিনায়ক রোহিত শর্মাকে। সদ্য বাবা হওয়া রোহিতের বদলে তাই পার্থে ভারতকে নেতৃত্ব দিতে হবে জসপ্রীত বুমরাকে। এছাড়া অনুশীলন ম্যাচে শুবমান গিল চোট পাওয়ায় তাঁরও প্রথম টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভারতের একাদশে তাই নিশ্চিত পরিবর্তন আসছে। তবে বর্তমানে বেশির ভাগক্ষেত্রেই টেস্ট শুরুর আগে যেকোনো দল একাদশ ঘোষণা করলেও পার্থ টেস্টের আগে ভারত সেটা করছে না বলে জানিয়েছেন বুমরা। সংবাদ সম্মেলনে ভারতীয় এই পেসার বলেন, ‘আমরা আমাদের একাদশ চূড়ান্ত করে ফেলেছি। ম্যাচ শুরুর আগে আগামীকাল সকালে সেটা জানতে পারবেন।’
বোর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়া সবশেষ সিরিজ জিতেছে ২০১৪ সালে। ভারতকে অজিরা সেবার হারিয়েছিল নিজেদের ডেরায়। পরবর্তীতে টানা চার সিরিজ জিতেছে ভারত। যার মধ্যে দুটি হয়েছে ভারতের মাঠে, দুটি অস্ট্রেলিয়ায়। যেখানে ২০২০-২১ মৌসুমে ভারত তুলনামূলক ভঙ্গুর এক দল নিয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছিল। ব্রিসবেনের গ্যাবায় ২০২১ সালে ঋষভ পন্তের সেই বীরত্বপূর্ণ ইনিংস এখনো অনেকের চোখে ভাসে।
পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের আগে বুমরা উল্লেখ করেছেন নিজেদের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের কথা। ৩০ বছর বয়সী ভারতীয় এই পেসার বলেন,‘যখন জিতবেন, তখন শূন্য থেকেই শুরু করবেন। তবে যখন হারবেন, তখন শূন্য থেকেই শুরু করতে হবে। ভারত থেকে আমরা কোনো বোঝা নিয়ে আসছি না। হ্যাঁ নিউজিল্যান্ড সিরিজ থেকে শিখেছি আমরা। তবে সেই ম্যাচগুলো ছিল ভিন্ন কন্ডিশনে। এখানে (অস্ট্রেলিয়া) আমাদের ফল ভিন্ন।’
রোহিত না থাকায় ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে দেখা যেতে পারে লোকেশ রাহুল বা অভিমন্যু ইশ্বরণকে। কারণ ওপেনিং, মিডল অর্ডার দুই জায়গাতেই ব্যাটিং করার অভিজ্ঞতা আছে রাহুলের। এমনকি পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডিরও আগামীকাল টেস্টে অভিষেক হয়ে যেতে পারে।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৭ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৭ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
১০ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
১১ ঘণ্টা আগে