যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি ৪০ দিনেরও কম সময়। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। বাংলাদেশের জন্য গ্রুপটা একটু চ্যালেঞ্জিংই বটে। তবে সাকিব আল হাসান এসব নিয়ে ভাবছেন না তেমন একটা।
এবারের বিশ্বকাপেই সবচেয়ে বেশি ২০ দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফরম্যাটটা একটু আলাদা। প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার এইটে। ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশকে সুপার এইটে উঠতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে। নেপাল ছাড়া প্রতিটা দলই বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য যথেষ্ট। শ্রীলঙ্কার কাছেই এ বছর বাংলাদেশ ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। চলমান আইপিএলে হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ত্রিস্তান স্তাবসের মতো দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ঝড় তুলছেন। নেদারল্যান্ডসকে গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে হারাতে বাংলাদেশের ঘাম ছুটে গিয়েছিল। এমনকি গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ডাচদের কাছে হেরেছিল বাংলাদেশ।
গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে বাংলাদেশ দুই ম্যাচ খেলবে সেন্ট ভিনসেন্টে। বাকি দুই ম্যাচ খেলবে নিউইয়র্ক ও ডালাসে। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে আগে যুক্তরাষ্ট্রের মাঠে তিনটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সাকিবের মতে বিশ্বকাপ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে বাংলাদেশের তারকা অলরাউন্ডার আজ বলেছেন, ‘যদিও আমরা কঠিন গ্রুপে। কিন্তু টি-টোয়েন্টিতে আসলে দলগুলোর পার্থক্য খুব কম হয়। যেকোনো দিন যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে। তবে আমার মনে হয় কন্ডিশন যেমন হবে সেটা আমাদের সহায়তা করবে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের (খেলার) সঙ্গে বেশ মানানসই। একই ধরনের পিচ (বাংলাদেশের মতো) আমরা পেতে পারি। বিশেষ করে ডালাসে। এটা আমাদের হয়তো সহায়তা করবে।’
যুক্তরাষ্ট্রের মাঠে এর আগে দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুটিতে জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দুটি জেতে বাংলাদেশ। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জেতে ২-১ গোলে। সেসময় প্রবাসী বাংলাদেশিদের দারুণ সমর্থন পেয়েছিলেন সাকিব-তামিম ইকবাল-মেহেদী হাসান মিরাজরা। সাকিব বলেন, ‘আমাদের প্রস্তুতিটা আশা করি বেশ ভালো হবে। এর আগে যখন আমরা এখানে খেলেছি, প্রচুর সমর্থন পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সময় সিরিজ জিতেছিলাম। আশা করি এবারও তেমন ভালো কিছু করতে পারব আমরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স অনেক ভালো ছিল। ওখান থেকে যদি আরেকটু উন্নতি করতে পারি, আমার মনে হয় এবার আমাদের আরও ভালো করার সম্ভাবনা আছে।’
সাকিব আরও বলেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না। তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে।’
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি ৪০ দিনেরও কম সময়। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। বাংলাদেশের জন্য গ্রুপটা একটু চ্যালেঞ্জিংই বটে। তবে সাকিব আল হাসান এসব নিয়ে ভাবছেন না তেমন একটা।
এবারের বিশ্বকাপেই সবচেয়ে বেশি ২০ দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফরম্যাটটা একটু আলাদা। প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার এইটে। ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশকে সুপার এইটে উঠতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে। নেপাল ছাড়া প্রতিটা দলই বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য যথেষ্ট। শ্রীলঙ্কার কাছেই এ বছর বাংলাদেশ ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। চলমান আইপিএলে হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ত্রিস্তান স্তাবসের মতো দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ঝড় তুলছেন। নেদারল্যান্ডসকে গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে হারাতে বাংলাদেশের ঘাম ছুটে গিয়েছিল। এমনকি গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ডাচদের কাছে হেরেছিল বাংলাদেশ।
গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে বাংলাদেশ দুই ম্যাচ খেলবে সেন্ট ভিনসেন্টে। বাকি দুই ম্যাচ খেলবে নিউইয়র্ক ও ডালাসে। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে আগে যুক্তরাষ্ট্রের মাঠে তিনটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সাকিবের মতে বিশ্বকাপ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে বাংলাদেশের তারকা অলরাউন্ডার আজ বলেছেন, ‘যদিও আমরা কঠিন গ্রুপে। কিন্তু টি-টোয়েন্টিতে আসলে দলগুলোর পার্থক্য খুব কম হয়। যেকোনো দিন যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে। তবে আমার মনে হয় কন্ডিশন যেমন হবে সেটা আমাদের সহায়তা করবে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের (খেলার) সঙ্গে বেশ মানানসই। একই ধরনের পিচ (বাংলাদেশের মতো) আমরা পেতে পারি। বিশেষ করে ডালাসে। এটা আমাদের হয়তো সহায়তা করবে।’
যুক্তরাষ্ট্রের মাঠে এর আগে দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুটিতে জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দুটি জেতে বাংলাদেশ। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জেতে ২-১ গোলে। সেসময় প্রবাসী বাংলাদেশিদের দারুণ সমর্থন পেয়েছিলেন সাকিব-তামিম ইকবাল-মেহেদী হাসান মিরাজরা। সাকিব বলেন, ‘আমাদের প্রস্তুতিটা আশা করি বেশ ভালো হবে। এর আগে যখন আমরা এখানে খেলেছি, প্রচুর সমর্থন পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সময় সিরিজ জিতেছিলাম। আশা করি এবারও তেমন ভালো কিছু করতে পারব আমরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স অনেক ভালো ছিল। ওখান থেকে যদি আরেকটু উন্নতি করতে পারি, আমার মনে হয় এবার আমাদের আরও ভালো করার সম্ভাবনা আছে।’
সাকিব আরও বলেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না। তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে।’
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৮ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৮ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
১০ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
১১ ঘণ্টা আগে