নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের পেছনের অন্যতম নায়ক তিনি। সেই এনামুল হক জুনিয়র ঘরোয়া ক্রিকেটে গড়লেন অনন্য এক কীর্তিই। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ঘরোয়া ক্রিকেটে স্পর্শ করলেন ৫০০ উইকেটের মাইলফলক।
৪৯৬ প্রথম শ্রেণির উইকেট নিয়ে চলতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিলেন এনামুল হক জুনিয়র। আজ বুধবার রংপুরের জাহিদ জাভেদের উইকেট নিয়ে এনামুল পৌঁছে যেন ৫০০ উইকেটের চূড়ায়। এখন তাঁর সামনে শুধুই আবদুর রাজ্জাক।
৬৩৪ উইকেট নিয়ে অবসরে গিয়েছেন আবদুর রাজ্জাক। এনামুলের তাই সুযোগ রয়েছে বর্তমানে বিসিবির নির্বাচকের দায়িত্বে থাকা রাজ্জাককে ছাড়িয়ে যাওয়ার।
সিলেট বিভাগের হয়ে খেলা এনামুল প্রথম ইনিংসে রংপুরের বিপক্ষে পেয়েছিলেন ৩ উইকেট। ৪৯৯ উইকেট নিয়ে অবশ্য বেশি অপেক্ষা করতে হয়নি বাঁহাতি স্পিনারকে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই পেয়ে যান কাঙ্ক্ষিত উইকেট। নিজের প্রথম ওভারে দুর্দান্ত বোলিংয়ে চাপে রেখেছিলেন রংপুরকে। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই মেলে সাফল্য। জাভেদকে উইকেটের পেছনে জাকির হাসানের ক্যাচ বানান। এই উইকেটটিই তাঁর ক্যারিয়ারের ৫০০ তম উইকেট। মাইলফলক গড়ার পর স্বাভাবিকভাবেই উল্লাসে ফেটে পড়েন এনামুল। মাঠে থাকা সতীর্থরা তো বটেই ড্রেসিংরুম থেকে বেরিয়ে অন্যরাও তাঁকে অভিনন্দন জানান। এরপর রংপুরের অধিনায়ক আকবার আলীকেও ফেরান এনামুল। তবে বাঁহাতি স্পিনারের কীর্তির দিন তাঁর দল সিলেট রংপুরের কাছে হেরেছে ৬ উইকেটে।
১৩৬ তম প্রথম শ্রেণির ম্যাচ খেলে এনামুলের উইকেট এখন ৫০১। রাজ্জাক অবশ্য ৫০০ উইকেটের মাইলফলক গড়েছিলেন ১১৩ তম ম্যাচে। এনামুল ৩৪ বার পাঁচ উইকেট পেয়েছেন। ১০ উইকেটের দেখা পেয়েছেন ছয়বার।
বহুদিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সেরা পাঁচ উইকেটশিকারি বোলারের তালিকায় দুই নম্বরে আছেন এনামুল। শীর্ষে থাকা রাজ্জাকের কথা তো আগেই বলা হলো। এনামুলের পরের তিনটি নাম মোহাম্মদ শরিফ (১৩২ ম্যাচে ৩৯৩ উইকেট), চতুর্থ স্থানে আছেন ক্যানসারের সঙ্গে লড়াই করা মোশাররফ হোসেন রুবেল (১১২ ম্যাচে ৩৯২ উইকেট)। পঞ্চম স্থানেও আরেক বাঁহাতি স্পিনার। সাকলায়েন সজীব ৯৪ ম্যাচে শিকার করেছেন ৩৬৯ উইকেট।
বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের পেছনের অন্যতম নায়ক তিনি। সেই এনামুল হক জুনিয়র ঘরোয়া ক্রিকেটে গড়লেন অনন্য এক কীর্তিই। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ঘরোয়া ক্রিকেটে স্পর্শ করলেন ৫০০ উইকেটের মাইলফলক।
৪৯৬ প্রথম শ্রেণির উইকেট নিয়ে চলতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিলেন এনামুল হক জুনিয়র। আজ বুধবার রংপুরের জাহিদ জাভেদের উইকেট নিয়ে এনামুল পৌঁছে যেন ৫০০ উইকেটের চূড়ায়। এখন তাঁর সামনে শুধুই আবদুর রাজ্জাক।
৬৩৪ উইকেট নিয়ে অবসরে গিয়েছেন আবদুর রাজ্জাক। এনামুলের তাই সুযোগ রয়েছে বর্তমানে বিসিবির নির্বাচকের দায়িত্বে থাকা রাজ্জাককে ছাড়িয়ে যাওয়ার।
সিলেট বিভাগের হয়ে খেলা এনামুল প্রথম ইনিংসে রংপুরের বিপক্ষে পেয়েছিলেন ৩ উইকেট। ৪৯৯ উইকেট নিয়ে অবশ্য বেশি অপেক্ষা করতে হয়নি বাঁহাতি স্পিনারকে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই পেয়ে যান কাঙ্ক্ষিত উইকেট। নিজের প্রথম ওভারে দুর্দান্ত বোলিংয়ে চাপে রেখেছিলেন রংপুরকে। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই মেলে সাফল্য। জাভেদকে উইকেটের পেছনে জাকির হাসানের ক্যাচ বানান। এই উইকেটটিই তাঁর ক্যারিয়ারের ৫০০ তম উইকেট। মাইলফলক গড়ার পর স্বাভাবিকভাবেই উল্লাসে ফেটে পড়েন এনামুল। মাঠে থাকা সতীর্থরা তো বটেই ড্রেসিংরুম থেকে বেরিয়ে অন্যরাও তাঁকে অভিনন্দন জানান। এরপর রংপুরের অধিনায়ক আকবার আলীকেও ফেরান এনামুল। তবে বাঁহাতি স্পিনারের কীর্তির দিন তাঁর দল সিলেট রংপুরের কাছে হেরেছে ৬ উইকেটে।
১৩৬ তম প্রথম শ্রেণির ম্যাচ খেলে এনামুলের উইকেট এখন ৫০১। রাজ্জাক অবশ্য ৫০০ উইকেটের মাইলফলক গড়েছিলেন ১১৩ তম ম্যাচে। এনামুল ৩৪ বার পাঁচ উইকেট পেয়েছেন। ১০ উইকেটের দেখা পেয়েছেন ছয়বার।
বহুদিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সেরা পাঁচ উইকেটশিকারি বোলারের তালিকায় দুই নম্বরে আছেন এনামুল। শীর্ষে থাকা রাজ্জাকের কথা তো আগেই বলা হলো। এনামুলের পরের তিনটি নাম মোহাম্মদ শরিফ (১৩২ ম্যাচে ৩৯৩ উইকেট), চতুর্থ স্থানে আছেন ক্যানসারের সঙ্গে লড়াই করা মোশাররফ হোসেন রুবেল (১১২ ম্যাচে ৩৯২ উইকেট)। পঞ্চম স্থানেও আরেক বাঁহাতি স্পিনার। সাকলায়েন সজীব ৯৪ ম্যাচে শিকার করেছেন ৩৬৯ উইকেট।
বদলি হয়ে মাঠ থেকে উঠে যাওয়ার সময় বোতল ছুড়ে সজোরে ঘুষি মারলেন ডাগআউটে। কোচের সিদ্ধান্তে নাখোশ ছিলেন বলেই হয়তো। তিনি না থাকায় বাংলাদেশের খেলায় প্রভাবও পড়ে কিছুটা। কিন্তু এভাবে ম্যাচে মেজাজ হারিয়ে কি নিজের ওপরই অযাচিত চাপ বয়ে আনছেন ফাহামিদুল ইসলাম।
৪ ঘণ্টা আগেহামজা চৌধুরী-শমিত শোম নেই। দলের শক্তির ভারও নেমে পড়ে খানিকটা। তবু নেপালের বিপক্ষে জয়ই ছিল প্রত্যাশা। কিন্তু প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের কাবরেরার দল।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের জন্য লড়াইটা ছিল প্রতিশোধের। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সবশেষ ম্যাচে নেপালের কাছে হারতে হয়েছিল ৩-১ ব্যবধানে। তিন বছর পর বুকে প্রতিশোধের আগুন নিয়ে নামলেও মাঠে সেই ছাপ মেলেনি হাভিয়ের কাবরেরার দলের। প্রথম প্রীতি ম্যাচে আজ মাঠ ছাড়তে হলো গোলশূন্য ড্র নিয়ে।
৬ ঘণ্টা আগেইয়েমেনের গোলের পথে বড় বাধা হয়ে ছিলেন মেহেদী হাসান শ্রাবণ। তাঁর বেশ কয়েকটি সেভে ১০ জন নিয়েও ১ পয়েন্ট প্রায় পেয়েই যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের শেষ মিনিটে সেই শ্রাবণই বোকা বনে গেলেন। ইসাম আল আওয়ামির গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়েমেন। টানা দুই হারে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূলপর্
৮ ঘণ্টা আগে