Ajker Patrika

সূচি চূড়ান্ত, ১০ জুন বাংলাদেশে আসছে আফগানরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সূচি চূড়ান্ত, ১০ জুন বাংলাদেশে আসছে আফগানরা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। দুই ভাগে সিরিজ হওয়ার ব্যাপারটি আগেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছে। 

এই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবেন সাকিব-রশিদরা। যদিও দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। ব্যস্ত সূচির কারণে একটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি বাতিল করে দুই দলের ক্রিকেট বোর্ড। 

সূত্র জানিয়েছে, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১০ জুন ঢাকায় পা রাখবেন মোহাম্মদ নবী-রশিদ খানরা। ১৪ থেকে ১৮ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে একমাত্র টেস্ট। প্রথমভাগে টেস্ট খেলে ভারতে সিরিজ খেলতে যাবেন আফগানরা। 

ভারত থেকে ১ জুলাই আবার বাংলাদেশে দ্বিতীয় ভাগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে আফগানিস্তান। ৫,৮ ও ১১ জুলাই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজ। পর দিন সিলেটে যাবে দুই দল। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৭ জুলাই বাংলাদেশ থেকে ফিরবেন আফগানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত