Ajker Patrika

ভারত সিরিজে এবার দেখা যাবে বাংলাদেশকেও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬: ৫৫
অস্ট্রেলিয়া-ভারত সিরিজের শেষ দুই টেস্টে থাকবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়া-ভারত সিরিজের শেষ দুই টেস্টে থাকবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া-ভারত সিরিজে বাকি রয়েছে দুই টেস্ট। সিরিজের শেষ অংশে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দুই টেস্টে তাঁকে দেখা যাবে ভিন্ন দুই দায়িত্বে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পরশু শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকছেন সৈকত। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে তিনি থাকবেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। সৈকতের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে এই ম্যাচে থাকছেন মাইকেল গফ। সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট।

বক্সিং ডে টেস্টে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন গফ ও জোয়েল উইলসন। সিডনি টেস্টে উইলসন টিভি আম্পায়ার হিসেবে কাজ করবেন। অস্ট্রেলিয়া-ভারত সিরিজের শেষ দুই টেস্টে অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। দুই দলের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়। পার্থে সিরিজের প্রথম টেস্ট ভারত জেতে ২৯৫ রানে। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টেস্টে অজিরা পায় ১০ উইকেটের বিশাল জয়। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট হয়েছে ড্র।

আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত হয়েছেন অনেক আগেই। আইসিসি ইভেন্টসহ বিশ্বের বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এখন পরিচিত চিত্র। বাংলাদেশের এই আম্পায়ার কখনোবা মাঠের আম্পায়ার, কখনোবা টিভি, চতুর্থ আম্পায়ার হিসেবেও কাজ করেন। দুর্দান্ত আম্পায়ারিংয়ে নজর কেড়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত