ট্রলের শিকার হলে কার না মেজাজ ঠিক থাকে? বাবর আজমও মেজাজ ধরে রাখতে পারেননি। গ্যালারি থেকে বারবার ‘জিম্বাবর’ শুনতে শুনতে একপর্যায়ে রাগান্বিত হয়ে দর্শকদের লক্ষ্য করে বোতল ছুড়তে চেয়েছিলেন। আর তাঁর এই রাগান্বিত মুহূর্তের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ নিয়ে আজ ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে লিখেছে এভাবে—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমকে এক দল ট্রল করেছে। টেকনিক্যাল কর্মকর্তাদের সঙ্গে আজম বসেছিলেন সাইডলাইনে। এ সময় সমর্থকদের একদল ‘জিম্বাবর’ বলে চিৎকার দিতে থাকে। পেশোয়ার জালমির বর্তমান অধিনায়ক এই স্লোগানে ক্ষুব্ধ হয়ে তাদের দিকে পানির বোতল নিক্ষেপের হুমকি দেন।
সৌভাগ্যবশত, কাণ্ডজ্ঞান থেকে আজম মাঝপথে সেটি না করে তাঁর চেয়ারে বসেছিলেন। পাকিস্তান সুপার লিগে স্বদেশিদের ট্রলিংয়ের কারণে পাকিস্তানের সাবেক অধিনায়ককে দৃশ্যত উত্তেজিত দেখাচ্ছিল।
কেন জিম্বাবর?
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নিজেকে সেরা ব্যাটারদের কাতারে নিয়ে গেছেন বাবর। বিরাট কোহলি পরবর্তী প্রজন্মের সেরা ব্যাটারও মনে করা হয় তাঁকে। তবে দুই-তিন বছর ধরে নিজের সেরা ফর্মে নেই বাবর। গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর জ্বলে উঠতে না পারায় ভক্ত-সমর্থকেরা হতাশ। অনেকে মনে করেন, বাবর এমন ম্যাচগুলোতে রান করে জনপ্রিয়তা অর্জন করেছেন, যেগুলো অপেক্ষাকৃত সহজ। ২০২৩ সালটা খুব বাজে গেছে তাঁর। এই ডানহাতি ব্যাটারের নেতৃত্বে পাকিস্তান এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে পারেনি। বিশ্বকাপের পর পাকিস্তানের তিন সংস্করণের নেতৃত্বও হারান তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে বাবর সব সংস্করণ মিলিয়ে ১৮ ম্যাচ খেলে ৫৭.৭৫ গড়ে রান করেছেন ৬৯৩। ‘জিম্বাবর’ স্লোগানের উৎপত্তি এই বিশ্বাস থেকে যে খারাপ ফর্ম থেকে বেরিয়ে আসতে এবং কিছু রান করতে জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি সিরিজ দরকার বাবরের।
বাবরের মতো জিম্বাবর স্লোগানটি শুনে খেপেছেন অনেকে। নিবরাজ রমজান নামে একজন তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বাবরের সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘এটা সত্যিই অগ্রহণযোগ্য, মুলতান সমর্থকদের থেকে এটি কখনো আশা করা যায় না।’
মুলতানে গতকাল মুলতান সুলতানের বিপক্ষে ৫ রানে জিতেছে বাবরের দল জালমি। উসামা মিরের বলে বোল্ড হওয়ার আগে ২৬ বলে ৩১ রান করেন ওপেনার বাবর।
ট্রলের শিকার হলে কার না মেজাজ ঠিক থাকে? বাবর আজমও মেজাজ ধরে রাখতে পারেননি। গ্যালারি থেকে বারবার ‘জিম্বাবর’ শুনতে শুনতে একপর্যায়ে রাগান্বিত হয়ে দর্শকদের লক্ষ্য করে বোতল ছুড়তে চেয়েছিলেন। আর তাঁর এই রাগান্বিত মুহূর্তের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ নিয়ে আজ ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে লিখেছে এভাবে—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমকে এক দল ট্রল করেছে। টেকনিক্যাল কর্মকর্তাদের সঙ্গে আজম বসেছিলেন সাইডলাইনে। এ সময় সমর্থকদের একদল ‘জিম্বাবর’ বলে চিৎকার দিতে থাকে। পেশোয়ার জালমির বর্তমান অধিনায়ক এই স্লোগানে ক্ষুব্ধ হয়ে তাদের দিকে পানির বোতল নিক্ষেপের হুমকি দেন।
সৌভাগ্যবশত, কাণ্ডজ্ঞান থেকে আজম মাঝপথে সেটি না করে তাঁর চেয়ারে বসেছিলেন। পাকিস্তান সুপার লিগে স্বদেশিদের ট্রলিংয়ের কারণে পাকিস্তানের সাবেক অধিনায়ককে দৃশ্যত উত্তেজিত দেখাচ্ছিল।
কেন জিম্বাবর?
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নিজেকে সেরা ব্যাটারদের কাতারে নিয়ে গেছেন বাবর। বিরাট কোহলি পরবর্তী প্রজন্মের সেরা ব্যাটারও মনে করা হয় তাঁকে। তবে দুই-তিন বছর ধরে নিজের সেরা ফর্মে নেই বাবর। গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর জ্বলে উঠতে না পারায় ভক্ত-সমর্থকেরা হতাশ। অনেকে মনে করেন, বাবর এমন ম্যাচগুলোতে রান করে জনপ্রিয়তা অর্জন করেছেন, যেগুলো অপেক্ষাকৃত সহজ। ২০২৩ সালটা খুব বাজে গেছে তাঁর। এই ডানহাতি ব্যাটারের নেতৃত্বে পাকিস্তান এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে পারেনি। বিশ্বকাপের পর পাকিস্তানের তিন সংস্করণের নেতৃত্বও হারান তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে বাবর সব সংস্করণ মিলিয়ে ১৮ ম্যাচ খেলে ৫৭.৭৫ গড়ে রান করেছেন ৬৯৩। ‘জিম্বাবর’ স্লোগানের উৎপত্তি এই বিশ্বাস থেকে যে খারাপ ফর্ম থেকে বেরিয়ে আসতে এবং কিছু রান করতে জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি সিরিজ দরকার বাবরের।
বাবরের মতো জিম্বাবর স্লোগানটি শুনে খেপেছেন অনেকে। নিবরাজ রমজান নামে একজন তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বাবরের সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘এটা সত্যিই অগ্রহণযোগ্য, মুলতান সমর্থকদের থেকে এটি কখনো আশা করা যায় না।’
মুলতানে গতকাল মুলতান সুলতানের বিপক্ষে ৫ রানে জিতেছে বাবরের দল জালমি। উসামা মিরের বলে বোল্ড হওয়ার আগে ২৬ বলে ৩১ রান করেন ওপেনার বাবর।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে