জশ হ্যাজলউডকে বোল্ড করে শামার জোসেফ যেন দৌড়ালেন উসাইন বোল্টের মতো। পাশাপাশি ধারাভাষ্যকক্ষে ইয়ান স্মিথের চিৎকার, ব্রায়ান লারার কান্না—এসবেই বোঝা যায়, উইন্ডিজের জয় রূপকথার চেয়েও কোনো অংশে কম ছিল না। ৮ রানের জয়ে দীর্ঘ ২১ বছর পর টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার মাঠে ক্রিকেটের রাজকীয় সংস্করণে জয় এসেছে ২৭ বছর পর।
খেলোয়াড়দের মতো মাঠে থেকেই ওয়েস্ট ইন্ডিজের এমন রূপকথার জয়ের সাক্ষী হয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত। উইন্ডিজের মতো তিনিও সফল। রিভিউর হিসেবে পাঁচবারের মধ্যে একবারই তিনি ব্যর্থ। সেখানে ভুলটা হয়েছে একেবারে প্রথমেই। গ্যাবায় গত বৃহস্পতিবার শুরু হয়েছিল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় ওভারের প্রথম বলে ক্রেগ ব্রাথওয়েটের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন জশ হ্যাজলউড। আম্পায়ার সৈকত তখন আউট ঘোষণা করলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন ব্রাথওয়েট। পরে দেখা যায়, ইনসাইড এজ হয়েছে। এরপর একই দিনে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে তাঁর সিদ্ধান্তের বিপক্ষে আরও দুইবার রিভিউ হয়েছে। সৈকতের সিদ্ধান্তের পক্ষেই রায় দিয়েছেন তৃতীয় আম্পায়ার। বাকি দুটি রিভিউ হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম, দ্বিতীয় দুই ইনিংসেই একটি করে।
শুরুতেই সৈকতের এমন ভুলের পর ধারাভাষ্যকার স্মিথ সমালোচনা করেছিলেন। স্মিথের মতে, আম্পায়ারিংয়ে এমন ভুল করে শুরুটা ভালো হতে পারে না। তবে ভুল সিদ্ধান্ত দিয়ে শুরুর পর ঘুরে দাঁড়ানোয় তৃপ্তি সৈকতের কণ্ঠে। আজকের পত্রিকাকে গতকাল তিনি বলেন, ‘প্রথম বলে প্রস্তুত হওয়ার আগেই ট্রাভিস হেডের মতো ডাক মেরেছি প্রথমটায়! তবে আম্পায়ারিংয়ে ঘুরে দাঁড়ানোটা গুরুত্বপূর্ণ। সেদিক থেকে ভালো লাগছে।’
সৈকত শুধু রিভিউয়ের হিসেবেই সবকিছু বিচার করতে নারাজ। বাংলাদেশের আম্পায়ার বলেন, ‘আরও তো আবেদন হয়েছে। সেগুলোও ধরতে হবে। শুধু রিভিউ দিয়েই কি সঠিক সিদ্ধান্তের হার পরিমাপ করা যায়? চার দিনে প্রায় ২০টি আবেদন হয়েছে।’
ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে সৈকতের সাফল্য
কখন রিভিউ করা দল সৈকতের সিদ্ধান্ত রিভিউয়ের ফল
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ওয়েস্ট ইন্ডিজ আউট নট আউট
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস অস্ট্রেলিয়া নট আউট নট আউট
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ওয়েস্ট ইন্ডিজ আউট আউট
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ওয়েস্ট ইন্ডিজ নট আউট নট আউট
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ওয়েস্ট ইন্ডিজ নট আউট নট আউট
জশ হ্যাজলউডকে বোল্ড করে শামার জোসেফ যেন দৌড়ালেন উসাইন বোল্টের মতো। পাশাপাশি ধারাভাষ্যকক্ষে ইয়ান স্মিথের চিৎকার, ব্রায়ান লারার কান্না—এসবেই বোঝা যায়, উইন্ডিজের জয় রূপকথার চেয়েও কোনো অংশে কম ছিল না। ৮ রানের জয়ে দীর্ঘ ২১ বছর পর টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার মাঠে ক্রিকেটের রাজকীয় সংস্করণে জয় এসেছে ২৭ বছর পর।
খেলোয়াড়দের মতো মাঠে থেকেই ওয়েস্ট ইন্ডিজের এমন রূপকথার জয়ের সাক্ষী হয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে সৈকত। উইন্ডিজের মতো তিনিও সফল। রিভিউর হিসেবে পাঁচবারের মধ্যে একবারই তিনি ব্যর্থ। সেখানে ভুলটা হয়েছে একেবারে প্রথমেই। গ্যাবায় গত বৃহস্পতিবার শুরু হয়েছিল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় ওভারের প্রথম বলে ক্রেগ ব্রাথওয়েটের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন জশ হ্যাজলউড। আম্পায়ার সৈকত তখন আউট ঘোষণা করলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন ব্রাথওয়েট। পরে দেখা যায়, ইনসাইড এজ হয়েছে। এরপর একই দিনে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে তাঁর সিদ্ধান্তের বিপক্ষে আরও দুইবার রিভিউ হয়েছে। সৈকতের সিদ্ধান্তের পক্ষেই রায় দিয়েছেন তৃতীয় আম্পায়ার। বাকি দুটি রিভিউ হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম, দ্বিতীয় দুই ইনিংসেই একটি করে।
শুরুতেই সৈকতের এমন ভুলের পর ধারাভাষ্যকার স্মিথ সমালোচনা করেছিলেন। স্মিথের মতে, আম্পায়ারিংয়ে এমন ভুল করে শুরুটা ভালো হতে পারে না। তবে ভুল সিদ্ধান্ত দিয়ে শুরুর পর ঘুরে দাঁড়ানোয় তৃপ্তি সৈকতের কণ্ঠে। আজকের পত্রিকাকে গতকাল তিনি বলেন, ‘প্রথম বলে প্রস্তুত হওয়ার আগেই ট্রাভিস হেডের মতো ডাক মেরেছি প্রথমটায়! তবে আম্পায়ারিংয়ে ঘুরে দাঁড়ানোটা গুরুত্বপূর্ণ। সেদিক থেকে ভালো লাগছে।’
সৈকত শুধু রিভিউয়ের হিসেবেই সবকিছু বিচার করতে নারাজ। বাংলাদেশের আম্পায়ার বলেন, ‘আরও তো আবেদন হয়েছে। সেগুলোও ধরতে হবে। শুধু রিভিউ দিয়েই কি সঠিক সিদ্ধান্তের হার পরিমাপ করা যায়? চার দিনে প্রায় ২০টি আবেদন হয়েছে।’
ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে সৈকতের সাফল্য
কখন রিভিউ করা দল সৈকতের সিদ্ধান্ত রিভিউয়ের ফল
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ওয়েস্ট ইন্ডিজ আউট নট আউট
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস অস্ট্রেলিয়া নট আউট নট আউট
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ওয়েস্ট ইন্ডিজ আউট আউট
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ওয়েস্ট ইন্ডিজ নট আউট নট আউট
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ওয়েস্ট ইন্ডিজ নট আউট নট আউট
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৯ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে