নিজস্ব প্রতিবেদক, দুবাই থেকে
এশিয়া কাপের মঞ্চে মাসুদুর রহমান মুকুল আগেও দুবার আম্পায়ারিং করেছেন। দুবাইয়েই যেমন ২০২২ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মতো বিগ ম্যাচে আম্পায়ারিং করেছেন। ছিলেন সেবার ফাইনালেও। গত তিন বছরে আম্পায়ারিংয়ে বাংলাদেশের একটা বিপ্লবই যেন ঘটে যাচ্ছে।
বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হয়েছেন। মুকুল-গাজী সোহেলের মতো বাংলাদেশের আম্পায়াররা নিয়মিত এশিয়া কাপে আম্পায়ারিং করছেন। বাংলাদেশের নারী আম্পায়ারিংও যে এগিয়ে যাচ্ছে, সেটির বার্তা মিলেছে সাথিরা জাকির জেসির ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাওয়ায়। কিন্তু মুকুলদের একটা আফসোস থেকে যাচ্ছিল, বাংলাদেশের আম্পায়ারিংয়ের উন্নতির এ সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স ঠিক সমান্তরালে এগোচ্ছিল না।
সেই আফসোস যেন কিছুটা ঘুচছে এই এশিয়া কাপে। পরশু সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে আশা জেগেছে বাংলাদেশের ফাইনাল খেলার। কাল হোটেল হিলটনে আজকের পত্রিকাকে মুকুল বলছিলেন, ‘বাংলাদেশি আম্পায়ারদের সবচেয়ে বড় দুঃখ একটাই, আমরা আমাদের ভাব-অনুভূতি প্রকাশ করতে পারি না। যেটা আপনারা, সাধারণ দর্শকেরা করতে পারেন। কিন্তু কাল (পরশু শ্রীলঙ্কার বিপক্ষে) যখন আমি খেলা দেখছিলাম প্রবাসী বাঙালি ভাইদের সঙ্গে, একবারও মনে হয়নি আমি এখানে আম্পায়ারিং করতে এসেছি। যেখানে আমি একজন আইসিসির প্যানেলের আম্পায়ার। আর দশটা বাঙালি ভাইবোনদের মতো যখন উইকেট পড়ছে, তখন কষ্ট পেয়েছি। যখন চার-ছক্কা মেরেছে, জিতেছে, তখন উল্লাস করেছি। আসলে দিন শেষে তো আমরা বাংলাদেশি।’
আম্পায়ার হিসেবে মুকুল সরাসরি বলতে পারেন না বাংলাদেশ ফাইনালে খেলবে। তবে তিনি মনে করেন ঠিক পথেই এগোচ্ছেন লিটনরা। বললেন, ‘অবশ্যই আছে (ফাইনালে খেলার সম্ভাবনা)। আমাদের বাংলাদেশ দলটা এখন ঠিক পথে চলছে। আমরা প্রথম ম্যাচটা জিতে একধাপ এগিয়ে আছি। এটা চালিয়ে যেতে হবে।’
ভারত-পাকিস্তানের একাধিক ম্যাচে বাংলাদেশের আম্পায়াররা অন ফিল্ড আম্পায়ারিং করেছেন। কাল দুবাইয়ে যেমন করেছেন গাজী সোহেল। তার আগে মুকুল শোনালেন দুই চির বৈরী দলের হাই ভোল্টেজ ম্যাচে আম্পায়ারিং করার অভিজ্ঞতা, ‘ক্রিকেটাররা যথেষ্ট শিক্ষিত। তারা মাঠে এমন কিছু করে না, যেটা আমাদের কাছে বিব্রতকর। নিয়ম মেনে যে কাজ করা দরকার, সেগুলোই তারা করে। আপিল করার অধিকার থেকে তারা আপিল করে। যেটাই করে, নিয়ম মেনে করে। আমার কাছে একবারও মনে হয়নি মাঠে কোনো ক্রিকেটার কিংবা কোনো ম্যাচ কর্মকর্তা অনৈতিক চাপ দিয়েছেন, যেটা ক্রিকেটের সঙ্গে যায় না। দুই দেশের একটা বৈরী অবস্থান। কথা হলো, আপনি নিজেকে কতটুকু প্রস্তুত রেখেছেন, কতটা চাপ নিতে পারছেন, আপনি কি ক্রিকেটের বাইরে এসব চিন্তা করছেন—এগুলো হলো ব্যাপার।’
২০২২ এশিয়া কাপের ফাইনালে আম্পায়ারিং করেছিলেন মুকুল। এবারও ফাইনালে তাঁর আম্পায়ারিংয়ের সুযোগ হবে? বাংলাদেশ উঠলে কিছুতেই নয়। দেশের জন্য মূল্যবান ‘চাওয়াটা (ফাইনালে আম্পায়ারিং)’ বিসর্জন দিতে কোনো আপত্তি নেই মুকুলের।
এশিয়া কাপের মঞ্চে মাসুদুর রহমান মুকুল আগেও দুবার আম্পায়ারিং করেছেন। দুবাইয়েই যেমন ২০২২ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মতো বিগ ম্যাচে আম্পায়ারিং করেছেন। ছিলেন সেবার ফাইনালেও। গত তিন বছরে আম্পায়ারিংয়ে বাংলাদেশের একটা বিপ্লবই যেন ঘটে যাচ্ছে।
বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হয়েছেন। মুকুল-গাজী সোহেলের মতো বাংলাদেশের আম্পায়াররা নিয়মিত এশিয়া কাপে আম্পায়ারিং করছেন। বাংলাদেশের নারী আম্পায়ারিংও যে এগিয়ে যাচ্ছে, সেটির বার্তা মিলেছে সাথিরা জাকির জেসির ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাওয়ায়। কিন্তু মুকুলদের একটা আফসোস থেকে যাচ্ছিল, বাংলাদেশের আম্পায়ারিংয়ের উন্নতির এ সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স ঠিক সমান্তরালে এগোচ্ছিল না।
সেই আফসোস যেন কিছুটা ঘুচছে এই এশিয়া কাপে। পরশু সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে আশা জেগেছে বাংলাদেশের ফাইনাল খেলার। কাল হোটেল হিলটনে আজকের পত্রিকাকে মুকুল বলছিলেন, ‘বাংলাদেশি আম্পায়ারদের সবচেয়ে বড় দুঃখ একটাই, আমরা আমাদের ভাব-অনুভূতি প্রকাশ করতে পারি না। যেটা আপনারা, সাধারণ দর্শকেরা করতে পারেন। কিন্তু কাল (পরশু শ্রীলঙ্কার বিপক্ষে) যখন আমি খেলা দেখছিলাম প্রবাসী বাঙালি ভাইদের সঙ্গে, একবারও মনে হয়নি আমি এখানে আম্পায়ারিং করতে এসেছি। যেখানে আমি একজন আইসিসির প্যানেলের আম্পায়ার। আর দশটা বাঙালি ভাইবোনদের মতো যখন উইকেট পড়ছে, তখন কষ্ট পেয়েছি। যখন চার-ছক্কা মেরেছে, জিতেছে, তখন উল্লাস করেছি। আসলে দিন শেষে তো আমরা বাংলাদেশি।’
আম্পায়ার হিসেবে মুকুল সরাসরি বলতে পারেন না বাংলাদেশ ফাইনালে খেলবে। তবে তিনি মনে করেন ঠিক পথেই এগোচ্ছেন লিটনরা। বললেন, ‘অবশ্যই আছে (ফাইনালে খেলার সম্ভাবনা)। আমাদের বাংলাদেশ দলটা এখন ঠিক পথে চলছে। আমরা প্রথম ম্যাচটা জিতে একধাপ এগিয়ে আছি। এটা চালিয়ে যেতে হবে।’
ভারত-পাকিস্তানের একাধিক ম্যাচে বাংলাদেশের আম্পায়াররা অন ফিল্ড আম্পায়ারিং করেছেন। কাল দুবাইয়ে যেমন করেছেন গাজী সোহেল। তার আগে মুকুল শোনালেন দুই চির বৈরী দলের হাই ভোল্টেজ ম্যাচে আম্পায়ারিং করার অভিজ্ঞতা, ‘ক্রিকেটাররা যথেষ্ট শিক্ষিত। তারা মাঠে এমন কিছু করে না, যেটা আমাদের কাছে বিব্রতকর। নিয়ম মেনে যে কাজ করা দরকার, সেগুলোই তারা করে। আপিল করার অধিকার থেকে তারা আপিল করে। যেটাই করে, নিয়ম মেনে করে। আমার কাছে একবারও মনে হয়নি মাঠে কোনো ক্রিকেটার কিংবা কোনো ম্যাচ কর্মকর্তা অনৈতিক চাপ দিয়েছেন, যেটা ক্রিকেটের সঙ্গে যায় না। দুই দেশের একটা বৈরী অবস্থান। কথা হলো, আপনি নিজেকে কতটুকু প্রস্তুত রেখেছেন, কতটা চাপ নিতে পারছেন, আপনি কি ক্রিকেটের বাইরে এসব চিন্তা করছেন—এগুলো হলো ব্যাপার।’
২০২২ এশিয়া কাপের ফাইনালে আম্পায়ারিং করেছিলেন মুকুল। এবারও ফাইনালে তাঁর আম্পায়ারিংয়ের সুযোগ হবে? বাংলাদেশ উঠলে কিছুতেই নয়। দেশের জন্য মূল্যবান ‘চাওয়াটা (ফাইনালে আম্পায়ারিং)’ বিসর্জন দিতে কোনো আপত্তি নেই মুকুলের।
ভারত–পাকিস্তান ম্যাচে উত্তেজনা থাকবে না সেটা যেন হতেই পারে না। অলিখিত এই নিয়মের ব্যতিক্রম কিছু হয়নি এশিয়া কাপের সুপার ফোরে দুই দলের মধ্যকার ম্যাচে। ম্যাচে বেশ কয়েকবার কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই দলের ক্রিকেটাররা। ঝগড়া থামাতে এগিয় এসেছেন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল।
২৯ মিনিট আগেনারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী সপ্তাহেই। হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় হবে আইসিসির এই ইভেন্ট। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই নিজের ভবিষ্যৎ চিন্তাভাবনা জানিয়ে দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ শেষে ছুটিতে যাওয়ার চিন্তা বাংলাদেশ অধিনায়কের।
১ ঘণ্টা আগে১৯৫৬ সাল থেকে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল দিয়ে আসছে ব্যালন ডি’অর পুরস্কার। প্যারিসে আজ রাতে ঘোষণা করা হবে নতুন ব্যালন ডি’অর জয়ীর নাম। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে এই অনুষ্ঠান। টিএনটি স্পোর্টস, লেকিপ ইউটিউব, ডিসকভারি প্লাস, প্যারামাউন্ট প্লাস, সিবিএস গোলাজো নেটওয়ার্ক—তারা সরাসরি সম্প্রচার করবে এ
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচের আগের জৌলুস এখন আর নেই। ভারতই এখন একতরফাভাবে জিতে যায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। কিন্তু মাঠের পারফরম্যান্স ছাপিয়ে অন্যান্য ঘটনায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে হয় আলোচনা-সমালোচনা।
৩ ঘণ্টা আগে