Ajker Patrika

জয়ের ধারায় ফিরতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৪: ৫১
জয়ের ধারায় ফিরতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

টানা চার ম্যাচ জয়ের পর হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। ভারত, অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সর্বশেষ দুই ম্যাচ হেরেছে কিউইরা। অন্যদিকে এক নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ ছাড়া সব ম্যাচ দাপটের সঙ্গে জিতেছে দক্ষিণ আফ্রিকা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ফিল্ডিং নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।

নিউজিল্যান্ড তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। লকি ফারগুসনের পরিবর্তে এসেছেন টিম সাউদি, যেখানে সাউদি এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন। সাউদির সঙ্গে পেস বোলিং আক্রমণে আছেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার জেমস নিশাম। একই সঙ্গে দুই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র আছেন।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। তাবরেইজ শামসির পরিবর্তে এসেছেন কাগিসো রাবাদা। রাবাদার সঙ্গে পেস বোলিং আক্রমণে আছেন লুঙ্গি এনগিদি ও জেরাল্ড কোয়েটজি। সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। বাঁহাতি স্পিনার কেশব মহারাজের সঙ্গে এইডেন মার্করাম আছেন স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে।

দক্ষিণ আফ্রিকার একাদশ:  
টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, জেরাল্ড কোয়েটজি। 

নিউজিল্যান্ডের একাদশ:  
টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, জেমস নিশাম, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত