Ajker Patrika

‘সেরা প্রস্তুতি না নিয়েই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ’

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ১৯
সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ছবি: আজকের পত্রিকা
সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ছবি: আজকের পত্রিকা

চিটাগং কিংস-ফরচুন বরিশাল ম্যাচ দিয়ে বিপিএল শেষ হয়েছে ৭ ফেব্রুয়ারি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে বাংলাদেশের ক্রিকেটারদের এখন ঝাঁপিয়ে পড়তে হবে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে। বিপিএল খেললেও তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের আইসিসির ইভেন্টের জন্য প্রস্তুতি ভালো হয়নি বলে মনে করেন ফিল সিমন্স।

চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হলেও বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এ বছরের ব্যস্ততা শুরু হবে এই টুর্নামেন্ট দিয়েই। আইসিসির ইভেন্ট সামনে রেখে মিরপুরে এরই মধ্যে শুরু হয়েছে রুদ্ধদ্বার অনুশীলন ক্যাম্প। ক্রিকেটারদের অনুশীলনের মাঝে আজ মিরপুরে সংবাদ সম্মেলন করেছেন সিমন্স।

২০ ওভারের ম্যাচ খেলে ৫০ ওভার ম্যাচের প্রস্তুতি পুরোপুরি হয় না, সিমন্স নিজেও মানেন এটা। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আমি আপনার সঙ্গে একমত যে এটি সেরা প্রস্তুতি নয়। তবে একটি বিষয় যোগ করব, তারা ক্রিকেট খেলেছে এবং সাদা বলের ক্রিকেট খেলেছে। যার অর্থ তাদের স্কিল ঠিকঠাক রয়েছে। আমার মনে হয়, আমাদের পরবর্তী ছয় বা সাত দিনে তাদের মনকে ৫০ ওভারের ক্রিকেটের জন্য প্রস্তুত করতে হবে। তাদের স্কিল তো ঠিকঠাকই আছে। আমরা তা পারফরম্যান্সে দেখেছি। এখন শুধু ৫০ ওভারের মানসিকতা তৈরি করাটাই গুরুত্বপূর্ণ।’

২০১৭-এর পর এবারই হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আট বছর আগের সেবার বাংলাদেশ খেলেছিল সেমিফাইনাল। অথচ এবার চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়ানডে সংস্করণে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। গত বছর তিনটি ওয়ানডে সিরিজ খেলে জিতেছে কেবল একটি। বাংলাদেশ এবার চ্যাম্পিয়নস ট্রফি জিততে পারবে কি না, এই প্রশ্নের উত্তরে সিমন্স বলেন, ‘আমি এখানে থাকতাম না যদি এটি বিশ্বাস না করতাম। আমি মনে করি, যখন আপনি একটি টুর্নামেন্টে যান, আপনি সর্বোত্তমভাবে চেষ্টা করেন এবং সেই দিনে সেরা খেলা খেলেন। আমি মনে করি, আমরা ক্যারিবিয়ানে অনেক অগ্রগতি করেছি, বিশেষ করে সফরের দিক থেকে, কারণ আমি জানি যে সাম্প্রতিক সফরগুলো কিছুটা শক্তিশালী ছিল না, কিন্তু আমি মনে করি, আমরা যদি আমাদের সেরাটা খেলি, তবে আমাদের একটি খুব ভালো সুযোগ থাকবে।’

তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশাল টানা দুই বার জিতল বিপিএল শিরোপা। ক্যারিয়ারের প্রথম বিপিএল শিরোপা শান্ত জিতেছেন এবারই। অথচ সদ্য শেষ হওয়া বিপিএলে ফরচুন বরিশালের ১৪ ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন কেবল ৫ ম্যাচ। যদিও এই শান্তর নেতৃত্বে কদিন পর চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে বাংলাদেশ। নিয়মিত অধিনায়কের প্রসঙ্গ আসতেই সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘একটি বিষয় আমি বলব যে, যখন সে খেলেনি বা ম্যাচের বাইরে ছিল, তখনো সে কঠোর পরিশ্রম করেছে। আসলে এখানে মানসিক মনোভাবটা ভালো থাকা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে সে অনেক পরিশ্রম করেছে। সে মানসিকভাবে ঠিকই আছে। আমি আশাবাদী যে সে তার পরিশ্রম চালিয়ে যাবে।’

শান্তর বরিশালের একাদশে সুযোগ না পাওয়ার কারণ হিসেবে তামিম ফর্ম ইস্যু এড়িয়ে গিয়েছিলেন ঠিকই। তবে শান্ত যে ৫ ম্যাচে সুযোগ পেয়েছেন, বলার মতো কিছু করতে পারেননি। ১১৯.১৪ স্ট্রাইকরেটে করেছিলেন ৫৬ রান। গড় ছিল ১১.২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত