Ajker Patrika

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৪: ১৪
ভারতের বিপক্ষে ফাইনালে ম্যাট হেনরির খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ছবি: এএফপি
ভারতের বিপক্ষে ফাইনালে ম্যাট হেনরির খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ছবি: এএফপি

আইসিসি ইভেন্টে ম্যাট হেনরি বনে যান ভারতের ‘যম’। নিউজিল্যান্ডের অন্যান্য বোলারের চেয়ে এই পেসারকে সামলাতে হিমশিম খায় ভারত। এবার যখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল দরজায় কড়া নাড়ছে, তখন তাঁকে নিয়ে দোটানায় পড়েছে কিউইরা।

দুবাইয়ে পরশু বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের আগেই কিউইদের দুশ্চিন্তা বাড়িয়েছে হেনরির চোট। ৪৮ ঘণ্টার মতো সময় যখন বাকি, এই মুহূর্তে তারকা পেসারকে নিয়ে কী করা হবে সেটা নিউজিল্যান্ড বুঝতে পারছে না। সাংবাদিকদের আজ নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমার ধারণা ইতিবাচক কিছু পাওয়া যাবে তাকে (হেনরি) নিয়ে এবং সে সেখানে (ফাইনালে) বোলিং করবে। আমরা তার ওপর স্ক্যান করে দেখছি এবং তাকে এই ম্যাচে খেলানোর জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করব। তবে এই পর্যায়ে তাকে নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।’

হেনরি চোট পেয়েছেন লাহোরে পরশু হওয়া নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনালে। সেই ম্যাচে ২৯তম ওভারের চতুর্থ বলে মিচেল স্যান্টনারকে তুলে মারতে যান হাইনরিখ ক্লাসেন। লং অন থেকে দৌড়ে এসে ক্যাচ ধরার পর কাঁধে মারাত্মক চোট পান হেনরি। কিউই পেসারের অভিব্যক্তিই তখন বলে দিচ্ছিল কতটা ব্যথা তিনি পেয়েছেন। হেনরির কাঁধের চোট নিয়ে স্টিড বলেন, ‘সে যেভাবে পড়েছে, তাতে তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা থাকাটাই স্বাভাবিক। আশা করি, সে সুস্থ হয়ে যাবে।’

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন হেনরি। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। দুবাইয়ে ২ মার্চ ভারতের বিপক্ষে কিউই পেসার ৪২ রানে নেন ৫ উইকেট। লাহোরে পরশু দ্বিতীয় সেমিফাইনালের পর হেনরির চোট নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার। কিউই অধিনায়ক তখন বলেছিলেন, ‘ম্যাট হেনরির কাঁধের কী অবস্থা, সেটা দেখছি। কাঁধে একটু বেশিই ব্যথা পেয়েছে। আমাদের আরও দুই দিন আছে। দেখি কী হয়।’

২০১৪ থেকে এখন পর্যন্ত ৯১ ওয়ানডেতে ১৬৫ উইকেট নিয়েছেন হেনরি। ভারতের বিপক্ষে ৪.৪৮ ইকোনমিতে নিয়েছেন ২১ উইকেট। এশিয়ার দলটির বিপক্ষে খেলেছেন ১১ ওয়ানডে। এর আগে ২০১৯ সালে ম্যানচেস্টারে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের মেরুদণ্ড বলতে গেলে তিনিই ভেঙে দিয়েছিলেন। ১০ ওভারে ৩৭ রান খরচ করে নেন ৩ উইকেট। রোহিত শর্মা, লোকেশ রাহুল, দিনেশ কার্তিক—এই তিন ব্যাটারকে দ্রুত ফিরিয়েছেন হেনরি। নিউজিল্যান্ড ১৮ রানে জিতে ফাইনালের টিকিট কেটেছিল। কিউই এই পেসার পেয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত