ক্রীড়া ডেস্ক
আইসিসি ইভেন্টে ম্যাট হেনরি বনে যান ভারতের ‘যম’। নিউজিল্যান্ডের অন্যান্য বোলারের চেয়ে এই পেসারকে সামলাতে হিমশিম খায় ভারত। এবার যখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল দরজায় কড়া নাড়ছে, তখন তাঁকে নিয়ে দোটানায় পড়েছে কিউইরা।
দুবাইয়ে পরশু বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের আগেই কিউইদের দুশ্চিন্তা বাড়িয়েছে হেনরির চোট। ৪৮ ঘণ্টার মতো সময় যখন বাকি, এই মুহূর্তে তারকা পেসারকে নিয়ে কী করা হবে সেটা নিউজিল্যান্ড বুঝতে পারছে না। সাংবাদিকদের আজ নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমার ধারণা ইতিবাচক কিছু পাওয়া যাবে তাকে (হেনরি) নিয়ে এবং সে সেখানে (ফাইনালে) বোলিং করবে। আমরা তার ওপর স্ক্যান করে দেখছি এবং তাকে এই ম্যাচে খেলানোর জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করব। তবে এই পর্যায়ে তাকে নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।’
হেনরি চোট পেয়েছেন লাহোরে পরশু হওয়া নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনালে। সেই ম্যাচে ২৯তম ওভারের চতুর্থ বলে মিচেল স্যান্টনারকে তুলে মারতে যান হাইনরিখ ক্লাসেন। লং অন থেকে দৌড়ে এসে ক্যাচ ধরার পর কাঁধে মারাত্মক চোট পান হেনরি। কিউই পেসারের অভিব্যক্তিই তখন বলে দিচ্ছিল কতটা ব্যথা তিনি পেয়েছেন। হেনরির কাঁধের চোট নিয়ে স্টিড বলেন, ‘সে যেভাবে পড়েছে, তাতে তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা থাকাটাই স্বাভাবিক। আশা করি, সে সুস্থ হয়ে যাবে।’
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন হেনরি। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। দুবাইয়ে ২ মার্চ ভারতের বিপক্ষে কিউই পেসার ৪২ রানে নেন ৫ উইকেট। লাহোরে পরশু দ্বিতীয় সেমিফাইনালের পর হেনরির চোট নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার। কিউই অধিনায়ক তখন বলেছিলেন, ‘ম্যাট হেনরির কাঁধের কী অবস্থা, সেটা দেখছি। কাঁধে একটু বেশিই ব্যথা পেয়েছে। আমাদের আরও দুই দিন আছে। দেখি কী হয়।’
২০১৪ থেকে এখন পর্যন্ত ৯১ ওয়ানডেতে ১৬৫ উইকেট নিয়েছেন হেনরি। ভারতের বিপক্ষে ৪.৪৮ ইকোনমিতে নিয়েছেন ২১ উইকেট। এশিয়ার দলটির বিপক্ষে খেলেছেন ১১ ওয়ানডে। এর আগে ২০১৯ সালে ম্যানচেস্টারে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের মেরুদণ্ড বলতে গেলে তিনিই ভেঙে দিয়েছিলেন। ১০ ওভারে ৩৭ রান খরচ করে নেন ৩ উইকেট। রোহিত শর্মা, লোকেশ রাহুল, দিনেশ কার্তিক—এই তিন ব্যাটারকে দ্রুত ফিরিয়েছেন হেনরি। নিউজিল্যান্ড ১৮ রানে জিতে ফাইনালের টিকিট কেটেছিল। কিউই এই পেসার পেয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
আরও খবর পড়ুন:
আইসিসি ইভেন্টে ম্যাট হেনরি বনে যান ভারতের ‘যম’। নিউজিল্যান্ডের অন্যান্য বোলারের চেয়ে এই পেসারকে সামলাতে হিমশিম খায় ভারত। এবার যখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল দরজায় কড়া নাড়ছে, তখন তাঁকে নিয়ে দোটানায় পড়েছে কিউইরা।
দুবাইয়ে পরশু বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের আগেই কিউইদের দুশ্চিন্তা বাড়িয়েছে হেনরির চোট। ৪৮ ঘণ্টার মতো সময় যখন বাকি, এই মুহূর্তে তারকা পেসারকে নিয়ে কী করা হবে সেটা নিউজিল্যান্ড বুঝতে পারছে না। সাংবাদিকদের আজ নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমার ধারণা ইতিবাচক কিছু পাওয়া যাবে তাকে (হেনরি) নিয়ে এবং সে সেখানে (ফাইনালে) বোলিং করবে। আমরা তার ওপর স্ক্যান করে দেখছি এবং তাকে এই ম্যাচে খেলানোর জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করব। তবে এই পর্যায়ে তাকে নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।’
হেনরি চোট পেয়েছেন লাহোরে পরশু হওয়া নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনালে। সেই ম্যাচে ২৯তম ওভারের চতুর্থ বলে মিচেল স্যান্টনারকে তুলে মারতে যান হাইনরিখ ক্লাসেন। লং অন থেকে দৌড়ে এসে ক্যাচ ধরার পর কাঁধে মারাত্মক চোট পান হেনরি। কিউই পেসারের অভিব্যক্তিই তখন বলে দিচ্ছিল কতটা ব্যথা তিনি পেয়েছেন। হেনরির কাঁধের চোট নিয়ে স্টিড বলেন, ‘সে যেভাবে পড়েছে, তাতে তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা থাকাটাই স্বাভাবিক। আশা করি, সে সুস্থ হয়ে যাবে।’
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন হেনরি। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। দুবাইয়ে ২ মার্চ ভারতের বিপক্ষে কিউই পেসার ৪২ রানে নেন ৫ উইকেট। লাহোরে পরশু দ্বিতীয় সেমিফাইনালের পর হেনরির চোট নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার। কিউই অধিনায়ক তখন বলেছিলেন, ‘ম্যাট হেনরির কাঁধের কী অবস্থা, সেটা দেখছি। কাঁধে একটু বেশিই ব্যথা পেয়েছে। আমাদের আরও দুই দিন আছে। দেখি কী হয়।’
২০১৪ থেকে এখন পর্যন্ত ৯১ ওয়ানডেতে ১৬৫ উইকেট নিয়েছেন হেনরি। ভারতের বিপক্ষে ৪.৪৮ ইকোনমিতে নিয়েছেন ২১ উইকেট। এশিয়ার দলটির বিপক্ষে খেলেছেন ১১ ওয়ানডে। এর আগে ২০১৯ সালে ম্যানচেস্টারে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের মেরুদণ্ড বলতে গেলে তিনিই ভেঙে দিয়েছিলেন। ১০ ওভারে ৩৭ রান খরচ করে নেন ৩ উইকেট। রোহিত শর্মা, লোকেশ রাহুল, দিনেশ কার্তিক—এই তিন ব্যাটারকে দ্রুত ফিরিয়েছেন হেনরি। নিউজিল্যান্ড ১৮ রানে জিতে ফাইনালের টিকিট কেটেছিল। কিউই এই পেসার পেয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
আরও খবর পড়ুন:
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
২৯ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে