ক্রীড়া ডেস্ক
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আজ মাঠে গড়িয়েছে দুটি ম্যাচ। দুটি ম্যাচেই দাপট দেখিয়েছে বৃষ্টি। প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো ম্যাচেই পুরো ৪০ ওভার খেলা হয়নি। দিনের প্রথম ম্যাচে ঢাকাকে ৫ উইকেটে হারায় চট্টগ্রাম। অপর ম্যাচে বৃষ্টি আইনে সিলেটকে ১১ রানে হারিয়েছে খুলনা।
বৃষ্টির দাপটের দিনে মাঠের খেলায় এদিন আলো কেড়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তার ঝড়ো ব্যাটিংয়েই হারের মুখ থেকে ফিরে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। সিলেটে বৃষ্টি বাধায় ঢাকা ও চট্টগ্রামের ম্যাচ ১৩ ওভারে নেমে আসে। কার্টেল ওভারের ম্যাচে আগে ব্যাট করে ১১৯ রান করে রাজধানীপাড়ার দলটি। লক্ষ্য তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারায় তারা।
সেখান থেকে ইরফান শুক্কুরকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে রাখেন ইয়াসির। শুক্কুর ফিরে গেলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটার। ২৭ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ১৯৬.৩০ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ৩ ছয়ের মারে। ইয়াসিরকে যোগ্য সঙ্গ দেওয়া শুক্কুর এনে দেন ৩০ রান। রিপন মন্ডলের শিকার হওয়ার আগে ১৫ বলে তিনটি ছয় মারেন এই উইকেটরক্ষক ব্যাটার। ঢাকার বোলারদের মধ্যে মাহফুজুর রাব্বি নেন ৩ উইকেট। ২ ওভারে তার খরচ ১১ রান। এর আগে ঢাকার হয়ে ২৭ বলে ৩২ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৭ বল খেলা জিসান আলমের অবদান ২১ রান। ১৩ বলে ২৩ রান করেন আরিফুল ইসলাম। ২১ রানে ৩ উইকেট নেন হাসান মুরাদ।
দ্বিতীয় ম্যাচে সিলেটের পুঁজি ছিল ১৩৬ রান। তাদের হয়ে খালিদ হাসান ৩১, অমিত হাসান ২৭, আসাদুল্লাহ আল গালিব ও সৈয়দ খালেদ আহমেদের ব্যাট থেকে আসে সমান ২৬ রান। ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট নেন পারভেজ রহমান জীবন। জবাবে ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে খুলনা ১০৩ রান করলে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। ততক্ষণে বৃষ্টি আইনে ম্যাচ নিজেদের পকেটে পুরেছে মোহাম্মদ মিঠুনের দল। ১৯ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন এনামুল হক বিজয়। ২২ বলে ৩১ রান এনে দেন ইমরানুজ্জামান। এছাড়া ২০০ স্ট্রাইকরেটে ২৪ রানের ইনিংস খেলেন সৌম্য সরকার।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আজ মাঠে গড়িয়েছে দুটি ম্যাচ। দুটি ম্যাচেই দাপট দেখিয়েছে বৃষ্টি। প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো ম্যাচেই পুরো ৪০ ওভার খেলা হয়নি। দিনের প্রথম ম্যাচে ঢাকাকে ৫ উইকেটে হারায় চট্টগ্রাম। অপর ম্যাচে বৃষ্টি আইনে সিলেটকে ১১ রানে হারিয়েছে খুলনা।
বৃষ্টির দাপটের দিনে মাঠের খেলায় এদিন আলো কেড়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তার ঝড়ো ব্যাটিংয়েই হারের মুখ থেকে ফিরে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। সিলেটে বৃষ্টি বাধায় ঢাকা ও চট্টগ্রামের ম্যাচ ১৩ ওভারে নেমে আসে। কার্টেল ওভারের ম্যাচে আগে ব্যাট করে ১১৯ রান করে রাজধানীপাড়ার দলটি। লক্ষ্য তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারায় তারা।
সেখান থেকে ইরফান শুক্কুরকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে রাখেন ইয়াসির। শুক্কুর ফিরে গেলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটার। ২৭ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ১৯৬.৩০ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ৩ ছয়ের মারে। ইয়াসিরকে যোগ্য সঙ্গ দেওয়া শুক্কুর এনে দেন ৩০ রান। রিপন মন্ডলের শিকার হওয়ার আগে ১৫ বলে তিনটি ছয় মারেন এই উইকেটরক্ষক ব্যাটার। ঢাকার বোলারদের মধ্যে মাহফুজুর রাব্বি নেন ৩ উইকেট। ২ ওভারে তার খরচ ১১ রান। এর আগে ঢাকার হয়ে ২৭ বলে ৩২ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৭ বল খেলা জিসান আলমের অবদান ২১ রান। ১৩ বলে ২৩ রান করেন আরিফুল ইসলাম। ২১ রানে ৩ উইকেট নেন হাসান মুরাদ।
দ্বিতীয় ম্যাচে সিলেটের পুঁজি ছিল ১৩৬ রান। তাদের হয়ে খালিদ হাসান ৩১, অমিত হাসান ২৭, আসাদুল্লাহ আল গালিব ও সৈয়দ খালেদ আহমেদের ব্যাট থেকে আসে সমান ২৬ রান। ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট নেন পারভেজ রহমান জীবন। জবাবে ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে খুলনা ১০৩ রান করলে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। ততক্ষণে বৃষ্টি আইনে ম্যাচ নিজেদের পকেটে পুরেছে মোহাম্মদ মিঠুনের দল। ১৯ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন এনামুল হক বিজয়। ২২ বলে ৩১ রান এনে দেন ইমরানুজ্জামান। এছাড়া ২০০ স্ট্রাইকরেটে ২৪ রানের ইনিংস খেলেন সৌম্য সরকার।
হান্সি ফ্লিকের অধীনে হাই লাইন ডিফেন্সে খেলছে বার্সেলোনা। যেটা চ্যাম্পিয়নস লিগের মতো ইউরোপ সেরার আসর থেকে কাতালানদের বিদায়ের কারণ হতে পারে বলে মনে করেন টনি ক্রুস। বিষয়টি নিয়ে স্প্যানিশ জায়ান্টদের সতর্ক করে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার।
১৮ মিনিট আগেইংল্যান্ড ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলে ফাহিমা খাতুন ফিরিয়ে দিলেন ইমা ল্যাম্বকে। তখন বাংলাদেশ শিবিরে কী উল্লাস। ৭৮ রানেই ইংলিশদের ৫ উইকেট গায়েব! জয়ের জন্য তখনো ইংল্যান্ডের দরকার ছিল ১০১ রান!
১ ঘণ্টা আগেদুটি টেস্ট এবং তিনটি টি–টোয়েন্টি খেলতে নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। আলাদা দুটি সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আইরিশদের সাদা পোশাকের দলে জায়গা হয়েছে ৫ অনভিষিক্ত ক্রিকেটারের।
১ ঘণ্টা আগেনির্বাচনের পর আজ শুরু হয়েছে বিসিবির নতুন পরিচালনা পরিষদের যাত্রা। নির্বাচনের পর কে কোন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পাচ্ছেন এটি নিয়েই ছিল যত কৌতূহল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই প্রতিটি কমিটির দায়িত্ব বণ্টন করেছেন। বড় চমক, কোনো কমিটিতেই জায়গা হয়নি বিসিবির সহসভাপতি ও সাবেক সভাপতি ফারুক...
২ ঘণ্টা আগে