সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্বপ্নের মতো কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টজুড়ে তাঁর ব্যাটে ছিল রানের ফোয়ারা। যে ধারাবাহিকতায় গতকাল মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে ফিফটি করেছেন তিনি। এই ম্যাচে শান্তর আউট হওয়াকেই সিলেটের পরাজয়ের কারণ মনে করছেন মাশরাফি বিন মর্তুজা।
গতকাল কুমিল্লার থেকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সিলেট। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শান্ত। ৪৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৪ রান করেছেন সিলেটের এই বাঁহাতি ওপেনার। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৫৬ বলে ৭৯ রানের জুটি গড়েন শান্ত। ১৩ তম ওভারের দ্বিতীয় বলে মইন আলির বলে বোল্ড হয়ে যান শান্ত। সিলেটের স্কোর দাঁড়ায় ১২.২ ওভারে ৩ উইকেটে ১০৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে সিলেট করে ৭ উইকেটে ১৭৫ রান। যেখানে শেষের দিকে রায়ান বার্ল, জর্জ লিন্ডে কেউই ভালো ব্যাটিং করতে পারেননি।
শান্ত আউট হয়ে যাওয়ায় শেষের দিকে সিলেটের রানের ঘাটতি হয়েছে বলে মনে করেন মাশরাফি। সংবাদ সম্মেলনে সিলেটের অধিনায়ক বলেন, ‘মিডলে শান্তর আউট হয়ে যাওয়াটা ক্ষতি হয়েছে। আরও ১০-১৫ রান বেশি হওয়ার সুযোগ ছিল। তাদের ডেথে নারাইন-মোস্তাফিজ বোলিং করেছে। জর্জ লিন্ডে আউট হয়ে গেছে। সেট ব্যাটার খেলতে পারলে রান আরও বেশি হতো।’
৪ ওভারে কুমিল্লার প্রয়োজন ছিল ৫২ রান। ১৭তম ওভার বোলিং করতে এসে ২৩ রান দেন রুবেল হোসেন। আর শেষের দিকে ৪ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয়ে শিরোপা জেতে কুমিল্লা। তার পরও রুবেলকে সিলেটের সেরা বোলার মনে করেন মাশরাফি। সিলেটের অধিনায়কের ভাষ্য, ‘সত্যি বলতে রুবেলই আমাদের ম্যাচে ফিরিয়েছিল। হ্যাঁ, ১৩ রান করে দরকার ছিল। সে সময় পরিকল্পনা বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ। তা করতে না পারলে হতেই পারে। এক ওভার এদিক-ওদিক হয়েছে।’
সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্বপ্নের মতো কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টজুড়ে তাঁর ব্যাটে ছিল রানের ফোয়ারা। যে ধারাবাহিকতায় গতকাল মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে ফিফটি করেছেন তিনি। এই ম্যাচে শান্তর আউট হওয়াকেই সিলেটের পরাজয়ের কারণ মনে করছেন মাশরাফি বিন মর্তুজা।
গতকাল কুমিল্লার থেকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সিলেট। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শান্ত। ৪৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৪ রান করেছেন সিলেটের এই বাঁহাতি ওপেনার। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৫৬ বলে ৭৯ রানের জুটি গড়েন শান্ত। ১৩ তম ওভারের দ্বিতীয় বলে মইন আলির বলে বোল্ড হয়ে যান শান্ত। সিলেটের স্কোর দাঁড়ায় ১২.২ ওভারে ৩ উইকেটে ১০৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে সিলেট করে ৭ উইকেটে ১৭৫ রান। যেখানে শেষের দিকে রায়ান বার্ল, জর্জ লিন্ডে কেউই ভালো ব্যাটিং করতে পারেননি।
শান্ত আউট হয়ে যাওয়ায় শেষের দিকে সিলেটের রানের ঘাটতি হয়েছে বলে মনে করেন মাশরাফি। সংবাদ সম্মেলনে সিলেটের অধিনায়ক বলেন, ‘মিডলে শান্তর আউট হয়ে যাওয়াটা ক্ষতি হয়েছে। আরও ১০-১৫ রান বেশি হওয়ার সুযোগ ছিল। তাদের ডেথে নারাইন-মোস্তাফিজ বোলিং করেছে। জর্জ লিন্ডে আউট হয়ে গেছে। সেট ব্যাটার খেলতে পারলে রান আরও বেশি হতো।’
৪ ওভারে কুমিল্লার প্রয়োজন ছিল ৫২ রান। ১৭তম ওভার বোলিং করতে এসে ২৩ রান দেন রুবেল হোসেন। আর শেষের দিকে ৪ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয়ে শিরোপা জেতে কুমিল্লা। তার পরও রুবেলকে সিলেটের সেরা বোলার মনে করেন মাশরাফি। সিলেটের অধিনায়কের ভাষ্য, ‘সত্যি বলতে রুবেলই আমাদের ম্যাচে ফিরিয়েছিল। হ্যাঁ, ১৩ রান করে দরকার ছিল। সে সময় পরিকল্পনা বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ। তা করতে না পারলে হতেই পারে। এক ওভার এদিক-ওদিক হয়েছে।’
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৩০ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
৪০ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
১ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে