Ajker Patrika

‘শান্তর উইকেটেই সিলেটের ক্ষতি হয়েছে’ 

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ২৬
‘শান্তর উইকেটেই সিলেটের ক্ষতি হয়েছে’ 

সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্বপ্নের মতো কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টজুড়ে তাঁর ব্যাটে ছিল রানের ফোয়ারা। যে ধারাবাহিকতায় গতকাল মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে ফিফটি করেছেন তিনি। এই ম্যাচে শান্তর আউট হওয়াকেই সিলেটের পরাজয়ের কারণ মনে করছেন মাশরাফি বিন মর্তুজা।

গতকাল কুমিল্লার থেকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সিলেট। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শান্ত। ৪৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৪ রান করেছেন সিলেটের এই বাঁহাতি ওপেনার। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৫৬ বলে ৭৯ রানের জুটি গড়েন শান্ত। ১৩ তম ওভারের দ্বিতীয় বলে মইন আলির বলে বোল্ড হয়ে যান শান্ত। সিলেটের স্কোর দাঁড়ায় ১২.২ ওভারে ৩ উইকেটে ১০৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে সিলেট করে ৭ উইকেটে ১৭৫ রান। যেখানে শেষের দিকে রায়ান বার্ল, জর্জ লিন্ডে কেউই ভালো ব্যাটিং করতে পারেননি।

শান্ত আউট হয়ে যাওয়ায় শেষের দিকে সিলেটের রানের ঘাটতি হয়েছে বলে মনে করেন মাশরাফি। সংবাদ সম্মেলনে সিলেটের অধিনায়ক বলেন, ‘মিডলে শান্তর আউট হয়ে যাওয়াটা ক্ষতি হয়েছে। আরও ১০-১৫ রান বেশি হওয়ার সুযোগ ছিল। তাদের ডেথে নারাইন-মোস্তাফিজ বোলিং করেছে। জর্জ লিন্ডে আউট হয়ে গেছে। সেট ব্যাটার খেলতে পারলে রান আরও বেশি হতো।’

৪ ওভারে কুমিল্লার প্রয়োজন ছিল ৫২ রান। ১৭তম ওভার বোলিং করতে এসে ২৩ রান দেন রুবেল হোসেন। আর শেষের দিকে ৪ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয়ে শিরোপা জেতে কুমিল্লা। তার পরও রুবেলকে সিলেটের সেরা বোলার মনে করেন মাশরাফি। সিলেটের অধিনায়কের ভাষ্য, ‘সত্যি বলতে রুবেলই আমাদের ম্যাচে ফিরিয়েছিল। হ্যাঁ, ১৩ রান করে দরকার ছিল। সে সময় পরিকল্পনা বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ। তা করতে না পারলে হতেই পারে। এক ওভার এদিক-ওদিক হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত