Ajker Patrika

ব্যাটিং অনুশীলনে সাকিব, প্রাণবন্ত তামিমও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাটিং অনুশীলনে সাকিব, প্রাণবন্ত তামিমও

মিরপুরে সবকিছুই যেন বেশ সিরিয়াস। গতকাল আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া টেস্ট জিতল বাংলাদেশ। দুর্দান্ত জয়ের স্বস্তি নিয়ে সময়ক্ষেপণ করতে চাইলেন না কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। গতকাল টেস্ট জয়ে দুই-তিন ঘণ্টা পরই ওয়ানডে দল ঘোষণা করেছিল বিসিবি। 

আজ সকালেই সাদা বলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা সবাই উপস্থিত হয়েছেন মিরপুরে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, কোচিং স্টাফদের নিয়ে একটি সভাও সেরে ফেলেছেন হাথুরু। পরে ওয়ানডে দল ও সাদা বলের ক্যাম্পের ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করেন তাঁরা। 

বৃষ্টির কারণে খেলোয়াড়েরা অনুশীলন করতে পারেননি স্বস্তিতে। তবে বৃষ্টি থামার কিছুক্ষণ পর, মিরপুর একাডেমি মাঠের দিকে ছুটলেন সংবাদকর্মীরা। যেখানে পাশাপাশি নেটে অনুশীলন করছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আর সেটাই যেন মিরপুরে দিনের সেরা দৃশ্য হয়ে উঠল। 

আঙুলের চোটে পড়ে নিজেদের মাঠে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে ছিলেন না সাকিব। গত বৃহস্পতিবার চোট কাটিয়ে দীর্ঘ ৩৪ দিন পর বোলিং অনুশীলন করেছিলেন তিনি। আজও একাডেমি মাঠে বোলিং দিয়ে শুরু করেছিলেন আর শেষ করলেন সাদামাটা ব্যাটিং অনুশীলন করে। 

 ৩৬ দিন পর সাকিব হাতে নিলেন ব্যাট, তবে মাথায় হেলমেট কিংবা প্যাড পরে নয়, এমনিই কিছুক্ষণ ব্যাট করলেন। বোঝার অপেক্ষা রইল না, ব্যাটিংয়ের জন্য যে, বিশ্বসেরা অলরাউন্ডার প্রস্তুত হয়ে উঠছেন। 

পাঁজরের চোটে পড়ে আফগানিস্তান টেস্ট খেলতে পারেননি তামিম। গত কদিনই ব্যাটিং অনুশীলন করেছেন ওয়ানডে অধিনায়ক। তবে সাকিবের পাশের নেটে আজ আরও প্রাণবন্ত তামিমকেই যেন দেখা গেল, যা সেরে ওঠার বার্তাও দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

আ.লীগের অপরাধীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত