বেঙ্গালুরু থেকে ইন্দোর—দূরত্ব প্রায় দেড় হাজার কিলোমিটার। বিমানে উড়াল দিলেও তো সময় লাগবে দেড় ঘণ্টার বেশি। বর্তমানে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যস্ত বিরাট কোহলি কী করে মধ্যপ্রদেশের ইন্দোরে মুম্বাই যেতে পারেন! কিন্তু ভারতীয় এই ক্রিকেটারকে ‘বিশেষ উপায়ে’ ইন্দোরে পাঠাল নিউজিল্যান্ড। এখানে জড়িয়ে আছে বাংলাদেশও।
‘বিশেষ উপায়’ বলতে তিক্ত এক স্মৃতির কথা নিউজিল্যান্ড মনে করিয়ে দিল কোহলিকে। বেঙ্গালুরুতে আজ চলছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ভারতের প্রথম ইনিংসের নবম ওভারের শেষ বলে উইল ও’রুর্কির হঠাৎ লাফিয়ে ওঠা বল কোনোরকমে ঠেকাতে চেয়েছেন কোহলি। গ্লাভসে লেগে বল উড়ে যেতে না যেতেই ক্ষিপ্রতার সঙ্গে লেগ গালিতে ক্যাচটি লুফে নেন গ্লেন ফিলিপস। মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারের স্মরণাপন্ন হলে অনেক যাচাই-বাছাই করে আউট ঘোষণা করা হয় কোহলিকে। তাতে টেস্টে এখন পর্যন্ত ১৫ ইনিংসে শূন্য রানে আউট হলেন ভারতীয় এই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে কোহলি ডাক মেরেছিলেন ২০১৯ সালে ইন্দোরে। ভারতীয় ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে তখন ফেলেছিলেন আবু জায়েদ রাহি।
টেস্টে সবশেষ ডাক কোহলি মেরেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০২১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কোহলিকে রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন এজাজ প্যাটেল। কোহলি তখন ছিলেন ভারতের টেস্ট অধিনায়ক।
ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট গতকাল শুরু হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কিন্তু বেরসিক বৃষ্টির বাগড়ায় প্রথম দিন একটা বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সবশেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন শুবমান গিল ও আকাশ দীপ। কারণ গিল শতভাগ ফিট না হওয়ায় কিউইদের বিপক্ষে এই টেস্টের একাদশে সুযোগ পাননি। ঘাড়ে ব্যথায় ভুগছেন তিনি। বেঙ্গালুরুতে তাঁদের (গিল, আকাশ) পরিবর্তে এসেছেন সরফরাজ খান ও কুলদীপ যাদব।
নিউজিল্যান্ডের আক্রমণাত্মক বোলিংয়ে ধুঁকছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকেরা ১২.৪ ওভারে ৩ উইকেটে ১৩ রান করেছে। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। কোহলি, সরফরাজ দুজনেই রানের খাতা খোলার আগে ড্রেসিংরুমের পথ ধরেছেন। রোহিত করেছেন ২ রান। ৮ ও ৩ রানে ব্যাটিং করছেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্ত। টিম সাউদি, ম্যাট হেনরি, রুর্কি-নিউজিল্যান্ডের এই তিন বোলার একটি করে উইকেট নিয়েছেন।
বেঙ্গালুরু থেকে ইন্দোর—দূরত্ব প্রায় দেড় হাজার কিলোমিটার। বিমানে উড়াল দিলেও তো সময় লাগবে দেড় ঘণ্টার বেশি। বর্তমানে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যস্ত বিরাট কোহলি কী করে মধ্যপ্রদেশের ইন্দোরে মুম্বাই যেতে পারেন! কিন্তু ভারতীয় এই ক্রিকেটারকে ‘বিশেষ উপায়ে’ ইন্দোরে পাঠাল নিউজিল্যান্ড। এখানে জড়িয়ে আছে বাংলাদেশও।
‘বিশেষ উপায়’ বলতে তিক্ত এক স্মৃতির কথা নিউজিল্যান্ড মনে করিয়ে দিল কোহলিকে। বেঙ্গালুরুতে আজ চলছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ভারতের প্রথম ইনিংসের নবম ওভারের শেষ বলে উইল ও’রুর্কির হঠাৎ লাফিয়ে ওঠা বল কোনোরকমে ঠেকাতে চেয়েছেন কোহলি। গ্লাভসে লেগে বল উড়ে যেতে না যেতেই ক্ষিপ্রতার সঙ্গে লেগ গালিতে ক্যাচটি লুফে নেন গ্লেন ফিলিপস। মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারের স্মরণাপন্ন হলে অনেক যাচাই-বাছাই করে আউট ঘোষণা করা হয় কোহলিকে। তাতে টেস্টে এখন পর্যন্ত ১৫ ইনিংসে শূন্য রানে আউট হলেন ভারতীয় এই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে কোহলি ডাক মেরেছিলেন ২০১৯ সালে ইন্দোরে। ভারতীয় ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে তখন ফেলেছিলেন আবু জায়েদ রাহি।
টেস্টে সবশেষ ডাক কোহলি মেরেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০২১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কোহলিকে রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন এজাজ প্যাটেল। কোহলি তখন ছিলেন ভারতের টেস্ট অধিনায়ক।
ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট গতকাল শুরু হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কিন্তু বেরসিক বৃষ্টির বাগড়ায় প্রথম দিন একটা বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সবশেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন শুবমান গিল ও আকাশ দীপ। কারণ গিল শতভাগ ফিট না হওয়ায় কিউইদের বিপক্ষে এই টেস্টের একাদশে সুযোগ পাননি। ঘাড়ে ব্যথায় ভুগছেন তিনি। বেঙ্গালুরুতে তাঁদের (গিল, আকাশ) পরিবর্তে এসেছেন সরফরাজ খান ও কুলদীপ যাদব।
নিউজিল্যান্ডের আক্রমণাত্মক বোলিংয়ে ধুঁকছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকেরা ১২.৪ ওভারে ৩ উইকেটে ১৩ রান করেছে। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। কোহলি, সরফরাজ দুজনেই রানের খাতা খোলার আগে ড্রেসিংরুমের পথ ধরেছেন। রোহিত করেছেন ২ রান। ৮ ও ৩ রানে ব্যাটিং করছেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্ত। টিম সাউদি, ম্যাট হেনরি, রুর্কি-নিউজিল্যান্ডের এই তিন বোলার একটি করে উইকেট নিয়েছেন।
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে