নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাদা পোশাকে শেষবার তাঁকে দেখা গেছে গত বছরের এপ্রিলে। অবশেষে লাল বলের ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। আগামীকাল শুরু হতে চলা ডারবান টেস্টে টেস্টে তাই আলাদভাবেই নজরে আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। পাদ প্রদীপে চলে এসেছেন উদ্বোধনী জুটিতে থাকা তাঁর সঙ্গীও।
তামিমের সঙ্গী নিয়ে গত কয়েক বছরে আলোচনা হয়েছে বিস্তর। কিন্তু যোগ্য সঙ্গী পাচ্ছেন না তিনি। ঘনঘন পরিবর্তন আসছে উদ্বোধনী জুটিতে। এবার দক্ষিণ আফ্রিকায় ইনিংস শুরুর জুটিতে তামিম এমন একজনকেই পাচ্ছেন, যার টেস্ট আঙিনায় পথচলা শুরু হয়েছে কয়েক মাস আগেই। তিনি মাহমুদুল হাসান জয়। আগামীকাল জয় ওপেন করলে তিনি হবেন তামিম ১১ তম উদ্বোধনী সঙ্গী।
তিন মাস আগে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ছিলেন ছিলেন না তামিম। তাঁর অনুপস্থিতিতে দুই টেস্টেই ইনিংস শুরুর জুটিতে দেখা গেছে দুই তরুণ ব্যাটার মাহমুদুল ও সাদমান ইসলাম। দ্বিতীয়জন ধুঁকছেন রানখরায়। শেষ ৮ ইনিংস মিলে তিনি করেন ৭১ রান। তাই তামিম ফেরায় সাদমানের একাদশে থাকা কঠিন করে দিচ্ছে।
আগামীকাল থেকে শুরু হওয়া ডারবান টেস্টে যে জয়ই তামিমের সঙ্গী হচ্ছেন এটা এক প্রকার অনুমিতই ছিল। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক সৌরভও জোর সম্ভাবনা দেখালেন। তিনি বলেছেন, ‘(উদ্বোধনী জুটিতে) তামিম ভাই আর জয় হওয়ার সম্ভাবনা বেশি।’
সাদা পোশাকে শেষবার তাঁকে দেখা গেছে গত বছরের এপ্রিলে। অবশেষে লাল বলের ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। আগামীকাল শুরু হতে চলা ডারবান টেস্টে টেস্টে তাই আলাদভাবেই নজরে আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। পাদ প্রদীপে চলে এসেছেন উদ্বোধনী জুটিতে থাকা তাঁর সঙ্গীও।
তামিমের সঙ্গী নিয়ে গত কয়েক বছরে আলোচনা হয়েছে বিস্তর। কিন্তু যোগ্য সঙ্গী পাচ্ছেন না তিনি। ঘনঘন পরিবর্তন আসছে উদ্বোধনী জুটিতে। এবার দক্ষিণ আফ্রিকায় ইনিংস শুরুর জুটিতে তামিম এমন একজনকেই পাচ্ছেন, যার টেস্ট আঙিনায় পথচলা শুরু হয়েছে কয়েক মাস আগেই। তিনি মাহমুদুল হাসান জয়। আগামীকাল জয় ওপেন করলে তিনি হবেন তামিম ১১ তম উদ্বোধনী সঙ্গী।
তিন মাস আগে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ছিলেন ছিলেন না তামিম। তাঁর অনুপস্থিতিতে দুই টেস্টেই ইনিংস শুরুর জুটিতে দেখা গেছে দুই তরুণ ব্যাটার মাহমুদুল ও সাদমান ইসলাম। দ্বিতীয়জন ধুঁকছেন রানখরায়। শেষ ৮ ইনিংস মিলে তিনি করেন ৭১ রান। তাই তামিম ফেরায় সাদমানের একাদশে থাকা কঠিন করে দিচ্ছে।
আগামীকাল থেকে শুরু হওয়া ডারবান টেস্টে যে জয়ই তামিমের সঙ্গী হচ্ছেন এটা এক প্রকার অনুমিতই ছিল। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক সৌরভও জোর সম্ভাবনা দেখালেন। তিনি বলেছেন, ‘(উদ্বোধনী জুটিতে) তামিম ভাই আর জয় হওয়ার সম্ভাবনা বেশি।’
২০১২, ২০১৬, ২০১৮—তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে পারেনি বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানদের সেই কান্নাভেজা মুহূর্ত এখনো বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা ভুলতে পারছেন না।
১৮ মিনিট আগেহকি এশিয়া কাপে বাংলাদেশের খেলাটা অনেকটাই নিশ্চিত ছিল। অবশেষে আজ এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। ২০২৫ হকি এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেএক দিন বিরতির পর আজ মাঠে নামছে পাকিস্তান শাহিনস। ডারউইনে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান শাহিনস-মেলবোর্ন রেনেগেডস একাডেমি ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিক পেলেন হুলিয়ান আলভারেজ। ডান পায়ে বাঁকানো এক শট নিলেন তিনি। এসপানিওলের ডিফেন্ডাররা তো বটেই। তাদের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। আলভারেজের বল জালে জড়াতেই উদযাপন শুরু আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের।
২ ঘণ্টা আগে