অনলাইন ডেস্ক
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট করছিলেন তিনি। তাঁর এই সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটে প্রথম ইনিংসে ৪০০ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ (৪০৫*)।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ৪০০ কিংবা তার বেশি রান তুলতে চাওয়ার কথা জানিয়েছিলেন মিকাইল লুইস। তাঁর কথা রেখেছেন সতীর্থরা।
অথচ ওয়েস্ট ইন্ডিজের রান ৪০০ ছাড়িয়ে যাবে, দ্বিতীয় দিনের শুরুটা দেখে ভাবা যায়নি। প্রথম তিন ওভারেই ২ উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। তাতে ২৬১ রানে ৭ উইকেট খুইয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজকে দেখে মনে হয়েছিল, টেনেটুনে হয়তো ৩০০ পর্যন্ত যেতে পারে। প্রথম দিনের ২৫০/৫ স্কোর নিয়ে দিন শুরু করা স্বাগতিকদের জোড়া আঘাতের পর টেনে নিয়ে যান জাস্টিন গ্রিভস। তাঁকে সঙ্গ দেন কেমার রোচ। অষ্টম উইকেটে তাঁরা ১৪০ রানের জুটি গড়লে ৪০০ ছাড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে এই উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। ফিফটির আশা জাগিয়েও ৪৭ রান করে আউট হয়েছেন রোচ। এটা তাঁর ক্যারিয়ার সেরা ইনিংসও। রোচকে ফিরিয়েছেন দিনের শুরুতেই স্বাগতিকদের জোড়া ধাক্কা দেওয়া হাসান মাহমুদ।
দিনের প্রথম ওভারেই ফিরিয়ে দেন জশুয়া দা সিলভাকে। হাসানের ভেতরে ঢোকা বল খেলতে গিয়ে ব্যর্থ হলে জোরালো আবেদন ওঠে এলবিডব্লুর। সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার। আর তাতে আগের দিনের ১৪ রান নিয়ে ব্যাটিং শুরু করা দা সিলভা এদিন কোনো রান যোগ না করেই ফিরে যান। এই উইকেট নিয়ে একটা রেকর্ডও গড়ে ফেলেন হাসান। আর সেটি হলো পেসার হিসেবে টেস্ট অভিষেকের বছরে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। ২০০৮ সালে অভিষেকের বছরে ২৩ উইকেট নিয়ে আগে এই রেকর্ডটি ছিল পেসার শাহাদাত হোসেনের। দা সিলভাকে ফিরিয়ে শাহাদাতকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে ২৪ উইকেটের নতুন রেকর্ড গড়েছেন পেসার হাসান মাহমুদ। নিজের পরের ওভারেই আলজারি জোসেফকে ফিরিয়ে সেটা নিয়ে যান ২৫-এ। তাঁকে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন গালিতে। জাকির হাসান দারুণ তৎপরতায় তালুবন্দী করেন আলজারিকে (৪)। আরও একবার উচ্ছ্বাসের ঢেউ বাংলাদেশ শিবিরে।
এর আগে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ৮৪ রানে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেট হারিয়ে ফেলার পরই ব্যাটিং দৃঢ়তা দেখান দুই ব্যাটার—মিকাইল লুইস ও আলিক আথানেজ। চতুর্থ উইকেট জুটিতে ২২১ বল খেলে ১৪০ রান তোলেন তাঁরা। লুইসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন বাংলাদেশের ১৪তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন লুইস। ২১৮ বলে খেলা তাঁর ইনিংসটিতে আছে ৯টি চার ও ১টি ছয়। অবশ্য দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার আশা লুইসের, ‘আমাদের আরও একটা ইনিংস বাকি। পরের ইনিংসেই রানের তিন অঙ্ক ছুঁয়ে ফেলব!’
শুধু লুইসই নন, আগের দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন আলিক আথানেজও। নড়বড়ে নব্বইয়ের শিকার হয়েছেন তিনিও। তাইজুলের প্রথম শিকার হওয়ার আগে করেন ৯০ রান। ১৩০ বলে খেলা তাঁর ইনিংসটি ১০টি চার ও ১টি ছয়ে সাজানো।
আগের দিন ২ উইকেট নিয়েছিলেন তাসকিন। গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট করছিলেন তিনি। তাঁর এই সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটে প্রথম ইনিংসে ৪০০ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ (৪০৫*)।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ৪০০ কিংবা তার বেশি রান তুলতে চাওয়ার কথা জানিয়েছিলেন মিকাইল লুইস। তাঁর কথা রেখেছেন সতীর্থরা।
অথচ ওয়েস্ট ইন্ডিজের রান ৪০০ ছাড়িয়ে যাবে, দ্বিতীয় দিনের শুরুটা দেখে ভাবা যায়নি। প্রথম তিন ওভারেই ২ উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। তাতে ২৬১ রানে ৭ উইকেট খুইয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজকে দেখে মনে হয়েছিল, টেনেটুনে হয়তো ৩০০ পর্যন্ত যেতে পারে। প্রথম দিনের ২৫০/৫ স্কোর নিয়ে দিন শুরু করা স্বাগতিকদের জোড়া আঘাতের পর টেনে নিয়ে যান জাস্টিন গ্রিভস। তাঁকে সঙ্গ দেন কেমার রোচ। অষ্টম উইকেটে তাঁরা ১৪০ রানের জুটি গড়লে ৪০০ ছাড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে এই উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। ফিফটির আশা জাগিয়েও ৪৭ রান করে আউট হয়েছেন রোচ। এটা তাঁর ক্যারিয়ার সেরা ইনিংসও। রোচকে ফিরিয়েছেন দিনের শুরুতেই স্বাগতিকদের জোড়া ধাক্কা দেওয়া হাসান মাহমুদ।
দিনের প্রথম ওভারেই ফিরিয়ে দেন জশুয়া দা সিলভাকে। হাসানের ভেতরে ঢোকা বল খেলতে গিয়ে ব্যর্থ হলে জোরালো আবেদন ওঠে এলবিডব্লুর। সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার। আর তাতে আগের দিনের ১৪ রান নিয়ে ব্যাটিং শুরু করা দা সিলভা এদিন কোনো রান যোগ না করেই ফিরে যান। এই উইকেট নিয়ে একটা রেকর্ডও গড়ে ফেলেন হাসান। আর সেটি হলো পেসার হিসেবে টেস্ট অভিষেকের বছরে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। ২০০৮ সালে অভিষেকের বছরে ২৩ উইকেট নিয়ে আগে এই রেকর্ডটি ছিল পেসার শাহাদাত হোসেনের। দা সিলভাকে ফিরিয়ে শাহাদাতকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে ২৪ উইকেটের নতুন রেকর্ড গড়েছেন পেসার হাসান মাহমুদ। নিজের পরের ওভারেই আলজারি জোসেফকে ফিরিয়ে সেটা নিয়ে যান ২৫-এ। তাঁকে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন গালিতে। জাকির হাসান দারুণ তৎপরতায় তালুবন্দী করেন আলজারিকে (৪)। আরও একবার উচ্ছ্বাসের ঢেউ বাংলাদেশ শিবিরে।
এর আগে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ৮৪ রানে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেট হারিয়ে ফেলার পরই ব্যাটিং দৃঢ়তা দেখান দুই ব্যাটার—মিকাইল লুইস ও আলিক আথানেজ। চতুর্থ উইকেট জুটিতে ২২১ বল খেলে ১৪০ রান তোলেন তাঁরা। লুইসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন বাংলাদেশের ১৪তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন লুইস। ২১৮ বলে খেলা তাঁর ইনিংসটিতে আছে ৯টি চার ও ১টি ছয়। অবশ্য দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার আশা লুইসের, ‘আমাদের আরও একটা ইনিংস বাকি। পরের ইনিংসেই রানের তিন অঙ্ক ছুঁয়ে ফেলব!’
শুধু লুইসই নন, আগের দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন আলিক আথানেজও। নড়বড়ে নব্বইয়ের শিকার হয়েছেন তিনিও। তাইজুলের প্রথম শিকার হওয়ার আগে করেন ৯০ রান। ১৩০ বলে খেলা তাঁর ইনিংসটি ১০টি চার ও ১টি ছয়ে সাজানো।
আগের দিন ২ উইকেট নিয়েছিলেন তাসকিন। গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৭ মিনিট আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
২০ মিনিট আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
২ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৩ ঘণ্টা আগে