Ajker Patrika

আম্পায়ারের বিরাট ভুল, ৫ বলে ওভার!

আম্পায়ারের বিরাট ভুল, ৫ বলে ওভার!

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলির ‘ফেক ফিল্ডিং’ নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে আম্পায়ারদের নিয়ে। সেই ঝড় থামার আগেই আবারও বড় ভুল করেছেন আম্পায়াররা। এবারের ভুলটা চমকে দেওয়ার মতো। অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে ৫ বলে ওভার দিয়েছেন আম্পায়াররা। সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা- সমালোচনা।

আজ অ্যাডিলেডে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় ঘটনাটি ঘটে। ইনিংসের চতুর্থ ওভারটি করেছিলেন আফগান পেসার নাভিন-উল-হক। ওভারের প্রথম ও দ্বিতীয় বলে আসে ১ রান করে। তৃতীয় বলে চার মারেন মিচেল মার্শ। নাভিনের চতুর্থ বলে ৩ রান নিয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে স্ট্রাইক বদল করেন তিনি। পঞ্চম বলে কোনো রান নিতে পারেননি ওয়ার্নার। আর এই ডট বলের সঙ্গেই আম্পায়ার ওভারের সমাপ্তি ঘোষণা করেন।

অস্ট্রেলিয়া-আফগানিস্তানের ম্যাচটিতে ফিল্ড আম্পায়ার ছিলেন পাকিস্তানের আলিম দার ও জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে। ৫ বলের ওভারের সময় স্ট্রাইকে ছিলেন ল্যাংটন রুসেরে। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ভুল বিরল। এর আগে ২০১২ সালে ভারত-শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচে এমন ঘটনা ঘটেছিল। সে ম্যাচে ওভারটি করেছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। ২৩৭ রান তাড়া করেত নেমে ভারত ম্যাচটি টাই করেছিল। এবার রুসেরের এমন ভুল নিয়ে এখন সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা।

ভারত সেদিন জিততে না পারলেও আজ জিতেছে অস্ট্রেলিয়া। ১ বল কম খেলা অস্ট্রলিয়া জিতেছে ৪ রানে। এ জয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগটা বাঁচিয়ে রেখেছেন অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত