বিশ্বকাপে সময় বড্ড খারাপ যাচ্ছে পাকিস্তানের। শুরুটা টানা ২ জয় দিয়ে করলেও পরে টানা ৪ ম্যাচ হেরে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পথে। দলের মতোই মলিন পারফরম্যান্স বাবর আজমেরও।
বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে থাকা বাবর ৬ ম্যাচে করেছেন ২০৭ রান। তাঁর সহজাত ব্যাটিং পারফরম্যান্স না হওয়ায় সমালোচনা শুনতে হচ্ছে তাঁকে। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফের সঙ্গেও সময়টা ভালো যাচ্ছে না তাঁর। বিশ্বকাপে দল খারাপ খেলায় বাবরদের সঙ্গে নাকি জাকা আশরাফ যোগাযোগ করছেন না।
এমন খবর ফাঁস করেছেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটারের এমন মন্তব্যের পর সমালোচনা উঠলে তার জবাব দেন জাকা আশরাফ। আর এই জবাব দিতে গিয়েই বাবরের গোপন চ্যাট ফাঁস করেছেন তিনি, যা আবার টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
লতিফের অভিযোগ ভুল প্রমাণ করার উদ্দেশে সম্প্রতি স্থানীয় এক টেলিভিশনকে সাক্ষাৎকার দেন আশরাফ। সাক্ষাৎকার দেওয়ার সময় পিসিবি সভাপতি বলেছেন, ‘সে (লতিফ) বলেছে যে আমি বাবরের কল ধরিনি। সত্যি হচ্ছে বাবর আমাকে কখনো কল দেয়নি। আশা করা হচ্ছে অধিনায়কের সঙ্গে কথা বলবেন চিফ অপারেটিং অফিসার বা আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক।’
সেই সাক্ষাৎকারেই বাবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা শেয়ার করেন আশরাফ। টিভি চ্যানেলের হোস্টকে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়ে নিজের দাবিকে প্রমাণ করার চেষ্টা করেন। স্ক্রিনশটে দেখা যায় আশরাফ যা বলেছেন তা সত্য। বাবর তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
বাবরের কথোপকথনের স্ক্রিনশটটি হচ্ছে পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের। পাকিস্তানের অধিনায়কের কাছে নাসির জানতে চেয়েছিলেন, ‘বাবর, টিভি এবং সামাজিক মাধ্যমে এমন খবরও প্রচারিত হচ্ছে যে সভাপতিকে তুমি ফোন করার পরও নাকি কোনো উত্তর পাচ্ছ না। আসলে কি তাঁকে সম্প্রতি ফোন করেছ? এর জবাবে বাবর বলেছেন, ‘সালাম সালমান ভাই, স্যারকে আমি কোনো ফোন করিনি।’
লতিফের কথা ভুল প্রমাণ হলেও বাবরের ব্যক্তিগত চ্যাট কীভাবে জনসমক্ষে প্রকাশ করা যায় তা নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে। যখন স্ক্রিনশটটি লাইভ অনুষ্ঠানে প্রচার করা হয় তখন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলী জানতে চেয়েছিলেন বাবর বার্তাটি সম্প্রচার করার অনুমতি দিয়েছিল কি না। হোস্ট ওয়াসিম বাদামি উত্তর দিতে পারেননি। তবে সমালোচনা বাড়তে থাকায় এক ভিডিওতে নিজের বক্তব্য পরিষ্কার করেছেন তিনি।
সামাজিকমাধ্যমে দেওয়া এক ভিডিওতে বাদামি বলেছেন, ‘তারাও এটি প্রচার করবে কি না দ্বিধাগ্রস্ত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এটি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু পিসিবিপ্রধান তাদের এটি প্রচার করার অনুমতি দিয়েছেন। তবে চ্যাট দেখানো যে ভুল ছিল তা স্বীকার করছি এবং এই ত্রুটির জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।’
বিশ্বকাপে সময় বড্ড খারাপ যাচ্ছে পাকিস্তানের। শুরুটা টানা ২ জয় দিয়ে করলেও পরে টানা ৪ ম্যাচ হেরে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পথে। দলের মতোই মলিন পারফরম্যান্স বাবর আজমেরও।
বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে থাকা বাবর ৬ ম্যাচে করেছেন ২০৭ রান। তাঁর সহজাত ব্যাটিং পারফরম্যান্স না হওয়ায় সমালোচনা শুনতে হচ্ছে তাঁকে। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফের সঙ্গেও সময়টা ভালো যাচ্ছে না তাঁর। বিশ্বকাপে দল খারাপ খেলায় বাবরদের সঙ্গে নাকি জাকা আশরাফ যোগাযোগ করছেন না।
এমন খবর ফাঁস করেছেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটারের এমন মন্তব্যের পর সমালোচনা উঠলে তার জবাব দেন জাকা আশরাফ। আর এই জবাব দিতে গিয়েই বাবরের গোপন চ্যাট ফাঁস করেছেন তিনি, যা আবার টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
লতিফের অভিযোগ ভুল প্রমাণ করার উদ্দেশে সম্প্রতি স্থানীয় এক টেলিভিশনকে সাক্ষাৎকার দেন আশরাফ। সাক্ষাৎকার দেওয়ার সময় পিসিবি সভাপতি বলেছেন, ‘সে (লতিফ) বলেছে যে আমি বাবরের কল ধরিনি। সত্যি হচ্ছে বাবর আমাকে কখনো কল দেয়নি। আশা করা হচ্ছে অধিনায়কের সঙ্গে কথা বলবেন চিফ অপারেটিং অফিসার বা আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক।’
সেই সাক্ষাৎকারেই বাবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা শেয়ার করেন আশরাফ। টিভি চ্যানেলের হোস্টকে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়ে নিজের দাবিকে প্রমাণ করার চেষ্টা করেন। স্ক্রিনশটে দেখা যায় আশরাফ যা বলেছেন তা সত্য। বাবর তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
বাবরের কথোপকথনের স্ক্রিনশটটি হচ্ছে পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের। পাকিস্তানের অধিনায়কের কাছে নাসির জানতে চেয়েছিলেন, ‘বাবর, টিভি এবং সামাজিক মাধ্যমে এমন খবরও প্রচারিত হচ্ছে যে সভাপতিকে তুমি ফোন করার পরও নাকি কোনো উত্তর পাচ্ছ না। আসলে কি তাঁকে সম্প্রতি ফোন করেছ? এর জবাবে বাবর বলেছেন, ‘সালাম সালমান ভাই, স্যারকে আমি কোনো ফোন করিনি।’
লতিফের কথা ভুল প্রমাণ হলেও বাবরের ব্যক্তিগত চ্যাট কীভাবে জনসমক্ষে প্রকাশ করা যায় তা নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে। যখন স্ক্রিনশটটি লাইভ অনুষ্ঠানে প্রচার করা হয় তখন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলী জানতে চেয়েছিলেন বাবর বার্তাটি সম্প্রচার করার অনুমতি দিয়েছিল কি না। হোস্ট ওয়াসিম বাদামি উত্তর দিতে পারেননি। তবে সমালোচনা বাড়তে থাকায় এক ভিডিওতে নিজের বক্তব্য পরিষ্কার করেছেন তিনি।
সামাজিকমাধ্যমে দেওয়া এক ভিডিওতে বাদামি বলেছেন, ‘তারাও এটি প্রচার করবে কি না দ্বিধাগ্রস্ত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এটি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু পিসিবিপ্রধান তাদের এটি প্রচার করার অনুমতি দিয়েছেন। তবে চ্যাট দেখানো যে ভুল ছিল তা স্বীকার করছি এবং এই ত্রুটির জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।’
প্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
১ ঘণ্টা আগে‘প্রিয়’ সংস্করণ ওয়ানডে হলেও গত কয়েক বছরে সেভাবে আশানুরূপ পারফরম্যান্স নেই বাংলাদেশের। আইসিসি ইভেন্ট তো বটেই, দ্বিপক্ষীয় সিরিজেও নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিমরা উপহার দিয়েছেন একরাশ হতাশা। হতশ্রী পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। বাংলাদেশের অবনতি হলেও উন্নতি হয়েছে আফগানিস্তানের
২ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চূড়ান্ত দলে প্রবাসী ফুটবলার জায়গা পাবেন, তা অনুমিত ছিল। তবে বাদ পড়েছেন আরেক প্রবাসী ফুটবলার এলমান মতিন। টিকে গেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাদ আফতাব ও ইতালিপ্রবাসী আব্দুল কাদির।
৩ ঘণ্টা আগে