Ajker Patrika

রিকেলটনের ডাবল সেঞ্চুরিতে ছুটছে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    
টেস্ট ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন রায়ান রিকেলটন। ছবি: এএফপি
টেস্ট ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন রায়ান রিকেলটন। ছবি: এএফপি

প্রথম দিনের শতককে আজ ডাবল সেঞ্চুরিতে পরিণত করলেন রায়ান রিকেলটন। রিকেলটনের ডাবল সেঞ্চুরি, টেম্বা বাভুমার সেঞ্চুরির পর কাইল ভেরেইনাও ছুটছেন সেঞ্চুরির দিকে। কেপটাউন টেস্টে রীতিমতো রানে ফুলকি ছোটাচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪২৯ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকেরা।

রিকেলটন ২৯৫ বলে ২১৩ রান ও ভেরেইনা ৭৪ রানে অপরাজিত আছেন। ভেরেইনা অবশ্য ব্যাটিং করছেন ওয়ানডের মতো করেই। ৮৮ বল থেকে তুলেছেন ৭৪ রান। মেরেছেন ৪টি ছক্কা ও ৮টি চার। আগের দিন ৪ উইকেটে ৩১৬ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। আজ মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ১ উইকেট নিতে পেরেছেন পাকিস্তানের বোলাররা।

মোহাম্মদ আব্বাসের বলে দিনের শুরুতেই ৫ রানে ফেরেন ডেভিড বেডিংহাম। ষষ্ঠ উইকেটে ভেরেইনাকে নিয়ে ১০৬ রানের আরেকটি অবিচ্ছিন্ন জুটি গড়েছেন রিকেলটন। শুরুটা অবশ্য ভালো ছিল না তাদের। দলীয় ৭২ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। চতুর্থ উইকেটে রিকেলটন ও বাভুমার দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। ২৩৫ রানের অসাধারণ এক জুটি গড়েন দুজনে।

প্রথম সকালেই তবে দুঃসংবাদ পায় পাকিস্তান। চোট পেয়ে চিটকে গেছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। ফিল্ডিংয়ের সময় ডান পায়ের অ্যাঙ্কেল মচকে যায় তাঁর। স্ক্যানের পর আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সাইমকে। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির আগ মুহূর্তে ফিরতে পারেন সাইম। শেষ পর্যন্ত ফিট হয়ে দলে থাকতে পারবেন কি না, সেটা নিয়ে শঙ্কা থাকছেই।

দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ২ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত