Ajker Patrika

সবকিছু তো কোচরা বলে দেবে না, মিরাজদের সালাহউদ্দিন

বাংলাদেশের ব্যাটারদের আরও উন্নতি করতে হবে বলে মনে করেন মোহাম্মদ সালাহউদ্দিন। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশের ব্যাটারদের আরও উন্নতি করতে হবে বলে মনে করেন মোহাম্মদ সালাহউদ্দিন। ছবি: আজকের পত্রিকা

পরাজয়ের স্বাদ কেমন হয়, সেটা বাংলাদেশ ভুলতেই বসেছিল। দীর্ঘ ৬ বছর পর সেটা পরশু রাতে সেন্ট কিটসে টের পেল বাংলাদেশ। টানা ১১ ওয়ানডে জয়ের পর বাংলাদেশ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। এই হারে এখন সিরিজে টিকে থাকাই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে বাংলাদেশের জন্য।

সিরিজের প্রথম ওয়ানডেতে পরশু ২৯৪ রান করলেও সেটা বাংলাদেশের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ওয়েস্ট ইন্ডিজ ৩০০ ছুঁইছুঁই স্কোর তাড়া করে জিতেছে ১৪ বল হাতে রেখে। সেন্ট কিটসে আজ দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ।

৫ উইকেটে প্রথম ওয়ানডে হারের পর বাংলাদেশ আজ নামবে সিরিজ বাঁচানোর লড়াইয়ে। ম্যাচের আগে ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে দীর্ঘক্ষণ কাজ করেছেন মোহাম্মদ সালাহউদ্দিন। নেটে শিষ্যদের ব্যাটিং টেকনিক শেখাতে ব্যস্ত দেখা গেছে বাংলাদেশের ব্যাটিং কোচকে।

ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিলেও অর্ধেকের বেশি ডট বল খেলেছে। দ্বিতীয় ওয়ানডের আগে সেন্ট কিটসে সাংবাদিকদের সালাহউদ্দিন বলেন, ‘সবকিছু তো কোচরা বলে দেবে না। উইকেট খারাপ হলে কীভাবে ব্যাটিং করবে, সেটা তো বাইরে থেকে বলে দেওয়া যায় না। সে তখন সিদ্ধান্ত নেবে কীভাবে খেলতে হবে। এই উইকেটে কত রান করা উচিত। এই জিনিসগুলো যদি আরেকটু উন্নতি করতে পারে, তাহলে অনেক ভালো খেলোয়াড় হবে।’

প্রথম ওয়ানডেতে ৪০ ওভারে ৫ উইকেটে ২১০ রান ছিল বাংলাদেশের স্কোর। সেখান থেকে শেষ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৪ রান করেছে মেহেদী হাসান মিরাজের দল। জাকের আলী অনিক ও মাহমুদউল্লাহ রিয়াদ ঝড় তুলেছেন উইন্ডিজ বোলারদের ওপর। তবে শেষের দিকে কয়েকটা ওভারে ৬ রানও আসেনি সফরকারীদের। ডেথ ওভারে বাংলাদেশের ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন বলে মনে করেন সালাহউদ্দিন। বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন,‘যে পরিকল্পনায় এগোতে চেয়েছিলাম, সে অনুযায়ী কাল ছেলেরা ভালো ব্যাটিং করেছে। হয়তো আমাদের ২০ রান কম ছিল এই উইকেটের জন্য। আমাদের শেষের দিকে এক-দুইটা ওভারে হয়তো এক-দুই রান করে করেছি। সেই দুইটা ওভার যদি কাজে লাগাতে পারতাম, তাহলে হয়তো ২০ রান বেশি করতে পারতাম।’

বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ৭৪ রান এসেছিল অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। ফিফটি করেছেন তানজিদ হাসান তামিম (৬০) ও মাহমুদউল্লাহ রিয়াদও (৫০*)। তবে মিরাজ-তানজিদদের সুযোগ ছিল ইনিংসটা বড় করার। যদি যেকোনো একজন সেঞ্চুরি করতে পারতেন, তাহলে দলীয় স্কোর ৩০০ ছাড়িয়ে অনেক দূর চলে যেত। শিষ্যদের ইনিংস বড় করার তাগিদ দিলেন সালাহউদ্দিন,‘আরেকটা জিনিস, যারা হয়তো ৬০ রান করেছে, ৪০ রান করেছে, সেটা যদি লম্বা হতো, তাহলে শেষের দিকে ব্যাটাররা ভালোমতো ফিনিশিং করতে পারত। এই জায়গায় যদি উন্নতি করতে পারি, তাহলে দলের জন্য হয়তো ভালো হবে। ছোট ছোট যে ভুলগুলো করেছে, সেগুলো তো সরাসরি বলতেও পারব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত