Ajker Patrika

সাকিবের ফেরার টেস্টে অভিষেক হাসানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১০: ৪৪
সাকিবের ফেরার টেস্টে অভিষেক হাসানের

সিলেট টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ। সাকিব আল হাসানকে ফিরে পেয়ে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ানোর কথাও জানিয়েছেন এই টেস্টে চণ্ডিকা হাথুরুসিংহের বদলে প্রধান কোচের দায়িত্ব পাওয়া সহকারী কোচ নিক পোথাস। 

সেই লক্ষ্যে খেলতে নামার আগে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। টস ভাগ্যে জয়ী হয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। প্রায় এক বছর টেস্টে খেলতে নামবেন সাকিব। সর্বশেষে গত বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে খেলেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। 

সাকিবের প্রত্যাবর্তনের ম্যাচে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ হলেও প্রথমবারে মতো আদি সংস্করণে খেলতে নামবেন এই পেসার। অভিষেক টেস্টে নিশ্চয়ই দুর্দান্ত কিছু করে রাঙাতে চাইবেন। আর তাঁর দুর্দান্ত কিছু মানে বাংলাদেশের জন্য মঙ্গলের। এখন দেখার বিষয়, চট্টগ্রাম টেস্টে দুইয়ে দুইয়ে চার করতে পারেন কিনা হাসান। 

সাকিব-হাসান ফেরায় সিলেট টেস্টে খেলা নাহিদ রানা ও শরীফুল ইসলাম এই টেস্ট থেকে বাদ পড়েছেন। প্রথম টেস্টে সিলেটে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল। 

বাংলাদেশ দল: 

মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা দল:

দিমুথ কারুনারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়া, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত