Ajker Patrika

বিপিএলের পারিশ্রমিক সমস্যার সমাধানে নতুন ঘোষণা বিসিবির

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৫৩
পারিশ্রমিক ইস্যুতে বারবার শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। ছবি: দুর্বার রাজশাহী
পারিশ্রমিক ইস্যুতে বারবার শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। ছবি: দুর্বার রাজশাহী

তুমুল প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা, রোমাঞ্চ—দারুণ এক ফাইনাল দিয়েই শেষ হলো ২০২৫ বিপিএল। কিন্তু এই ‘শেষ ভালো’টা বাদ দিলে এবারের বিপিএল বিতর্কে ভরা। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বহির্বিশ্বে গেছে নেতিবাচক বার্তাও। ক্ষুণ্ন হয়েছে বিপিএলের ভাবমূর্তি।

এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ পর্যন্ত সব দায়দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। ভবিষ্যতে বিপিএলের ড্রাফটে থাকা খেলোয়াড়দের চুক্তি ও ম্যাচ ফির অর্থ সময়মতো পরিশোধ এবং ক্রিকেটারদের স্বার্থ রক্ষার সব দায়িত্ব নিচ্ছে বলে জানিয়েছে বিসিবি।

গতকাল হয়েছে ১১ তম বিপিএলের ফাইনাল। চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এই ফাইনালের পরদিন বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটারের স্বার্থে তিন ধরনের উদ্যোগের কথা জানিয়েছে। প্রথমত, বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের সরাসরি ব্যবস্থাপনা। যার আওতায় বিপিএল ড্রাফটে থাকা খেলোয়াড়দের চুক্তি ও ম্যাচ ফির অর্থ স্বচ্ছভাবে ও সময়মতো পরিশোধের দায়িত্ব নেবে। দ্বিতীয়ত, সার্বিক লজিস্টিক্যাল সহযোগিতা করা; বিপিএল শেষে বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছানোর জন্য লজিস্টিক্যাল ব্যবস্থা তত্ত্বাবধান করবে বিসিবি। তৃতীয়ত, বিসিবি বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে যাতে কঠোর আর্থিক নীতি প্রতিষ্ঠিত হয়, যা খেলোয়াড়দের স্বার্থ সংরক্ষণ করবে এবং অর্থ প্রদানের প্রক্রিয়া সহজতর করবে।

এমন পদক্ষেপ পরবর্তীতে বিপিএল সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করবে বলে মনে করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুক বলেন, ‘এমন পদক্ষেপ বিপিএলে স্বচ্ছতা ধরে রাখতে এবং স্থানীয়, আন্তর্জাতিক সব ক্রিকেটারদের পেশাদার অভিজ্ঞতা দেওয়ার ব্যাপারে বিসিবির প্রতিশ্রুতিরই পরিচায়ক। বিপিএলের আর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ করবে বোর্ড।’

দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক, অনুশীলন বর্জন, বারবার চেক বাউন্সসহ একাধিক অভিযোগ উঠেছে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে। এমনকি ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়ার ঘটনাও ঘটেছে। চিটাগং কিংসেরও পারিশ্রমিক বিতর্কের কথা শোনা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত