Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ভারতের একই দল 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ১৮
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ভারতের একই দল 

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। সেই টেস্ট শেষ হতে না হতেই ভারত সিরিজের দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে। কানপুরে হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন নেই ভারতীয় দলে। 

সিরিজের দ্বিতীয় টেস্ট সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সেই টেস্টেও যথারীতি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং লাইনআপে রোহিত-বিরাট কোহলির পাশাপাশি আছেন লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, শুবমান গিলরা। ১৬ সদস্যের দলে আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুয়েল ও ঋষভ পন্ত। 

রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল—আছেন এই তিন স্পিন বোলিং অলরাউন্ডার। তাঁদের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন কুলদীপ যাদবও। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজসহ ১৬ সদস্যের দলে আছেন চার পেসার। বাকি দুই পেসার আকাশ দীপ ও যশ দয়াল। যেখানে দয়ালের আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। 
 
দল একই থাকলেও কানপুরে ভারতের একাদশে পরিবর্তন আসতে পারে। চেন্নাইয়ে ভারত খেলেছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। বুমরা-সিরাজের সঙ্গে চিপকে খেলেছিলেন আকাশ দীপ। স্পিনার ছিলেন অশ্বিন ও জাদেজা। ‘ঘরের ছেলে’ অশ্বিন প্রথম টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছিলেন ম্যাচ-সেরা। 

অন্যদিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ ঐতিহ্যগতভাবে স্পিনবান্ধব। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টের একাদশে জাদেজা-অশ্বিনের সঙ্গে একাদশে কুলদীপ-অক্ষরের যেকোনো একজনকে দেখা যেতে পারে। তাতে আকাশ দীপের বাদ পড়ার সম্ভাবনা বেশি। ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের দল 
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, যশ দয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত