চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। সেই টেস্ট শেষ হতে না হতেই ভারত সিরিজের দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে। কানপুরে হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন নেই ভারতীয় দলে।
সিরিজের দ্বিতীয় টেস্ট সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সেই টেস্টেও যথারীতি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং লাইনআপে রোহিত-বিরাট কোহলির পাশাপাশি আছেন লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, শুবমান গিলরা। ১৬ সদস্যের দলে আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুয়েল ও ঋষভ পন্ত।
রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল—আছেন এই তিন স্পিন বোলিং অলরাউন্ডার। তাঁদের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন কুলদীপ যাদবও। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজসহ ১৬ সদস্যের দলে আছেন চার পেসার। বাকি দুই পেসার আকাশ দীপ ও যশ দয়াল। যেখানে দয়ালের আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি।
দল একই থাকলেও কানপুরে ভারতের একাদশে পরিবর্তন আসতে পারে। চেন্নাইয়ে ভারত খেলেছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। বুমরা-সিরাজের সঙ্গে চিপকে খেলেছিলেন আকাশ দীপ। স্পিনার ছিলেন অশ্বিন ও জাদেজা। ‘ঘরের ছেলে’ অশ্বিন প্রথম টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছিলেন ম্যাচ-সেরা।
অন্যদিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ ঐতিহ্যগতভাবে স্পিনবান্ধব। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টের একাদশে জাদেজা-অশ্বিনের সঙ্গে একাদশে কুলদীপ-অক্ষরের যেকোনো একজনকে দেখা যেতে পারে। তাতে আকাশ দীপের বাদ পড়ার সম্ভাবনা বেশি। ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের দল
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, যশ দয়াল।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। সেই টেস্ট শেষ হতে না হতেই ভারত সিরিজের দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে। কানপুরে হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন নেই ভারতীয় দলে।
সিরিজের দ্বিতীয় টেস্ট সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সেই টেস্টেও যথারীতি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং লাইনআপে রোহিত-বিরাট কোহলির পাশাপাশি আছেন লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, শুবমান গিলরা। ১৬ সদস্যের দলে আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুয়েল ও ঋষভ পন্ত।
রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল—আছেন এই তিন স্পিন বোলিং অলরাউন্ডার। তাঁদের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন কুলদীপ যাদবও। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজসহ ১৬ সদস্যের দলে আছেন চার পেসার। বাকি দুই পেসার আকাশ দীপ ও যশ দয়াল। যেখানে দয়ালের আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি।
দল একই থাকলেও কানপুরে ভারতের একাদশে পরিবর্তন আসতে পারে। চেন্নাইয়ে ভারত খেলেছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। বুমরা-সিরাজের সঙ্গে চিপকে খেলেছিলেন আকাশ দীপ। স্পিনার ছিলেন অশ্বিন ও জাদেজা। ‘ঘরের ছেলে’ অশ্বিন প্রথম টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছিলেন ম্যাচ-সেরা।
অন্যদিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ ঐতিহ্যগতভাবে স্পিনবান্ধব। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্টের একাদশে জাদেজা-অশ্বিনের সঙ্গে একাদশে কুলদীপ-অক্ষরের যেকোনো একজনকে দেখা যেতে পারে। তাতে আকাশ দীপের বাদ পড়ার সম্ভাবনা বেশি। ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের দল
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, যশ দয়াল।
অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
১০ ঘণ্টা আগে