ঘরের মাঠে বিশ্বকাপ বলেই কি না এত রঙিন বিরাট কোহলি। দুর্দান্ত ব্যাটিংয়ে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। সাকিব আল হাসান, শচীন টেন্ডুলকারের মতো তারকা ক্রিকেটারদের রেকর্ড কোহলি ভেঙে চলেছেন। তেমনি তাঁদের (সাকিব, শচীন) কোনো না কোনো রেকর্ডে ভাগ বসাচ্ছেন কোহলি।
২০২৩ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের খেলা ৯ ম্যাচের ৯টিতেই খেলেছেন কোহলি। ৯৯ গড়ে ৫৯৪ রান করে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২ সেঞ্চুরির পাশাপাশি ৫ ফিফটি করেছেন। যার মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে ৮৫, ৯৫ ও ৮৮ রানের এই তিনটি ইনিংস সেঞ্চুরিতে পরিণত হবার সম্ভাবনা ছিল। সেঞ্চুরি করার সুযোগ ছিল গতকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে। ৫৬ বলে ৫১ রান করে কোহলি আউট হওয়ার পরও বাকি ছিল ১২৮ বল। সে যা-ই হোক, এবারের বিশ্বকাপে এরই মধ্যে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ভারতীয় এই ব্যাটার। তাতে সাকিব, শচীনের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। ২০১৯ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৮৬.৫৭ গড়ে করেন ৬০৬ রান। এর আগে ২০০৩ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি গড়েন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৬১.১৮ গড়ে করেন ৬৭৩ রান।
এবারের বিশ্বকাপে সাকিব, শচীনের অন্য এক রেকর্ড ভেঙেছেন কোহলি। বিশ্বকাপ ইতিহাসে সাকিব ২ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ১৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন সাকিব। বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের সর্বশেষ ম্যাচে ৬ নভেম্বর বাংলাদেশের অলরাউন্ডার ৮২ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগের দিন (৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ বলে ১০১ রানের ইনিংস খেলে কোহলি বিশ্বকাপে ১৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি গড়েন। এই সেঞ্চুরিতেই ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হয়ে যান কোহলি ও শচীন। আর গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে গতকাল ফিফটি করে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যাটা কোহলি নিয়ে যান ১৫ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রান করে ওয়ানডেতে এক বছরে আটবার ১০০০ রানের রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় এই ব্যাটার এ বছরে এখন পর্যন্ত ১২০৬ রান করেন। শচীন এক বছরে ওয়ানডেতে ১০০০ রান করেছেন সাতবার।
এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস:
সাকিব আল হাসান (বাংলাদেশ): ৭টি; ২০১৯ বিশ্বকাপ
শচীন টেন্ডুলকার (ভারত): ৭টি; ২০০৩ বিশ্বকাপ
বিরাট কোহলি (ভারত): ৭টি; ২০২৩ বিশ্বকাপ
রোহিত শর্মা (ভারত): ৬টি; ২০১৯ বিশ্বকাপ
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ৬টি; ২০১৯ বিশ্বকাপ
ঘরের মাঠে বিশ্বকাপ বলেই কি না এত রঙিন বিরাট কোহলি। দুর্দান্ত ব্যাটিংয়ে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। সাকিব আল হাসান, শচীন টেন্ডুলকারের মতো তারকা ক্রিকেটারদের রেকর্ড কোহলি ভেঙে চলেছেন। তেমনি তাঁদের (সাকিব, শচীন) কোনো না কোনো রেকর্ডে ভাগ বসাচ্ছেন কোহলি।
২০২৩ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের খেলা ৯ ম্যাচের ৯টিতেই খেলেছেন কোহলি। ৯৯ গড়ে ৫৯৪ রান করে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২ সেঞ্চুরির পাশাপাশি ৫ ফিফটি করেছেন। যার মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে ৮৫, ৯৫ ও ৮৮ রানের এই তিনটি ইনিংস সেঞ্চুরিতে পরিণত হবার সম্ভাবনা ছিল। সেঞ্চুরি করার সুযোগ ছিল গতকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে। ৫৬ বলে ৫১ রান করে কোহলি আউট হওয়ার পরও বাকি ছিল ১২৮ বল। সে যা-ই হোক, এবারের বিশ্বকাপে এরই মধ্যে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ভারতীয় এই ব্যাটার। তাতে সাকিব, শচীনের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। ২০১৯ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৮৬.৫৭ গড়ে করেন ৬০৬ রান। এর আগে ২০০৩ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি গড়েন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৬১.১৮ গড়ে করেন ৬৭৩ রান।
এবারের বিশ্বকাপে সাকিব, শচীনের অন্য এক রেকর্ড ভেঙেছেন কোহলি। বিশ্বকাপ ইতিহাসে সাকিব ২ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ১৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন সাকিব। বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের সর্বশেষ ম্যাচে ৬ নভেম্বর বাংলাদেশের অলরাউন্ডার ৮২ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগের দিন (৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ বলে ১০১ রানের ইনিংস খেলে কোহলি বিশ্বকাপে ১৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি গড়েন। এই সেঞ্চুরিতেই ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হয়ে যান কোহলি ও শচীন। আর গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে গতকাল ফিফটি করে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যাটা কোহলি নিয়ে যান ১৫ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রান করে ওয়ানডেতে এক বছরে আটবার ১০০০ রানের রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় এই ব্যাটার এ বছরে এখন পর্যন্ত ১২০৬ রান করেন। শচীন এক বছরে ওয়ানডেতে ১০০০ রান করেছেন সাতবার।
এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস:
সাকিব আল হাসান (বাংলাদেশ): ৭টি; ২০১৯ বিশ্বকাপ
শচীন টেন্ডুলকার (ভারত): ৭টি; ২০০৩ বিশ্বকাপ
বিরাট কোহলি (ভারত): ৭টি; ২০২৩ বিশ্বকাপ
রোহিত শর্মা (ভারত): ৬টি; ২০১৯ বিশ্বকাপ
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ৬টি; ২০১৯ বিশ্বকাপ
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে