Ajker Patrika

‘চার দিনের’ রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে হারাবেই বাংলাদেশ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৩৫
‘চার দিনের’ রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে হারাবেই বাংলাদেশ

চার দিনের রাওয়ালপিন্ডি টেস্ট—এটুকু শুনে হয়তো অনেকে চমকে যাবেন। তবে যাঁরা বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট দেখছেন, তাঁরা জানেন ঘটনাটা কী। বৃষ্টির বাগড়ায় পাঁচ দিনের পরিবর্তে এখন চার দিনে হবে টেস্ট ম্যাচটি। ম্যাচের দৈর্ঘ্য কমলেও 
ফল হবে বলে আশাবাদী বাংলাদেশ। 

প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় গতকাল দ্বিতীয় দিনেই শুরু হয়েছে রাওয়ালপিন্ডি টেস্ট। ৮৭.১ ওভারে হয়েছে ২৮৪ রান, পড়েছে ১০ উইকেট। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ২৭৪ রানে অলআউট হয়েছে। বাংলাদেশ ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০ রানে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা। 

সাদমান ইসলাম (৬ *) ও জাকির হাসান (০ *) দুই ওপেনার আছেন উইকেটে। দিনের খেলা শেষে গতকাল সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন, ‘ম্যাচ এখনো শেষ হয়নি। অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। ম্যাচের ফল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটার দিকেই আমরা মুখিয়ে আছি।’ 

শরীফুল ইসলামের পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে এসেছেন তাসকিন। যেটা তাঁর ১৪ মাস পর টেস্টে ফেরা। ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বল তুলে দেন তাসকিনের হাতে। অধিনায়কের প্রতিদান তাসকিন দিয়েছেন প্রথম ওভারের শেষ বলে আব্দুল্লাহ শফিককে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করে। কী করে এই উইকেটটা পেলেন, সেটা নিয়ে তাসকিনের ভাষ্য, ‘সেই উইকেট (আব্দুল্লাহ শফিক) আমার কাছে সত্যিই উপভোগ্য ছিল। বাইরের দিকে বোলিং করে প্রথমে তাকে ফাঁদে ফেলেছি। এরপর ভেতরের দিকে বল দিয়েছি এবং ঠিক সেটাই ঘটল (শফিকের উইকেট)। এটা আমার ইচ্ছাকৃত ছিল। এ কারণে এই উইকেটটা নিয়ে আমি খুব খুশি।’ 

শূন্য রানে উদ্বোধনী জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেট জুটিতে শান মাসুদ ও সাইম আইয়ুব গড়েন ১০৭ রানের জুটি। স্বাগতিকদের ইনিংসে এটাই সর্বোচ্চ জুটি। এটা বাদে আর ৫০ রানের কোনো জুটিই গড়তে পারেনি মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান। স্বাগতিকদের ১০ উইকেটের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট মেহেদী হাসান মিরাজ। ১৪ মাস পর টেস্টে ফেরা তাসকিন নিয়েছেন ৩ উইকেট। বোলারদের প্রশংসা করে তাসকিন বলেন, ‘সব মিলিয়ে আমাদের বোলিং ইউনিট আজ ভালো করেছে। প্রথম উইকেট পড়ার পর তারা খুব ভালো করেছে। তাদের দারুণ জুটি হয়েছে। আমরাও ঘুরে দাঁড়িয়েছি এবং দিনের শেষটা ভালো হয়েছে।’ 

রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে ২৩ বছরের ডেডলক ভাঙে বাংলাদেশ। সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে শেষ টেস্ট ড্র হলেই দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ। তাতে পঞ্চমবার টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ। সেটা দুই বা ততোধিক ম্যাচের হিসাব করেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত